বাংলাদেশ-পাকিস্তান শেষ টি-২০ বৃহস্পতিবার
শেরেবাংলা স্টেডিয়ামে উইকেট দেখছেন লিটন দাস, সঙ্গে কিউরেটর
বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচ সিরিজের শেষ টি-২০ বৃহস্পতিবার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
একই ভেন্যুতে প্রথম ম্যাচে ৭ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে ৮ রানে জয়লাভ করে বাংলাদেশ প্রথমবারের মতো সিরিজ নিশ্চিত করেছে। বৃহস্পতিবার লিটন দাসের দলের সামনে সালমান আগা বাহিনীকে হোয়াইটওয়াশ করার সুবর্ণ সুযোগ। প্রথম দুই ম্যাচে বাংলাদেশের ব্যাটর ও বোলাররা যে পারফর্ম করেছেন তাতে প্রথমবার পাকিস্তানকে টি-২০তে ধবলধোলাই আশাই করতে পারে দেশের ক্রিকেট প্রেমীরা।
দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিং করে বাংলাদেশ ১৩৩ রানে অলআউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে ৪.৪ ওভারে ১৫ রান তুলতেই ৫ উইকেট হারায় পাকিস্তান।
নিজেদের টি-টোয়েন্টিতে এত কম রানে ৫ উইকেট কখনোই হারায়নি পাকিস্তান।
পাকিস্তানকে লজ্জার রেকর্ড দেয়ার সঙ্গে সঙ্গে টি-টোয়েন্টিতে নয়া কীর্তি গড়ে বাংলাদেশ। এই প্রথম সবচেয়ে কম রানে প্রতিপক্ষের ৫ উইকেট শিকার করলো টাইগাররা।
ম্যাচসেরা পারফরমার জাকের আলী ম্যাচ শেষে বলেন, ‘আমরা নিজেদের প্রক্রিয়া ধরে এগিয়েছি। উইকেটের আচরণ বা এসব নিয়ে ভাবিনি। এখানে (মিরপুর) কন্ডিশন ব্যাটিং সহায়ক না, বড় রানের উইকেট নয়। এটা মেনে নিয়ে সেভাবেই খেলি। এখানে খেলার মূল মন্ত্র এটাই। ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের এটি মানতে হবে, উইকেট-কন্ডিশনের পরিস্থিতি বুঝে খেলতে হবে।’
জাকেরের মতে, দ্বিতীয় ম্যাচের উইকেটে আদর্শ ব্যাটিং করতে পারলে দেড়শর বেশি রান করা যেত। কিন্তু শুরুতে দ্রুত উইকেট পড়ে যাওয়ায় অধিনায়কের পরামর্শ অনুযায়ী, ১৪০ রানের কাছে যাওয়ার চেষ্টা করেন তিনি।
‘উইকেটে মনে হয়, ১৫৫-৬০ রান হওয়া সম্ভব ছিল, যদি আমরা আদর্শ ব্যাটিং করতে পারতাম। তবে আমি ব্যাটিংয়ে যাওয়ার আগে অধিনায়ক বলেছে, যেহেতু দ্রুত উইকেট হারিয়ে ফেলেছি, ১৪০ রানের জন্য যেন যাই। আমরা ৬ রান (আসলে ৭) কম করেছি। শেষেরটা ছক্কা হলে (১৪০) হয়ে যেত।’
‘এই জিনিসগুলা ভালো। দল হিসেবে আমরা যখন নিজেদের মধ্যে আলাপ করব যে, আমরা এত রান করব বা এর বেশি করব। প্রথম থেকেই আমি পরিষ্কার ছিলাম যে, এটার জন্যই যাব।আজকের পরিস্থিতির চাহিদা এটিই ছিল। এর ওপরে যেতে পারলে আরও ভালো হতো।’
জাকের বলেন, ‘দলের চাওয়া ম্যাচ জেতা। এখানে (মিরপুর) পরিস্থিতি দাবি করছে ১৪০-১৫০ রানের, আমরা সেভাবে খেলি। সিলেটে খেললে হাই স্কোরিং। যেরকম পরিস্থিতি, সেভাবেই খেলতে হবে। দিন শেষে ম্যাচ জিততে হবে।’
পুরস্কার বিতরণী মঞ্চে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা নিজের হতাশা প্রকাশ করেন। পরে তিনি ১৫ রানে ৫ উইকেট হারানোর পর ফাহিম আশরাফের অর্ধশতকে দলকে প্রায় জয়ের কাছে নিয়ে যাওয়ার জন্য প্রশংসা করেনে সালমান, ‘১৫ রানে ৫ উইকেট হারানোর পরও আমরা ম্যাচটা একেবারে শেষ মুহূর্তে নিয়ে গেছি।
ফাহিম যেভাবে ব্যাট করেছে, তাকে কুর্নিশ জানাই।’ ‘এটাই আমাদের দল, আমরা কখনো হাল ছেড়ে দেই না। সব সময় বিশ্বাস করি আমরা জিততে পারি। আজ ম্যাচটা ছিল একদম থ্রিলার।’
