ইংল্যান্ড-ভারতে ওভাল টেস্ট শুরু বৃহস্পতিবার
বেন স্টোকস
ভারতের বিপক্ষে ওভাল টেস্ট শুরুর আগের দিন বড় ধাক্কা ইংল্যান্ড দলে। সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন তাদের নিয়মিত অধিনায়ক বেন স্টোকস। অভিজ্ঞ এই অলরাউন্ডার ছাড়াও আসছে ম্যাচের একাদশে আরও তিনটি পরিবর্তন এনেছে ইংলিশরা। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির শেষ টেস্ট শুরু বৃহস্পতিবার। যথারীতি আগের দিন একাদশ ঘোষণা করেছে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা ইংল্যান্ড।
ম্যানচেস্টারে ড্র হওয়া চতুর্থ টেস্টে স্টোকস সেঞ্চুরি ও পাঁচ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন। বুধবার,(৩০ জুলাই ২০২৫) এক বিবৃতিতে ইসিবি বলেছে, ‘অধিনায়ক বেন স্টোকস ডান কাঁধের চোটের কারণে খেলতে পারবেন না।’
তার অনুপস্থিতিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন ওলি পোপ। লর্ডস এবং ওল্ড ট্রাফোর্ডে পরপর দুই টেস্ট খেলার কারণে ইংল্যান্ড আর্চারকেও বিশ্রাম দিয়েছে। চোটগ্রস্ত এই পেসারের এটি চার বছরের মধ্যে প্রথম টেস্ট সিরিজ।
ওভালে শেষ টেস্টের একাদশ থেকে পেসার ব্রাইডন কার্স এবং স্পিনার লিয়াম ডসনকে বাদ দেয়া হয়েছে। একাদশে ফিরেছেন গাস অ্যাটকিনসন, জেমি ওভারটন এবং জশ টাং।
ব্যাটিং অর্ডারে ছয় নম্বরে স্টোকসের বদলি হিসেবে জ্যাকব বেথেলকে দলে ফিরিয়ে আনা হয়েছে।
ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি ওভারটন, জশ টাং।
বুমরাহকে নিয়ে সিদ্ধান্ত
ম্যাচের দিন সকালে
শেষ টেস্টে সবুজ ২২ গজে ভারতীয় দলের পরীক্ষা নিতে পারে ইংল্যান্ড। এই পরিস্থিতি জসপ্রীত বুমরাহের দিকে তাকিয়ে রয়েছে ভারতীয় শিবির।
ম্যাচ শুরুর আগের দিন বুমরাহকে নিয়ে অধিনায়ক শুবমান গিল বলেন, ‘বুমরাহের ব্যাপারে আমরা ম্যাচের দিন সকালে সিদ্ধান্ত নেব। এখানকার পিচ বেশ সবুজ। দেখা যাক কী হয়।’ দু’দিন ধরে শোনা যাচ্ছিল, শেষ টেস্ট খেলবেন না বুমরাহ। সিরাজের সঙ্গে নতুন বল ভাগ করে নেবেন আকাশদীপ। ওভালে টেস্ট অভিষেক হবে অর্শদীপ সিংহের। শুবমান বলেন, ‘অর্শদীপকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ইংল্যান্ড প্রথম একাদশে কোনো স্পিনার রাখেনি। আমাদের দলে রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর রয়েছে। ওরা আমাদের স্পিন আক্রমণ সামলে দিতে পারবে।’ সূত্রে খবর, মোহাম্মদ সিরাজ এবং আকাশদীপের খেলা নিশ্চিত। বুমরাহ এবং অর্শদীপের একজন খেলবেন। বুমরাহকে খেলানোর চেষ্টা করা হচ্ছে।
বিসিসিআইয়ের চিকিৎসকেরা বুমরাহকে না খেলানোর পরামর্শ দিয়েছেন। ফলে গৌতম গম্ভীর, শুবমানেরা চাইলেই বুমরাহকে খেলাতে পারবেন না। সিরিজ শুরুর আগেই বলা হয়েছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট খেলবেন বুমরাহ। সেই মতো তার তিনটি টেস্ট খেলা হয়ে গিয়েছে। দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেয়া হয়েছিল তাকে। সেই মতো প্রাথমিকভাবে পঞ্চম টেস্টে তাকে খেলানোর পরিকল্পনা ছিল না ভারতীয় শিবিরের। ওভালের পিচ নতুন করে ভাবতে বাধ্য করছে গম্ভীর, শুবমানদের। একাদশে আরেকটি পরিবর্তন অবধারিতই। চোটে ছিটকে পড়া রিশাভ পান্তের জায়গায় খেলবেন ধ্রুব জুরেল।
