যুব হকি দলের ফাইল ছবি
ভারতে ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জুনিয়র বিশ্বকাপ হকি প্রতিযোগিতা। গত বছরের ডিসেম্বরে এই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। টুর্নামেন্ট শুরুর চার মাস আগে যুবারা অনুশীলনে নামছেন হকির কর্তারা। আগামী শনিবার রিপোর্টিং হলে মূল ক্যাম্প শুরু হবে পরদিন। আপাতত ক্যাম্প পরিচালনা করবেন দেশীয় দুই কোচ আশিকুজ্জামান ও মশিউর রহমান বিপ্লব। সেপ্টেম্বরের প্রথম দিন দলের সঙ্গে যোগ দেবেন ডাচ কোচ সিগফ্রাইড অকম্যান। সর্বশেষ ওমান দলে কাজ করেছেণ তিনি। বাংলাদেশ যুব হকি দলে তার দায়িত্ব নেয়া এক প্রকার চূড়ান্তই বলে সূত্রে জানা গেছে। বিশ্বকাপকে সামনে রেখে এর আগে জোড়ালো প্রস্তুতির কথা বলা হলেও তা দৃশ্যমান নেই। তার অন্যতম কারণ অর্থের যোগান কম। এছাড়াও বিদেশি কোচের আগমনের ওপর সিদ্ধান্ত ঝুলে আছে। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্ণেল (অব.) রিয়াজুল হাসানের কথা, ‘ইচ্ছে আছে টুর্নামেন্টের আগে দেশের বাইরে যেয়ে ছেলেদের কিছু ম্যাচ পস্তুতি খেলানো। সেটা হতে পারে ইউরোপ কিংবা এশিয়ার মধ্যে পাকিস্তানে।
মালয়েশিয়ার সঙ্গেও কথা হয়েছে। এখনও চূড়ান্ত হয়নি। দেশের বাইরে যদি ১০ দিন থাকি তাহলে যেন ৬টা ম্যাচ খেলতে পারি। আমাদের বিদেশি কোচ আসবে। তাছাড়া ডাচ কোচেরও কিছু প্ল্যানিং আছে, সে যদি ইউরোপের কথা বলে আমরা সেটই করব।’
যুব হকি দলের ফাইল ছবি
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
ভারতে ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জুনিয়র বিশ্বকাপ হকি প্রতিযোগিতা। গত বছরের ডিসেম্বরে এই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। টুর্নামেন্ট শুরুর চার মাস আগে যুবারা অনুশীলনে নামছেন হকির কর্তারা। আগামী শনিবার রিপোর্টিং হলে মূল ক্যাম্প শুরু হবে পরদিন। আপাতত ক্যাম্প পরিচালনা করবেন দেশীয় দুই কোচ আশিকুজ্জামান ও মশিউর রহমান বিপ্লব। সেপ্টেম্বরের প্রথম দিন দলের সঙ্গে যোগ দেবেন ডাচ কোচ সিগফ্রাইড অকম্যান। সর্বশেষ ওমান দলে কাজ করেছেণ তিনি। বাংলাদেশ যুব হকি দলে তার দায়িত্ব নেয়া এক প্রকার চূড়ান্তই বলে সূত্রে জানা গেছে। বিশ্বকাপকে সামনে রেখে এর আগে জোড়ালো প্রস্তুতির কথা বলা হলেও তা দৃশ্যমান নেই। তার অন্যতম কারণ অর্থের যোগান কম। এছাড়াও বিদেশি কোচের আগমনের ওপর সিদ্ধান্ত ঝুলে আছে। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্ণেল (অব.) রিয়াজুল হাসানের কথা, ‘ইচ্ছে আছে টুর্নামেন্টের আগে দেশের বাইরে যেয়ে ছেলেদের কিছু ম্যাচ পস্তুতি খেলানো। সেটা হতে পারে ইউরোপ কিংবা এশিয়ার মধ্যে পাকিস্তানে।
মালয়েশিয়ার সঙ্গেও কথা হয়েছে। এখনও চূড়ান্ত হয়নি। দেশের বাইরে যদি ১০ দিন থাকি তাহলে যেন ৬টা ম্যাচ খেলতে পারি। আমাদের বিদেশি কোচ আসবে। তাছাড়া ডাচ কোচেরও কিছু প্ল্যানিং আছে, সে যদি ইউরোপের কথা বলে আমরা সেটই করব।’