ইংল্যান্ড নারী ফুটবল দল
শেষ বাঁশির এক মিনিট আগে পর্যন্ত এগিয়ে থেকেও স্বপ্নভঙ্গ হয়েছে ইতালির। ইউরো ফুটবলের ফাইনালে উঠে গেছে ইংলিশ নারী ফুটবল দল। উইমেন্স ইউরোর প্রথম সেমি-ফাইনালে জেনেভায় গতকাল মঙ্গলবার ইতালিকে ২-১ গোলে পরাজিত করে ইংল্যান্ড।
ম্যাচের ৩৩তম মিনিটে বারবার বোনান্সেয়া গোল করে এগিয়ে দিয়েছিলেন ইতালিকে। সেই ব্যবধান তারা ধরে রাখে নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে যোগ করা সময়ের আরও পাঁচ মিনিট। কিন্তু এরপরই সর্বনাশ। ইংলিশ নারী দলের বদলি ফুটবলার মিশেল আগেমাং ৯৬তম মিনিটে গোল করে সমতায় ফেরান দলকে। এরপর অতিরিক্ত সময়ের শেষ মিনিটের আগে বদলি নামা আরেক ফুটবলার ক্লোয়ি কেলির গোল নাটকীয় জয় এনে দেয় ইংলিশদের।
এই নিয়ে টানা তিনটি বড় আসরের ফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ডের নারী ফুটবল দল। ২০২২ ইউরোতে শিরোপা জিতেছিল তারা, পরের বছর বিশ্বকাপের ফাইনালে উঠে হেরে গিয়েছিল স্পেনের কাছে।
উল্লেখ্য, ইতালির সামনে ছিল ২৮ বছর পর ইউরোর ফাইনালে ওঠার হাতছানি। কিন্তু খুব কাছে গিয়েও হৃদয়ভাঙার যন্ত্রণায় পুড়তে হলো তাদেরকে। চলতি আসরের কোয়ার্টার-ফাইনালে নরওয়ের বিপক্ষে শেষ মিনিটের গোলে জিতেছিল ইতালি। সেমি-ফাইনালে সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করে প্রথমার্ধে দাপুটে ফুটবল উপহার দেয় তারা। জুভেন্টাসের ৩৪ বছর বয়সী তারকা বোনান্সেয়ার গোলে এগিয়ে গিয়েছিল ইতালি। দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ইংল্যান্ড নিলেও নিজেদের ব্যর্থতায় গোল আদায় করতে পারছিল না। সময় যখন একদমই ফুরিয়ে আসছিল, তখনই ১৯ বছর বয়সী আগেমাং দলকে সমতায় ফেরান।
তার গোলের পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। শেষ দিকে আবার গোলের সম্ভাবনা জাগান আগেমাং। কিন্তু বল ফিরে আসে ক্রসবারে লাগে। এর পরই নাটকীয়তা। পেনাল্টি পায় ইংল্যান্ড। কেলির শট ফিরিয়ে দেন ইতালির গোলকিপার। কিন্তু দ্রুতগতিতে ছুটে গিয়ে ফিরতি বল জালে পাঠান ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।
ইংল্যান্ড নারী ফুটবল দল
বুধবার, ২৩ জুলাই ২০২৫
শেষ বাঁশির এক মিনিট আগে পর্যন্ত এগিয়ে থেকেও স্বপ্নভঙ্গ হয়েছে ইতালির। ইউরো ফুটবলের ফাইনালে উঠে গেছে ইংলিশ নারী ফুটবল দল। উইমেন্স ইউরোর প্রথম সেমি-ফাইনালে জেনেভায় গতকাল মঙ্গলবার ইতালিকে ২-১ গোলে পরাজিত করে ইংল্যান্ড।
ম্যাচের ৩৩তম মিনিটে বারবার বোনান্সেয়া গোল করে এগিয়ে দিয়েছিলেন ইতালিকে। সেই ব্যবধান তারা ধরে রাখে নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে যোগ করা সময়ের আরও পাঁচ মিনিট। কিন্তু এরপরই সর্বনাশ। ইংলিশ নারী দলের বদলি ফুটবলার মিশেল আগেমাং ৯৬তম মিনিটে গোল করে সমতায় ফেরান দলকে। এরপর অতিরিক্ত সময়ের শেষ মিনিটের আগে বদলি নামা আরেক ফুটবলার ক্লোয়ি কেলির গোল নাটকীয় জয় এনে দেয় ইংলিশদের।
এই নিয়ে টানা তিনটি বড় আসরের ফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ডের নারী ফুটবল দল। ২০২২ ইউরোতে শিরোপা জিতেছিল তারা, পরের বছর বিশ্বকাপের ফাইনালে উঠে হেরে গিয়েছিল স্পেনের কাছে।
উল্লেখ্য, ইতালির সামনে ছিল ২৮ বছর পর ইউরোর ফাইনালে ওঠার হাতছানি। কিন্তু খুব কাছে গিয়েও হৃদয়ভাঙার যন্ত্রণায় পুড়তে হলো তাদেরকে। চলতি আসরের কোয়ার্টার-ফাইনালে নরওয়ের বিপক্ষে শেষ মিনিটের গোলে জিতেছিল ইতালি। সেমি-ফাইনালে সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করে প্রথমার্ধে দাপুটে ফুটবল উপহার দেয় তারা। জুভেন্টাসের ৩৪ বছর বয়সী তারকা বোনান্সেয়ার গোলে এগিয়ে গিয়েছিল ইতালি। দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ইংল্যান্ড নিলেও নিজেদের ব্যর্থতায় গোল আদায় করতে পারছিল না। সময় যখন একদমই ফুরিয়ে আসছিল, তখনই ১৯ বছর বয়সী আগেমাং দলকে সমতায় ফেরান।
তার গোলের পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। শেষ দিকে আবার গোলের সম্ভাবনা জাগান আগেমাং। কিন্তু বল ফিরে আসে ক্রসবারে লাগে। এর পরই নাটকীয়তা। পেনাল্টি পায় ইংল্যান্ড। কেলির শট ফিরিয়ে দেন ইতালির গোলকিপার। কিন্তু দ্রুতগতিতে ছুটে গিয়ে ফিরতি বল জালে পাঠান ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।