ইংল্যান্ড-ভারতে ওভাল টেস্ট শুরু বৃহস্পতিবার
বেন স্টোকস
বুধবার, ৩০ জুলাই ২০২৫
ভারতের বিপক্ষে ওভাল টেস্ট শুরুর আগের দিন বড় ধাক্কা ইংল্যান্ড দলে। সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন তাদের নিয়মিত অধিনায়ক বেন স্টোকস। অভিজ্ঞ এই অলরাউন্ডার ছাড়াও আসছে ম্যাচের একাদশে আরও তিনটি পরিবর্তন এনেছে ইংলিশরা। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির শেষ টেস্ট শুরু বৃহস্পতিবার। যথারীতি আগের দিন একাদশ ঘোষণা করেছে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা ইংল্যান্ড।
ম্যানচেস্টারে ড্র হওয়া চতুর্থ টেস্টে স্টোকস সেঞ্চুরি ও পাঁচ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন। বুধবার,(৩০ জুলাই ২০২৫) এক বিবৃতিতে ইসিবি বলেছে, ‘অধিনায়ক বেন স্টোকস ডান কাঁধের চোটের কারণে খেলতে পারবেন না।’
তার অনুপস্থিতিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন ওলি পোপ। লর্ডস এবং ওল্ড ট্রাফোর্ডে পরপর দুই টেস্ট খেলার কারণে ইংল্যান্ড আর্চারকেও বিশ্রাম দিয়েছে। চোটগ্রস্ত এই পেসারের এটি চার বছরের মধ্যে প্রথম টেস্ট সিরিজ।
ওভালে শেষ টেস্টের একাদশ থেকে পেসার ব্রাইডন কার্স এবং স্পিনার লিয়াম ডসনকে বাদ দেয়া হয়েছে। একাদশে ফিরেছেন গাস অ্যাটকিনসন, জেমি ওভারটন এবং জশ টাং।
ব্যাটিং অর্ডারে ছয় নম্বরে স্টোকসের বদলি হিসেবে জ্যাকব বেথেলকে দলে ফিরিয়ে আনা হয়েছে।
ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি ওভারটন, জশ টাং।
বুমরাহকে নিয়ে সিদ্ধান্ত
ম্যাচের দিন সকালে
শেষ টেস্টে সবুজ ২২ গজে ভারতীয় দলের পরীক্ষা নিতে পারে ইংল্যান্ড। এই পরিস্থিতি জসপ্রীত বুমরাহের দিকে তাকিয়ে রয়েছে ভারতীয় শিবির।
ম্যাচ শুরুর আগের দিন বুমরাহকে নিয়ে অধিনায়ক শুবমান গিল বলেন, ‘বুমরাহের ব্যাপারে আমরা ম্যাচের দিন সকালে সিদ্ধান্ত নেব। এখানকার পিচ বেশ সবুজ। দেখা যাক কী হয়।’ দু’দিন ধরে শোনা যাচ্ছিল, শেষ টেস্ট খেলবেন না বুমরাহ। সিরাজের সঙ্গে নতুন বল ভাগ করে নেবেন আকাশদীপ। ওভালে টেস্ট অভিষেক হবে অর্শদীপ সিংহের। শুবমান বলেন, ‘অর্শদীপকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ইংল্যান্ড প্রথম একাদশে কোনো স্পিনার রাখেনি। আমাদের দলে রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর রয়েছে। ওরা আমাদের স্পিন আক্রমণ সামলে দিতে পারবে।’ সূত্রে খবর, মোহাম্মদ সিরাজ এবং আকাশদীপের খেলা নিশ্চিত। বুমরাহ এবং অর্শদীপের একজন খেলবেন। বুমরাহকে খেলানোর চেষ্টা করা হচ্ছে।
বিসিসিআইয়ের চিকিৎসকেরা বুমরাহকে না খেলানোর পরামর্শ দিয়েছেন। ফলে গৌতম গম্ভীর, শুবমানেরা চাইলেই বুমরাহকে খেলাতে পারবেন না। সিরিজ শুরুর আগেই বলা হয়েছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট খেলবেন বুমরাহ। সেই মতো তার তিনটি টেস্ট খেলা হয়ে গিয়েছে। দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেয়া হয়েছিল তাকে। সেই মতো প্রাথমিকভাবে পঞ্চম টেস্টে তাকে খেলানোর পরিকল্পনা ছিল না ভারতীয় শিবিরের। ওভালের পিচ নতুন করে ভাবতে বাধ্য করছে গম্ভীর, শুবমানদের। একাদশে আরেকটি পরিবর্তন অবধারিতই। চোটে ছিটকে পড়া রিশাভ পান্তের জায়গায় খেলবেন ধ্রুব জুরেল।