সিরাজের সাফল্যের কাহিনী
জোড়া গোলের পর নেইমারের প্রতিক্রিয়া
ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের নয় ইনিংসে মোট ১৮৫.৩ ওভার বোলিং করেন (১১১৩টা বল) মোহাম্মদ সিরাজ উইকেট নিয়েছেন সবচেয়ে বেশি ২৩টি । এই সিরিজে দু’দল মিলিয়ে আর কোনো বোলার ৯০০ বলও করেননি। তার যে বলে ভারত সিরিজ ড্র করেছে সেই বলের গতি ছিল ১৪৩.৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। কীভাবে প্রতিটা স্পেলে একই গতি, একই উদ্যমে বল করেছেন সিরাজ? সিরাজের শৃঙ্খলার কথা শোনা গিয়েছে তার ভাই মোহাম্মদ ইসমাইলের মুখে। ‘ইন্ডিয়া টুডে’-কে তিনি বলেন, ‘ও ফিটনেস নিয়ে প্রচুর পরিশ্রম করেছে। বাইরের খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে। হায়দরাবাদে থাকলেও খুব কমই বিরিয়ানি খায়। তবে সেটা বাড়িতে রান্না হলে তবেই খায়। পিৎজা, ফাস্টফুড বন্ধ করে দিয়েছে।’
ইসমাইল বলেন, ‘ও কখনও হার মানে না। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না পেলেও হতাশ হয়নি। উল্টো আরও পরিশ্রম করেছে। জিমে গিয়েছে। ফিটনেস নিয়ে খেটেছে। প্রতিদিন কঠোর অনুশীলন করেছে। তারই ফল ও পাচ্ছে।’
ইংল্যান্ড যাওয়ার আগে বাবার কবরের কাছে গিয়ে প্রার্থনা করেছেন সিরাজ। তার বাবা মোহাম্মদ গাউসের একটাই স্বপ্ন ছিল। ছেলে ভারতের হয়ে খেলবে। অথচ সিরাজের অভিষেকের আগেই মৃত্যু হয় তার। বাবাকে খুব মিস? করেন সিরাজ। তিনি নিজে অনেক বার সে কথা বলেছেন। বাবা-মায়ের আশীর্বাদ নিয়ে ইংল্যান্ডে খেলতে গিয়েছিলেন তিনি।
সিরাজের মা শাবানা বেগম ‘টাইমস অব ইন্ডিয়া’-কে বলেন, ‘যাওয়ার আগে বলল, মা, আমার জন্য প্রার্থনা কোর। আমি যেন ভালো খেলতে পারি। ভারতকে জেতাতে পারি। তার পর বাবার কবরের কাছে গিয়ে প্রার্থনা করে। আমার ছেলে ওর বাবাকে খুব ভালোবাসতো। আমাদের আশীর্বাদ সব সময়ে ওর সঙ্গে আছে।’
ইংল্যান্ডে খেলার মাঝে প্রতিদিন নিয়ম করে মায়ের সঙ্গে কথা বলেছেন সিরাজ। তার আশীর্বাদ নিয়েছেন। সে কথা জানিয়েছেন সিরাজের ভাই ইসমাইল। তিনি বলেন, ‘মা সব সময়ে ওর জন্য প্রার্থনা করে। মায়ের প্রার্থনার অনেক জোর। ইংল্যান্ড থেকে ও রোজ ভিডিও কলে মায়ের সঙ্গে কথা বলতো। আশীর্বাদ চাইতো। বাবা, মা সব সময়ে চাইতো সিরাজ ভারতের হয়ে খেলুক। সেই স্বপ্ন সত্যি হয়েছে। আমরা চাই, ও আরও সফল হোক।”
সিরাজও সব সময়ে বাবা-মায়ের নাম উজ্জ্বল করতে চান। এখনও বাবার কথা মনে করে খেলতে নামেন তিনি। ইসমাইল বলেন, ‘ও সব সময়ে বলে, বাবার জন্য খেলতে হবে। বাবার স্বপ্ন পূরণের জন্য নিজের সবটা দিয়ে দেবে। ওকে বল করতে দেখে আমার মনে হয়,
সব সময় বাবার কথা ভাবছে। তাই অক্লান্ত পরিশ্রম করতে পারে। ভিরাট কোহলিকে দেখে নিজের ফিটনেসে আরও উন্নতি করেছে সিরাজ। তাই আরও ভালো খেলছে ও।’
লর্ডসে সিরাজ আউট হতেই হেরেছিল ভারত। অনেক চেষ্টা করেও দলকে জেতাতে পারেননি তিনি।
ওভালেও ক্যাচ ধরতে গিয়ে তার ভুল দলকে প্রায় হারিয়ে দিচ্ছিল। সেখান থেকে ফিরেছেন সিরাজ। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। দুই ইনিংস মিলিয়ে তার ৯ উইকেট দলকে জিতিয়েছে।
শেষ উইকেটও নিয়েছেন তিনিই। একটা বৃত্ত সম্পূর্ণ হয়েছে সিরাজের।
সিরাজের সাফল্যের কাহিনী
