টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে ভালো সময় পার করছে বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়ের পর ঘরের মাঠে এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে সিরিজও জিতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সেই সঙ্গে রয়েছে একটানা চারটি ম্যাচ জয়ের রেকর্ডও।
শ্রীলঙ্কার মাটিতে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল লিটন দাসের দল। সেই সফর থেকে ফিরে মাত্র তিন দিনের বিরতি নিয়ে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ে টাইগাররা যখন দারুণভাবে উদ্দীপ্ত তখন র্যাংকিংয়েও বড়সড় উন্নতি হয়েছে বেশ ক’জনের।
দুই সিরিজেই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তাদের দলগত প্রচেষ্টাতেই নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশ। কেননা এর আগে এই দুই দেশের কোনোটির বিপক্ষেই কখনো সিরিজ জয়ের রেকর্ড ছিল না টাইগারদের।
টাইগারদের ভালো খেলার ধারাবাহিকতায় টি-টোয়েন্টি র্যাংকিংয়ে উল্লেখযোগ্যভাবে উন্নতি হয়েছে দুই পেসার মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের। আর ব্যাট হাতে দ্যুতি ছড়িয়ে র্যাংকিংয়ে অনেক দূর এগিয়েছেন তানজিদ হাসান তামিম ও জাকের আলী অনিক। এছাড়া স্পিন অলরাউন্ডার হিসেবে উন্নতি হয়েছে শেখ মেহেদীর।
মোস্তাফিজ বোলারদের র্যাংকিংয়ে শীর্ষ দশে জায়গা দখল করেছেন। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে কিপটে বোলিংয়ের পাশাপাশি ৩ উইকেট শিকার করে এক লাফে ১৭ ধাপ এগিয়েছেন বাঁহাতি টাইগার পেসার।
বর্তমানে বোলারদের র্যাংকিংয়ে নবম স্থানে উঠে এসেছেন মোস্তাফিজ। শীর্ষ ১০ বোলারের তালিকায় আরও আছেন আদিল রশিদ, বরুণ চক্রবর্তী, আকিল হোসেইন, অ্যাডাম জাম্পা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রবি বিষ্ণোই, রশিদ খান ও অর্শদিপ সিং। শীর্ষ দশ থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার মাহিশ থিকশানা।
আরেক বাঁহাতি পেসার শরিফুল উন্নতি করেছেন ১৪ ধাপ। বর্তমানে বোলারদের তালিকায় ৪৩তম স্থানে রয়েছেন ২৪ বছর বয়সী টাইগার পেসার। বোলারদের র্যাংকিংয়েও শীর্ষ বিশে আছেন শেখ মেহেদী ও রিশাদ হোসেন। শেখ মেহেদী হাসান ৯ ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠে এসেছেন। রিশাদ হোসেন ৩ ধাপ পেছালেও ২০ নম্বরে অবস্থান করছেন।
ব্যাটিং র্যাংকিংয়ে ১৮ ধাপ উন্নতি হয়েছে বাঁহাতি তানজিদ হাসান তামিমের। বর্তমানে ৩৭তম অবস্থানে রয়েছেন গতকাল মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের একাদশে না থাকা ২৪ বছর বয়সী এই ব্যাটার।
গতকাল মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে জয়ের নায়ক জাকের আলী অনিকও এক লাফে ১৭ ধাপ উন্নতি করেছেন। বর্তমানে র্যাংকিংয়ের ৫৩তম স্থানটি নিউজিল্যান্ডের ডেভন কনওয়ের সঙ্গে যৌথভাবে ভাগাভাগি করছেন ডানহাতি এই মিডলঅর্ডার ব্যাটার।
বুধবার, ২৩ জুলাই ২০২৫
টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে ভালো সময় পার করছে বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়ের পর ঘরের মাঠে এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে সিরিজও জিতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সেই সঙ্গে রয়েছে একটানা চারটি ম্যাচ জয়ের রেকর্ডও।
শ্রীলঙ্কার মাটিতে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল লিটন দাসের দল। সেই সফর থেকে ফিরে মাত্র তিন দিনের বিরতি নিয়ে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ে টাইগাররা যখন দারুণভাবে উদ্দীপ্ত তখন র্যাংকিংয়েও বড়সড় উন্নতি হয়েছে বেশ ক’জনের।
দুই সিরিজেই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তাদের দলগত প্রচেষ্টাতেই নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশ। কেননা এর আগে এই দুই দেশের কোনোটির বিপক্ষেই কখনো সিরিজ জয়ের রেকর্ড ছিল না টাইগারদের।
টাইগারদের ভালো খেলার ধারাবাহিকতায় টি-টোয়েন্টি র্যাংকিংয়ে উল্লেখযোগ্যভাবে উন্নতি হয়েছে দুই পেসার মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের। আর ব্যাট হাতে দ্যুতি ছড়িয়ে র্যাংকিংয়ে অনেক দূর এগিয়েছেন তানজিদ হাসান তামিম ও জাকের আলী অনিক। এছাড়া স্পিন অলরাউন্ডার হিসেবে উন্নতি হয়েছে শেখ মেহেদীর।
মোস্তাফিজ বোলারদের র্যাংকিংয়ে শীর্ষ দশে জায়গা দখল করেছেন। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে কিপটে বোলিংয়ের পাশাপাশি ৩ উইকেট শিকার করে এক লাফে ১৭ ধাপ এগিয়েছেন বাঁহাতি টাইগার পেসার।
বর্তমানে বোলারদের র্যাংকিংয়ে নবম স্থানে উঠে এসেছেন মোস্তাফিজ। শীর্ষ ১০ বোলারের তালিকায় আরও আছেন আদিল রশিদ, বরুণ চক্রবর্তী, আকিল হোসেইন, অ্যাডাম জাম্পা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রবি বিষ্ণোই, রশিদ খান ও অর্শদিপ সিং। শীর্ষ দশ থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার মাহিশ থিকশানা।
আরেক বাঁহাতি পেসার শরিফুল উন্নতি করেছেন ১৪ ধাপ। বর্তমানে বোলারদের তালিকায় ৪৩তম স্থানে রয়েছেন ২৪ বছর বয়সী টাইগার পেসার। বোলারদের র্যাংকিংয়েও শীর্ষ বিশে আছেন শেখ মেহেদী ও রিশাদ হোসেন। শেখ মেহেদী হাসান ৯ ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠে এসেছেন। রিশাদ হোসেন ৩ ধাপ পেছালেও ২০ নম্বরে অবস্থান করছেন।
ব্যাটিং র্যাংকিংয়ে ১৮ ধাপ উন্নতি হয়েছে বাঁহাতি তানজিদ হাসান তামিমের। বর্তমানে ৩৭তম অবস্থানে রয়েছেন গতকাল মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের একাদশে না থাকা ২৪ বছর বয়সী এই ব্যাটার।
গতকাল মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে জয়ের নায়ক জাকের আলী অনিকও এক লাফে ১৭ ধাপ উন্নতি করেছেন। বর্তমানে র্যাংকিংয়ের ৫৩তম স্থানটি নিউজিল্যান্ডের ডেভন কনওয়ের সঙ্গে যৌথভাবে ভাগাভাগি করছেন ডানহাতি এই মিডলঅর্ডার ব্যাটার।