সংবাদ স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫

এশিয়া কাপ দলে ফিরতে পারেন বাবর আজম

image

এশিয়া কাপ দলে ফিরতে পারেন বাবর আজম

মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫
সংবাদ স্পোর্টস ডেস্ক

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে পাকিস্তান টি-২০ দলে ফিরতে পারেন সাবেক অধিনায়ক বাবর আজম। বিশেষ করে ফখর জামানের ফিটনেস নিয়ে যেহেতু শঙ্কা দেখা গেছে, সে কারণেই বাবরের ফেরার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজে ফখর জামান ইনজুরিতে পড়েন। ইনজুরির কারণে ইতোমধ্যেই ক্যারিবীয়ানদের বিপক্ষে টি-২০ ও ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ফখর।

পাকিস্তান বোর্ড (পিসিবি) ইতোমধ্যেই ফখরকে লাহোরে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিপোর্ট করতে বলেছে, যেখানে তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। এ কারণে এশিয়া কাপে ফখরের খেলা প্রায় অনিশ্চিত বলা যায়। একটি সূত্রে জানিয়েছে, তার ইনজুরি নিবিড়ভাবে বোর্ড পর্যবেক্ষণ করছে। একইসঙ্গে তার যথাযথ পুনর্বাসনের ওপরও জোড় দিয়েছে। একইসঙ্গে বিকল্প চিন্তা নিয়েও তারা ভাবছে।

ফখর যদি সময়মত ফিট হয়ে উঠতে না পারেন তবে স্কোয়াডে ফিরতে এই মুহূর্তে বাবর আজমই শক্তিশালী প্রার্থী। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাবরের পারফরমেন্সও এশিয়া কাপের দলে ফেরার জন্য বিবেচ্য হবে। বাবর যদি নির্বাচকদের আশ্বস্ত করতে পারেন তবে টি-২০ জাতীয় দলে তার ফেরার পথ সুগম হবে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজে দল থেকে বাদ পড়ার পর বাবর মোহাম্মদ রিজওয়ান ও নাসিম শাহকে নিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে দেখা করেছেন।

এ মাসের দ্বিতীয় সপ্তাহে এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে পিসিবি।

আগামী ৯ সেপ্টেম্বর আফগানিস্তান বনাম হংকংয়ের মধ্যকার ম্যাচটি দিয়ে এশিয়া কাপ শুরু হচ্ছে।

সর্বমোট আটটি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিবে। গ্রুপ-‘এ’তে রয়েছে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত। তাদের সঙ্গে এই গ্রুপে আরও রয়েছে ওমান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ-‘বি’র দলগুলো হলো বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং।

পাকিস্তান নিজেদের অভিযান শুরু করবে আগামী ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে। ১৪ সেপ্টেম্বর হবে ভারত-পাকিস্তান মহারণ, আর ১৭ সেপ্টেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাতের।

‘খেলা’ : আরও খবর

» কম ঝুঁকিতে বেশি রানের পথ খুঁজছেন তানজিদরা

» আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, অস্ট্রিয়াকে হারিয়ে ১৭তম বাংলাদেশ

» ক্রিকেট লীগ: ১২ ক্লাব নিয়েই লীগ শুরুর প্রস্তুতি

» বিশ্বকাপের প্রস্তুতি শুরুর সিরিজে জয়ের লক্ষ্য দু’দলের

» শিরোপার আশা বাঁচিয়ে রাখলো রংপুর

» ইউনেক্স কানাডিয়ান ব্যাডমিন্টনে অহিদুল-জুমারের ব্রোঞ্জজয়

» দুবাইয়ের প্রথম জয়ে মোস্তাফিজের ২ উইকেট

» অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দলে বাংলাদেশের আরহাম

» সেল্টা ভিগোর কাছে হেরে রেফারির প্রতি ক্ষুব্ধ রেয়াল কোচ

» কাবাডিতে মহিলা একাডেমি চ্যাম্পিয়ন

» টাইগার ব্যাটারদের ঘাটতি পূরণের উদ্যোগ

» বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

» আর্জেন্টিনা মিশন শুরু করবে আলজেরিয়া ম্যাচ দিয়ে

» সোমবার অস্ট্রিয়াকে হারালে ট্রফি বাংলাদেশের

» ক্যারম বিশ্বকাপে রুপা ও ব্রোঞ্জ জয় বাংলাদেশের

» তোরেসের হ্যাটট্রিকে বড় জয় বার্সার

» ইংল্যান্ডকে ৮ উইকেটে বিধ্বস্ত করে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

» এমএলএস কাপ: শেষ ম্যাচে চ্যাম্পিয়ন মেসির ইন্টার মায়ামি

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের