উজবেকিস্তানের এক ফুটবলারের অভিযোগের ভিত্তিতে জরিমানার অর্থ পরিশোধ করে ফিফা থেকে নিষেধাজ্ঞামুক্ত হয়েছে ইয়ংমেন্স ক্লাব, ফকিরেরপুল । বুধবার,(৬ আগস্ট ২০২৫) ফিফা থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই সংক্রান্ত একটি নির্দেশনা পেয়েছে। ফলে এখন আসন্ন মৌসুমে দলবদল করতে আর কোনো বাধা নেই মতিঝিল পাড়ার এই ক্লাবটির। উজবেকিস্তানের ফুটবলারের চুক্তিকৃত অর্থ পরিশোধ না করায় ফিফা থেকে দলবদলের নিষেধাজ্ঞা ছিল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের ওপর। ফকিরেরপুল ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ আলী বলেন, ‘আমাদের দলবদলে এখন আর কোনো বাঁধা নেই। ফিফা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।
বাফুফে এবং আমাদের ক্লাব কর্মকর্তাসহ সবাইকে ধন্যবাদ জানাই সবার সহযোগিতায় এটা সম্ভব হয়েছে।’
উজবেক ফুটবলারের পাওনা ছিল সর্বসাকুল্যে ২৫ লাখ টাকা। সেই টাকা পরিশোধ করতে গলদঘর্ম হতে হয়েছে ক্লাব কর্তাদের। আগামী ১৪ আগস্ট প্রিমিয়ার ফুটবল লীগে দলবদলের শেষ দিন। মাত্র এক সপ্তাহ সময় থাকলেও আসন্ন মৌসুমে খেলার ব্যাপারে পূর্ণ আশাবাদী ফকিরেরপুল।
বুধবার, ০৬ আগস্ট ২০২৫
উজবেকিস্তানের এক ফুটবলারের অভিযোগের ভিত্তিতে জরিমানার অর্থ পরিশোধ করে ফিফা থেকে নিষেধাজ্ঞামুক্ত হয়েছে ইয়ংমেন্স ক্লাব, ফকিরেরপুল । বুধবার,(৬ আগস্ট ২০২৫) ফিফা থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই সংক্রান্ত একটি নির্দেশনা পেয়েছে। ফলে এখন আসন্ন মৌসুমে দলবদল করতে আর কোনো বাধা নেই মতিঝিল পাড়ার এই ক্লাবটির। উজবেকিস্তানের ফুটবলারের চুক্তিকৃত অর্থ পরিশোধ না করায় ফিফা থেকে দলবদলের নিষেধাজ্ঞা ছিল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের ওপর। ফকিরেরপুল ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ আলী বলেন, ‘আমাদের দলবদলে এখন আর কোনো বাঁধা নেই। ফিফা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।
বাফুফে এবং আমাদের ক্লাব কর্মকর্তাসহ সবাইকে ধন্যবাদ জানাই সবার সহযোগিতায় এটা সম্ভব হয়েছে।’
উজবেক ফুটবলারের পাওনা ছিল সর্বসাকুল্যে ২৫ লাখ টাকা। সেই টাকা পরিশোধ করতে গলদঘর্ম হতে হয়েছে ক্লাব কর্তাদের। আগামী ১৪ আগস্ট প্রিমিয়ার ফুটবল লীগে দলবদলের শেষ দিন। মাত্র এক সপ্তাহ সময় থাকলেও আসন্ন মৌসুমে খেলার ব্যাপারে পূর্ণ আশাবাদী ফকিরেরপুল।