বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগে টানা পাঁচবার শিরোপা জিতলেও গত মৌসুমে তা খুঁইয়েছে। মাঠের মতো মাঠের বাইরেও বাজে সময় যাচ্ছে করপোরেট এই ক্লাবটির। চুক্তিকৃত অর্থ না পাওয়ায় ক্লাবটির সাবেক রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতা ও ফরাসি ট্রেইনার খলিল চাকরৌন ফিফায় অভিযোগ দায়ের করেন। কিংসের সাবেক ফরাসি ট্রেইনার খলিল এখন ওমানে রয়েছেন। নিজের পাওনা সম্পর্কে খলিল বলেন, ‘কিংসের কাছে মার্চ-মে মাস পর্যন্ত বেতন, বোনাস (ফেডারেশন কাপ ও চ্যালেঞ্জ কাপ) ফি এবং বেতন বিলম্ব প্রদানের জরিমানা প্রাপ্য। আমার মতোই পাওনা তিতার (রোমানিয়ান কোচ)। যখন ঢাকা ছেড়ে আসি তখন ক্লাব ম্যানেজার ওয়াসিম বলছিলেন, আমাদের অর্থ দ্রুত পরিশোধ করবে। কয়েক মাস ইতোমধ্যে পেরিয়ে গেছে আমরা সমঝোতার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেছিলাম কিন্তু না হওয়ায় ফিফায় আবেদন করতে বাধ্য হয়েছি।’
বুধবার, ০৬ আগস্ট ২০২৫
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগে টানা পাঁচবার শিরোপা জিতলেও গত মৌসুমে তা খুঁইয়েছে। মাঠের মতো মাঠের বাইরেও বাজে সময় যাচ্ছে করপোরেট এই ক্লাবটির। চুক্তিকৃত অর্থ না পাওয়ায় ক্লাবটির সাবেক রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতা ও ফরাসি ট্রেইনার খলিল চাকরৌন ফিফায় অভিযোগ দায়ের করেন। কিংসের সাবেক ফরাসি ট্রেইনার খলিল এখন ওমানে রয়েছেন। নিজের পাওনা সম্পর্কে খলিল বলেন, ‘কিংসের কাছে মার্চ-মে মাস পর্যন্ত বেতন, বোনাস (ফেডারেশন কাপ ও চ্যালেঞ্জ কাপ) ফি এবং বেতন বিলম্ব প্রদানের জরিমানা প্রাপ্য। আমার মতোই পাওনা তিতার (রোমানিয়ান কোচ)। যখন ঢাকা ছেড়ে আসি তখন ক্লাব ম্যানেজার ওয়াসিম বলছিলেন, আমাদের অর্থ দ্রুত পরিশোধ করবে। কয়েক মাস ইতোমধ্যে পেরিয়ে গেছে আমরা সমঝোতার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেছিলাম কিন্তু না হওয়ায় ফিফায় আবেদন করতে বাধ্য হয়েছি।’