আন্তর্জাতিক স্কোয়াশের পুরুষ বিভাগে ইরানের সেপার এবং মেয়েদের বিভাগে মালয়েশিয়ার ভিনিকা সাইনি চ্যাম্পিয়ন হন।
গতকাল মঙ্গলবার আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে সেপার কুয়েতের বাদর আলমাগাবীকে এবং ভিনিকা সাইনি স্বদেশি ও বোন ভাটিকা সাইনিকে হারিয়ে শিরোপা জেতেন। ছেলেদের গ্রুপে সেরা খেলোয়াড় বাংলাদেশ সেনাবাহিনীর কর্পোরাল শাহাদাৎ হোসেন এবং মেয়েদের মধ্যে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশের মারজান মনিকা।
ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মু. হাসান-উজ-জামানের সভাপতিত্বে খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল ওয়াকর-উজ-জামান।
বুধবার, ৩০ জুলাই ২০২৫
আন্তর্জাতিক স্কোয়াশের পুরুষ বিভাগে ইরানের সেপার এবং মেয়েদের বিভাগে মালয়েশিয়ার ভিনিকা সাইনি চ্যাম্পিয়ন হন।
গতকাল মঙ্গলবার আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে সেপার কুয়েতের বাদর আলমাগাবীকে এবং ভিনিকা সাইনি স্বদেশি ও বোন ভাটিকা সাইনিকে হারিয়ে শিরোপা জেতেন। ছেলেদের গ্রুপে সেরা খেলোয়াড় বাংলাদেশ সেনাবাহিনীর কর্পোরাল শাহাদাৎ হোসেন এবং মেয়েদের মধ্যে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশের মারজান মনিকা।
ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মু. হাসান-উজ-জামানের সভাপতিত্বে খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল ওয়াকর-উজ-জামান।