জোড়া গোলের পর নেইমারের প্রতিক্রিয়া
মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫
ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের নয় ইনিংসে মোট ১৮৫.৩ ওভার বোলিং করেন (১১১৩টা বল) মোহাম্মদ সিরাজ উইকেট নিয়েছেন সবচেয়ে বেশি ২৩টি । এই সিরিজে দু’দল মিলিয়ে আর কোনো বোলার ৯০০ বলও করেননি। তার যে বলে ভারত সিরিজ ড্র করেছে সেই বলের গতি ছিল ১৪৩.৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। কীভাবে প্রতিটা স্পেলে একই গতি, একই উদ্যমে বল করেছেন সিরাজ? সিরাজের শৃঙ্খলার কথা শোনা গিয়েছে তার ভাই মোহাম্মদ ইসমাইলের মুখে। ‘ইন্ডিয়া টুডে’-কে তিনি বলেন, ‘ও ফিটনেস নিয়ে প্রচুর পরিশ্রম করেছে। বাইরের খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে। হায়দরাবাদে থাকলেও খুব কমই বিরিয়ানি খায়। তবে সেটা বাড়িতে রান্না হলে তবেই খায়। পিৎজা, ফাস্টফুড বন্ধ করে দিয়েছে।’
ইসমাইল বলেন, ‘ও কখনও হার মানে না। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না পেলেও হতাশ হয়নি। উল্টো আরও পরিশ্রম করেছে। জিমে গিয়েছে। ফিটনেস নিয়ে খেটেছে। প্রতিদিন কঠোর অনুশীলন করেছে। তারই ফল ও পাচ্ছে।’
ইংল্যান্ড যাওয়ার আগে বাবার কবরের কাছে গিয়ে প্রার্থনা করেছেন সিরাজ। তার বাবা মোহাম্মদ গাউসের একটাই স্বপ্ন ছিল। ছেলে ভারতের হয়ে খেলবে। অথচ সিরাজের অভিষেকের আগেই মৃত্যু হয় তার। বাবাকে খুব মিস? করেন সিরাজ। তিনি নিজে অনেক বার সে কথা বলেছেন। বাবা-মায়ের আশীর্বাদ নিয়ে ইংল্যান্ডে খেলতে গিয়েছিলেন তিনি।
সিরাজের মা শাবানা বেগম ‘টাইমস অব ইন্ডিয়া’-কে বলেন, ‘যাওয়ার আগে বলল, মা, আমার জন্য প্রার্থনা কোর। আমি যেন ভালো খেলতে পারি। ভারতকে জেতাতে পারি। তার পর বাবার কবরের কাছে গিয়ে প্রার্থনা করে। আমার ছেলে ওর বাবাকে খুব ভালোবাসতো। আমাদের আশীর্বাদ সব সময়ে ওর সঙ্গে আছে।’
ইংল্যান্ডে খেলার মাঝে প্রতিদিন নিয়ম করে মায়ের সঙ্গে কথা বলেছেন সিরাজ। তার আশীর্বাদ নিয়েছেন। সে কথা জানিয়েছেন সিরাজের ভাই ইসমাইল। তিনি বলেন, ‘মা সব সময়ে ওর জন্য প্রার্থনা করে। মায়ের প্রার্থনার অনেক জোর। ইংল্যান্ড থেকে ও রোজ ভিডিও কলে মায়ের সঙ্গে কথা বলতো। আশীর্বাদ চাইতো। বাবা, মা সব সময়ে চাইতো সিরাজ ভারতের হয়ে খেলুক। সেই স্বপ্ন সত্যি হয়েছে। আমরা চাই, ও আরও সফল হোক।”
সিরাজও সব সময়ে বাবা-মায়ের নাম উজ্জ্বল করতে চান। এখনও বাবার কথা মনে করে খেলতে নামেন তিনি। ইসমাইল বলেন, ‘ও সব সময়ে বলে, বাবার জন্য খেলতে হবে। বাবার স্বপ্ন পূরণের জন্য নিজের সবটা দিয়ে দেবে। ওকে বল করতে দেখে আমার মনে হয়,
সব সময় বাবার কথা ভাবছে। তাই অক্লান্ত পরিশ্রম করতে পারে। ভিরাট কোহলিকে দেখে নিজের ফিটনেসে আরও উন্নতি করেছে সিরাজ। তাই আরও ভালো খেলছে ও।’
লর্ডসে সিরাজ আউট হতেই হেরেছিল ভারত। অনেক চেষ্টা করেও দলকে জেতাতে পারেননি তিনি।
ওভালেও ক্যাচ ধরতে গিয়ে তার ভুল দলকে প্রায় হারিয়ে দিচ্ছিল। সেখান থেকে ফিরেছেন সিরাজ। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। দুই ইনিংস মিলিয়ে তার ৯ উইকেট দলকে জিতিয়েছে।
শেষ উইকেটও নিয়েছেন তিনিই। একটা বৃত্ত সম্পূর্ণ হয়েছে সিরাজের।