স্কোয়াশের ট্রফি উন্মোচন অনুষ্ঠান
আগমী কাল থেকে স্কোয়াশের দুটি আন্তর্জাতিক আসর বসতে যাচ্ছে ঢাকায়। যেখানে অংশ নেবেন ভারত, ইরান, কুয়েত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও স্বাগতিক বাংলাদেশের খেলোয়াড়রা। একটি ছেলেদের পিএসএ চ্যালেঞ্জ ট্যুর এবং অন্যটি মেয়েদের ডব্লুএসএফ ও পিএসএ স্যাটালাইট টুর্নামেন্ট। যার পোশাকি নাম আরএফএল-এসিআই ষষ্ঠ আন্তর্জাতিক বাংলাদেশ স্কোয়াশ ওপেন টুর্নামেন্ট। এ বছর বাংলাদেশের জাতীয় দলের শাহাদাৎ, রনি ও সুমন এবং বয়স ভিত্তিক দলের উদীয়মান স্কোয়াশ খেলোয়াড় বিকেএসপির সাইমুন, আমিনুল, পারভেজ ও সেনাবাহিনীর আপন ও আজিজের সঙ্গে খেলবেন ইরান, ভারত, শ্রীলঙ্কা, কুয়েত ও মালয়েশিয়ার আটজন পেশাদার স্কোয়াশ খেলোয়াড়। পাশাপাশি মেয়েদের স্যাটেলাইট ট্যুরে বাংলাদেশের মারজান, চাঁদনী, নাবিলা, উর্দু, মেঘনা, জুই, মানিকা ও পূজা রানীসহ প্রথম সারির ১৩ জন নারী খেলোয়াড় খেলবেন মালয়েশিয়ার জমজ বোন পেশাদার নারী স্কোয়াশ খেলোয়াড় ভিনিকা ও ভার্টিকা এবং ইরানের রামজানজাদে নামিনি নারগোলের সঙ্গে। প্রতিযোগীতা দুটির খেলা ঢাকা সেনানিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্স, আর্মি অফিসার্স মেস ও ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের স্কোয়াশ কোর্টে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার,(২৪ জুলাই ২০২৫) অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্কোয়াশ র্যাকেটস ফেডারেশনের সাধারন সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলাম। এ সময় যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলম এবং আরএফএলের বিপণন প্রধান শাহীন শফিক উপস্থিত ছিলেন। এর আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহতদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়।
স্কোয়াশের ট্রফি উন্মোচন অনুষ্ঠান
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
আগমী কাল থেকে স্কোয়াশের দুটি আন্তর্জাতিক আসর বসতে যাচ্ছে ঢাকায়। যেখানে অংশ নেবেন ভারত, ইরান, কুয়েত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও স্বাগতিক বাংলাদেশের খেলোয়াড়রা। একটি ছেলেদের পিএসএ চ্যালেঞ্জ ট্যুর এবং অন্যটি মেয়েদের ডব্লুএসএফ ও পিএসএ স্যাটালাইট টুর্নামেন্ট। যার পোশাকি নাম আরএফএল-এসিআই ষষ্ঠ আন্তর্জাতিক বাংলাদেশ স্কোয়াশ ওপেন টুর্নামেন্ট। এ বছর বাংলাদেশের জাতীয় দলের শাহাদাৎ, রনি ও সুমন এবং বয়স ভিত্তিক দলের উদীয়মান স্কোয়াশ খেলোয়াড় বিকেএসপির সাইমুন, আমিনুল, পারভেজ ও সেনাবাহিনীর আপন ও আজিজের সঙ্গে খেলবেন ইরান, ভারত, শ্রীলঙ্কা, কুয়েত ও মালয়েশিয়ার আটজন পেশাদার স্কোয়াশ খেলোয়াড়। পাশাপাশি মেয়েদের স্যাটেলাইট ট্যুরে বাংলাদেশের মারজান, চাঁদনী, নাবিলা, উর্দু, মেঘনা, জুই, মানিকা ও পূজা রানীসহ প্রথম সারির ১৩ জন নারী খেলোয়াড় খেলবেন মালয়েশিয়ার জমজ বোন পেশাদার নারী স্কোয়াশ খেলোয়াড় ভিনিকা ও ভার্টিকা এবং ইরানের রামজানজাদে নামিনি নারগোলের সঙ্গে। প্রতিযোগীতা দুটির খেলা ঢাকা সেনানিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্স, আর্মি অফিসার্স মেস ও ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের স্কোয়াশ কোর্টে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার,(২৪ জুলাই ২০২৫) অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্কোয়াশ র্যাকেটস ফেডারেশনের সাধারন সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলাম। এ সময় যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলম এবং আরএফএলের বিপণন প্রধান শাহীন শফিক উপস্থিত ছিলেন। এর আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহতদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়।