ব্রাজিলের মেয়েদের জয়োল্লাস
উইমেন’স কোপা আমেরিকার সেমিফাইনালে উরুগুয়েকে ৫-১ গোলে বিধ্বস্ত করে ফাইনালে পা রাখে ব্রাজিল।
ইকুয়েডরের কিতোয় গতকাল মঙ্গলবার দুই অর্ধে দুটি গোল করেন ফরোয়ার্ড আমান্দা গুতিয়েহেস, একটি করে গোল করেন কিংবদন্তি মার্তা এবং দুই তরুণ ফরোয়ার্ড জিও গার্বেলিনি ও দুদিনিয়া। উরুগুয়ের কেউ গোল করতে পারেননি। তাদের একমাত্র গোলটি ব্রাজিলের আত্মঘাতী।
ফাইনালে টানা পঞ্চম শিরোপার আশায় মাঠে নামবে ব্রাজিল। উইমেন’স কোপা আমেরিকার ইতিহাসজুড়েই অবশ্য তাদের শ্রেষ্ঠত্ব খোদাই করা। প্রতিযোগিতার দশম আসর এটি, প্রতিবারই ফাইনালে উঠলো তারা। প্রথম চার আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর ২০০৬ আসরে তারা হেরে যায় আর্জেন্টিনার কাছে। সেই অঘটনের পুনরাবৃত্তি হয়নি আর। পরের চার আসরে ট্রফি জিতে এখন তারা টানা পঞ্চমের অপেক্ষায়।
ফাইনালে তাদের প্রতিপক্ষ গত আসরের আরেক ফাইনালিস্ট কলম্বিয়া। সেমিফাইনালে আর্জেন্টিনাকে টাইব্রেকারে হারিয়ে আবার ফাইনালে এসেছে তারা।
আগামী শনিবারের ফাইনালে পরিষ্কার ফেবারিট ব্রাজিল। তবে কলম্বিয়াকে হালকাভাবে নিচ্ছেন না সেমিতে দুই গোল করা গুতিয়েহেস।
‘আমরা খুবই খুশি। আমার প্রথম ফাইনাল এটি। কোচের সঙ্গে আমরা যে কঠোর পরিশ্রম করছি, সেটিরই প্রতিফলন আমাদের এই ফল।’
‘কলম্বিয়া খুবই কঠিন প্রতিপক্ষ। তবে ট্রফি জিততে আমরা প্রচ- পরিশ্রম করছি।’ ফাইনালে উঠে ২০২৮ অলিম্পিকসে জায়গা নিশ্চিতও করে ফেলেছে ব্রাজিল। ২০২৪ অলিম্পিকসের ফাইনালে যুক্তরাষ্ট্রের কাছে হেরে ব্রাজিল পেয়েছিল রুপা।
ব্রাজিলের মেয়েদের জয়োল্লাস
বুধবার, ৩০ জুলাই ২০২৫
উইমেন’স কোপা আমেরিকার সেমিফাইনালে উরুগুয়েকে ৫-১ গোলে বিধ্বস্ত করে ফাইনালে পা রাখে ব্রাজিল।
ইকুয়েডরের কিতোয় গতকাল মঙ্গলবার দুই অর্ধে দুটি গোল করেন ফরোয়ার্ড আমান্দা গুতিয়েহেস, একটি করে গোল করেন কিংবদন্তি মার্তা এবং দুই তরুণ ফরোয়ার্ড জিও গার্বেলিনি ও দুদিনিয়া। উরুগুয়ের কেউ গোল করতে পারেননি। তাদের একমাত্র গোলটি ব্রাজিলের আত্মঘাতী।
ফাইনালে টানা পঞ্চম শিরোপার আশায় মাঠে নামবে ব্রাজিল। উইমেন’স কোপা আমেরিকার ইতিহাসজুড়েই অবশ্য তাদের শ্রেষ্ঠত্ব খোদাই করা। প্রতিযোগিতার দশম আসর এটি, প্রতিবারই ফাইনালে উঠলো তারা। প্রথম চার আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর ২০০৬ আসরে তারা হেরে যায় আর্জেন্টিনার কাছে। সেই অঘটনের পুনরাবৃত্তি হয়নি আর। পরের চার আসরে ট্রফি জিতে এখন তারা টানা পঞ্চমের অপেক্ষায়।
ফাইনালে তাদের প্রতিপক্ষ গত আসরের আরেক ফাইনালিস্ট কলম্বিয়া। সেমিফাইনালে আর্জেন্টিনাকে টাইব্রেকারে হারিয়ে আবার ফাইনালে এসেছে তারা।
আগামী শনিবারের ফাইনালে পরিষ্কার ফেবারিট ব্রাজিল। তবে কলম্বিয়াকে হালকাভাবে নিচ্ছেন না সেমিতে দুই গোল করা গুতিয়েহেস।
‘আমরা খুবই খুশি। আমার প্রথম ফাইনাল এটি। কোচের সঙ্গে আমরা যে কঠোর পরিশ্রম করছি, সেটিরই প্রতিফলন আমাদের এই ফল।’
‘কলম্বিয়া খুবই কঠিন প্রতিপক্ষ। তবে ট্রফি জিততে আমরা প্রচ- পরিশ্রম করছি।’ ফাইনালে উঠে ২০২৮ অলিম্পিকসে জায়গা নিশ্চিতও করে ফেলেছে ব্রাজিল। ২০২৪ অলিম্পিকসের ফাইনালে যুক্তরাষ্ট্রের কাছে হেরে ব্রাজিল পেয়েছিল রুপা।