কোচ মানোলো মার্কুয়েজের বিদায়ের পর ভারতের জাতীয় ফুটবল দলের জন্য নতুন কোচ খুঁজছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। এ জন্য আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান করে সংস্থাটি। সেই তালিকায় ছিল এক চমকে দেওয়া নাম—বার্সেলোনা কিংবদন্তি জাভি হার্নান্দেজ।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সাবেক স্প্যানিশ তারকা ও বার্সেলোনার সাবেক কোচ জাভি নিজেই তাঁর মেইল আইডি ব্যবহার করে** কোচ হওয়ার জন্য আবেদন করেন। তাঁর আবেদনপত্রে যদিও যোগাযোগ নম্বর উল্লেখ ছিল না, তবুও বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় দলের পরিচালক সুব্রত পাল।
তিনি বলেন, ‘হ্যাঁ, জাভির নাম তালিকায় ছিল। এআইএফএফকে মেইলের মাধ্যমে আবেদন পাঠানো হয়েছে।’
অর্থনৈতিক সীমাবদ্ধতায় বাদ জাভি
তবে শেষ পর্যন্ত জাভির আবেদনটি গৃহীত হয়নি। এআইএফএফের টেকনিক্যাল কমিটির এক সদস্য টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘ধরে নিলাম জাভি সত্যিই আগ্রহী এবং তাঁকে রাজি করানো সম্ভব। কিন্তু তাঁকে আনতে আমাদের বিশাল অঙ্কের অর্থের দরকার হতো।’
আর কে কে আবেদন করেছেন?
জাভির পাশাপাশি ভারতের সাবেক কোচ **স্টিফেন কনস্টানটাইন**, লিভারপুলের সাবেক ফুটবলার **হ্যারি কিউয়েল** এবং ভারতীয় কোচ **খালিদ জামিল**–সহ আরও অনেকেই আবেদন করেছেন।
কে এই জাভি হার্নান্দেজ?
জাভি বার্সেলোনার হয়ে ৭৬৭টি অফিসিয়াল ম্যাচ খেলেছেন। ইনিয়েস্তা ও বুসকেতসের সঙ্গে তাঁর গড়া মধ্যমাঠের ত্রয়ী ফুটবল ইতিহাসে কিংবদন্তি হয়ে আছে। বার্সার হয়ে তিনি **৫টি লা লিগা, ৩টি কোপা দেল রে, ও ৩টি চ্যাম্পিয়নস লিগ** জিতেছেন।
২০১৫ সালে কাতারের আল-সাদ ক্লাবে পাড়ি জমান জাভি। সেখানেই খেলোয়াড় ও কোচ হিসেবে **৪টি ট্রফি** জেতেন। ২০১৯ সালে পেশাদার ফুটবলকে বিদায় জানান তিনি।
কোচ হিসেবে বার্সাকে ২০২২–২৩ মৌসুমে **লা লিগা ও ২০২৩ সালের স্প্যানিশ সুপার কাপ** জেতান। তবে চলতি বছর বার্সেলোনার কোচিং থেকে তাঁকে বরখাস্ত করা হয়।
স্পেন জাতীয় দলের হয়ে জাভি **২০০৮ ও ২০১২ ইউরো এবং ২০১০ বিশ্বকাপ** জয় করেন। ফুটবল ইতিহাসে তিনিও এক ‘গোল্ডেন জেনারেশন’-এর অংশ ছিলেন।
ভারত নিয়ে জাভির আগ্রহ?
এর আগে এক সাক্ষাৎকারে জাভি জানিয়েছিলেন, ভারতের ফুটবলে স্প্যানিশ কোচেরা কাজ করছেন দেখে তিনি আগ্রহভরে ভারতীয় ফুটবলকে অনুসরণ করেন।
---
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
কোচ মানোলো মার্কুয়েজের বিদায়ের পর ভারতের জাতীয় ফুটবল দলের জন্য নতুন কোচ খুঁজছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। এ জন্য আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান করে সংস্থাটি। সেই তালিকায় ছিল এক চমকে দেওয়া নাম—বার্সেলোনা কিংবদন্তি জাভি হার্নান্দেজ।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সাবেক স্প্যানিশ তারকা ও বার্সেলোনার সাবেক কোচ জাভি নিজেই তাঁর মেইল আইডি ব্যবহার করে** কোচ হওয়ার জন্য আবেদন করেন। তাঁর আবেদনপত্রে যদিও যোগাযোগ নম্বর উল্লেখ ছিল না, তবুও বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় দলের পরিচালক সুব্রত পাল।
তিনি বলেন, ‘হ্যাঁ, জাভির নাম তালিকায় ছিল। এআইএফএফকে মেইলের মাধ্যমে আবেদন পাঠানো হয়েছে।’
অর্থনৈতিক সীমাবদ্ধতায় বাদ জাভি
তবে শেষ পর্যন্ত জাভির আবেদনটি গৃহীত হয়নি। এআইএফএফের টেকনিক্যাল কমিটির এক সদস্য টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘ধরে নিলাম জাভি সত্যিই আগ্রহী এবং তাঁকে রাজি করানো সম্ভব। কিন্তু তাঁকে আনতে আমাদের বিশাল অঙ্কের অর্থের দরকার হতো।’
আর কে কে আবেদন করেছেন?
জাভির পাশাপাশি ভারতের সাবেক কোচ **স্টিফেন কনস্টানটাইন**, লিভারপুলের সাবেক ফুটবলার **হ্যারি কিউয়েল** এবং ভারতীয় কোচ **খালিদ জামিল**–সহ আরও অনেকেই আবেদন করেছেন।
কে এই জাভি হার্নান্দেজ?
জাভি বার্সেলোনার হয়ে ৭৬৭টি অফিসিয়াল ম্যাচ খেলেছেন। ইনিয়েস্তা ও বুসকেতসের সঙ্গে তাঁর গড়া মধ্যমাঠের ত্রয়ী ফুটবল ইতিহাসে কিংবদন্তি হয়ে আছে। বার্সার হয়ে তিনি **৫টি লা লিগা, ৩টি কোপা দেল রে, ও ৩টি চ্যাম্পিয়নস লিগ** জিতেছেন।
২০১৫ সালে কাতারের আল-সাদ ক্লাবে পাড়ি জমান জাভি। সেখানেই খেলোয়াড় ও কোচ হিসেবে **৪টি ট্রফি** জেতেন। ২০১৯ সালে পেশাদার ফুটবলকে বিদায় জানান তিনি।
কোচ হিসেবে বার্সাকে ২০২২–২৩ মৌসুমে **লা লিগা ও ২০২৩ সালের স্প্যানিশ সুপার কাপ** জেতান। তবে চলতি বছর বার্সেলোনার কোচিং থেকে তাঁকে বরখাস্ত করা হয়।
স্পেন জাতীয় দলের হয়ে জাভি **২০০৮ ও ২০১২ ইউরো এবং ২০১০ বিশ্বকাপ** জয় করেন। ফুটবল ইতিহাসে তিনিও এক ‘গোল্ডেন জেনারেশন’-এর অংশ ছিলেন।
ভারত নিয়ে জাভির আগ্রহ?
এর আগে এক সাক্ষাৎকারে জাভি জানিয়েছিলেন, ভারতের ফুটবলে স্প্যানিশ কোচেরা কাজ করছেন দেখে তিনি আগ্রহভরে ভারতীয় ফুটবলকে অনুসরণ করেন।
---