দক্ষিণ আফ্রিকার ফন স্কালভিক
ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি করে ইতিহাসে নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার ১৮ বছর বয়সী ব্যাটার ফন স্কালভিক ।
শুক্রবার(২৫-০৭-২০২৫) জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ১৫৩ বলে ২১৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ফন স্কালভিক। ১৯ চার ও ৬ ছক্কায় গড়া তার ইনিংসটি। যুব ওয়ানডে ইতিহাসে প্রথম দুইশ’ রানের ব্যক্তিগত ইনিংস এটি। ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার হাসিথা বোয়াগোদার ১৯১ রান ছিল আগের সর্বোচ্চ।
ঘরের মাঠে গত মঙ্গলবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তৃতীয় যুব ওয়ানডেতে ৩২০ রানের লক্ষ্য তাড়ায় ১৫৬ বলে অপরাজিত ১৬৪ রানের ইনিংস খেলেন ওপেনার ফন স্কালভিক। দক্ষিণ আফ্রিকার দরকার যখন ৩২ বলে ৪৪ রান, তখন আলোকস্বল্পতায় শেষ হয়ে যায় ম্যাচ। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে দল জিতলেও দ্বিশতকের পথে আর ছোটা হয়নি ফন স্কালভিকের।
সেদিন যুব ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েন তিনি। ২৫ বছরের বেশি সময় ধরে রেকর্ডটি ছিল জ্যাক রুডলফের। ২০০০ সালের জানুয়ারিতে যুব বিশ্বকাপে নেপালের বিপক্ষে ১৪০ বলে অপরাজিত ১৫৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
বেনোনিতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওই সিরিজ দিয়েই যুব ওয়ানডে অভিষেক হয় ফন স্কালভিকের।
প্রথম ম্যাচে ৯ বলে শূন্য রানের পর দ্বিতীয় ম্যাচের একাদশে জায়গা হারান তিনি। তৃতীয় ম্যাচে একাদশে ফিরেই খেলেন দেড়শ’ ছাড়ানো ইনিংস।
এরপরই ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়েতে উড়ে যায় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। সেখানে প্রথম ম্যাচেই দুইশ’ ছুঁয়ে আবার রেকর্ডের পাতায় নাম লেখালেন ফন স্কালভিক।
হারারেতে এদিন টস জিতে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। ফন স্কালভিক পঞ্চাশে পা রাখেন ৪৮ বলে, ৮৬ বলে পূর্ণ করেন শতক।
দেড়শ’তে পৌঁছে যান তিনি ১২২ বলে। সেখান থেকে দুইশ’ ছুঁতে লাগে আর কেবল ২৩ বল।
পঞ্চম ব্যাটার হিসেবে আউট হন তিনি ৪৭তম ওভারে। ১৫ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারিয়ে এক বল বাকি থাকতে ৩৮৫ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।
দলের অর্ধেকের বেশি রান একাই করেন ফন স্কালভিক। দ্বিতীয় সর্বোচ্চ ৭৬ রান করেন জেসন ফন রোলস।
দক্ষিণ আফ্রিকার ফন স্কালভিক
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি করে ইতিহাসে নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার ১৮ বছর বয়সী ব্যাটার ফন স্কালভিক ।
শুক্রবার(২৫-০৭-২০২৫) জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ১৫৩ বলে ২১৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ফন স্কালভিক। ১৯ চার ও ৬ ছক্কায় গড়া তার ইনিংসটি। যুব ওয়ানডে ইতিহাসে প্রথম দুইশ’ রানের ব্যক্তিগত ইনিংস এটি। ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার হাসিথা বোয়াগোদার ১৯১ রান ছিল আগের সর্বোচ্চ।
ঘরের মাঠে গত মঙ্গলবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তৃতীয় যুব ওয়ানডেতে ৩২০ রানের লক্ষ্য তাড়ায় ১৫৬ বলে অপরাজিত ১৬৪ রানের ইনিংস খেলেন ওপেনার ফন স্কালভিক। দক্ষিণ আফ্রিকার দরকার যখন ৩২ বলে ৪৪ রান, তখন আলোকস্বল্পতায় শেষ হয়ে যায় ম্যাচ। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে দল জিতলেও দ্বিশতকের পথে আর ছোটা হয়নি ফন স্কালভিকের।
সেদিন যুব ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েন তিনি। ২৫ বছরের বেশি সময় ধরে রেকর্ডটি ছিল জ্যাক রুডলফের। ২০০০ সালের জানুয়ারিতে যুব বিশ্বকাপে নেপালের বিপক্ষে ১৪০ বলে অপরাজিত ১৫৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
বেনোনিতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওই সিরিজ দিয়েই যুব ওয়ানডে অভিষেক হয় ফন স্কালভিকের।
প্রথম ম্যাচে ৯ বলে শূন্য রানের পর দ্বিতীয় ম্যাচের একাদশে জায়গা হারান তিনি। তৃতীয় ম্যাচে একাদশে ফিরেই খেলেন দেড়শ’ ছাড়ানো ইনিংস।
এরপরই ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়েতে উড়ে যায় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। সেখানে প্রথম ম্যাচেই দুইশ’ ছুঁয়ে আবার রেকর্ডের পাতায় নাম লেখালেন ফন স্কালভিক।
হারারেতে এদিন টস জিতে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। ফন স্কালভিক পঞ্চাশে পা রাখেন ৪৮ বলে, ৮৬ বলে পূর্ণ করেন শতক।
দেড়শ’তে পৌঁছে যান তিনি ১২২ বলে। সেখান থেকে দুইশ’ ছুঁতে লাগে আর কেবল ২৩ বল।
পঞ্চম ব্যাটার হিসেবে আউট হন তিনি ৪৭তম ওভারে। ১৫ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারিয়ে এক বল বাকি থাকতে ৩৮৫ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।
দলের অর্ধেকের বেশি রান একাই করেন ফন স্কালভিক। দ্বিতীয় সর্বোচ্চ ৭৬ রান করেন জেসন ফন রোলস।