বাংলাদেশ-পাকিস্তান শেষ টি-২০ বৃহস্পতিবার
শেরেবাংলা স্টেডিয়ামে উইকেট দেখছেন লিটন দাস, সঙ্গে কিউরেটর
বুধবার, ২৩ জুলাই ২০২৫
বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচ সিরিজের শেষ টি-২০ বৃহস্পতিবার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
একই ভেন্যুতে প্রথম ম্যাচে ৭ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে ৮ রানে জয়লাভ করে বাংলাদেশ প্রথমবারের মতো সিরিজ নিশ্চিত করেছে। বৃহস্পতিবার লিটন দাসের দলের সামনে সালমান আগা বাহিনীকে হোয়াইটওয়াশ করার সুবর্ণ সুযোগ। প্রথম দুই ম্যাচে বাংলাদেশের ব্যাটর ও বোলাররা যে পারফর্ম করেছেন তাতে প্রথমবার পাকিস্তানকে টি-২০তে ধবলধোলাই আশাই করতে পারে দেশের ক্রিকেট প্রেমীরা।
দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিং করে বাংলাদেশ ১৩৩ রানে অলআউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে ৪.৪ ওভারে ১৫ রান তুলতেই ৫ উইকেট হারায় পাকিস্তান।
নিজেদের টি-টোয়েন্টিতে এত কম রানে ৫ উইকেট কখনোই হারায়নি পাকিস্তান।
পাকিস্তানকে লজ্জার রেকর্ড দেয়ার সঙ্গে সঙ্গে টি-টোয়েন্টিতে নয়া কীর্তি গড়ে বাংলাদেশ। এই প্রথম সবচেয়ে কম রানে প্রতিপক্ষের ৫ উইকেট শিকার করলো টাইগাররা।
ম্যাচসেরা পারফরমার জাকের আলী ম্যাচ শেষে বলেন, ‘আমরা নিজেদের প্রক্রিয়া ধরে এগিয়েছি। উইকেটের আচরণ বা এসব নিয়ে ভাবিনি। এখানে (মিরপুর) কন্ডিশন ব্যাটিং সহায়ক না, বড় রানের উইকেট নয়। এটা মেনে নিয়ে সেভাবেই খেলি। এখানে খেলার মূল মন্ত্র এটাই। ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের এটি মানতে হবে, উইকেট-কন্ডিশনের পরিস্থিতি বুঝে খেলতে হবে।’
জাকেরের মতে, দ্বিতীয় ম্যাচের উইকেটে আদর্শ ব্যাটিং করতে পারলে দেড়শর বেশি রান করা যেত। কিন্তু শুরুতে দ্রুত উইকেট পড়ে যাওয়ায় অধিনায়কের পরামর্শ অনুযায়ী, ১৪০ রানের কাছে যাওয়ার চেষ্টা করেন তিনি।
‘উইকেটে মনে হয়, ১৫৫-৬০ রান হওয়া সম্ভব ছিল, যদি আমরা আদর্শ ব্যাটিং করতে পারতাম। তবে আমি ব্যাটিংয়ে যাওয়ার আগে অধিনায়ক বলেছে, যেহেতু দ্রুত উইকেট হারিয়ে ফেলেছি, ১৪০ রানের জন্য যেন যাই। আমরা ৬ রান (আসলে ৭) কম করেছি। শেষেরটা ছক্কা হলে (১৪০) হয়ে যেত।’
‘এই জিনিসগুলা ভালো। দল হিসেবে আমরা যখন নিজেদের মধ্যে আলাপ করব যে, আমরা এত রান করব বা এর বেশি করব। প্রথম থেকেই আমি পরিষ্কার ছিলাম যে, এটার জন্যই যাব।আজকের পরিস্থিতির চাহিদা এটিই ছিল। এর ওপরে যেতে পারলে আরও ভালো হতো।’
জাকের বলেন, ‘দলের চাওয়া ম্যাচ জেতা। এখানে (মিরপুর) পরিস্থিতি দাবি করছে ১৪০-১৫০ রানের, আমরা সেভাবে খেলি। সিলেটে খেললে হাই স্কোরিং। যেরকম পরিস্থিতি, সেভাবেই খেলতে হবে। দিন শেষে ম্যাচ জিততে হবে।’
পুরস্কার বিতরণী মঞ্চে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা নিজের হতাশা প্রকাশ করেন। পরে তিনি ১৫ রানে ৫ উইকেট হারানোর পর ফাহিম আশরাফের অর্ধশতকে দলকে প্রায় জয়ের কাছে নিয়ে যাওয়ার জন্য প্রশংসা করেনে সালমান, ‘১৫ রানে ৫ উইকেট হারানোর পরও আমরা ম্যাচটা একেবারে শেষ মুহূর্তে নিয়ে গেছি।
ফাহিম যেভাবে ব্যাট করেছে, তাকে কুর্নিশ জানাই।’ ‘এটাই আমাদের দল, আমরা কখনো হাল ছেড়ে দেই না। সব সময় বিশ্বাস করি আমরা জিততে পারি। আজ ম্যাচটা ছিল একদম থ্রিলার।’