ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজ
যুবাদের উইকেট উদ্যাপন
ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে বুধবার,(৬ আগস্ট ২০২৫) ৫ উইকেটে জিতেছে বাংলাদেশ অ-১৯ দল। প্রতিপক্ষকে ১৪৭ রানে থামিয়ে ১২৩ বল আগে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। বুধবার হারারেতে জয়ের জন্য ১৪৮ রান করতে নেমে বাংলাদেশ ১৮তম ওভারে ৫ উইকেট হারায় ৬৮ রানে। এমন পরিস্থিতিতে মো. আবদুল্লাহ ও সামিউর বশির ষষ্ঠ উইকেট জুটিতে অপরাজিত থেকে ৩০তম ওভারে দলের জয় নিশ্চিত করেন। জুটিতে তারা ৮০ রান তুলেন। এর মধ্যে আবদুল্লাহ দুই চারে ৪৭ বলে ও ম্যাচ সেরা সামিউর ৩৬ বলে ৫২ করেন ৬ চার ও ৩ ছক্কায়। এর আগে ওপেনার রিফাত বেগ ৫ চার ও ১ ছয়ে ৪৭ বলে করেন ৪৩ রান।
এর আগে টস জিতে ফিল্ডিং নেন বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম। চতুর্থ ও পঞ্চম ওভারে দুই উইকেটের পতন ঘটান ইমন ও ফাহাদ। ষষ্ঠ ওভারে প্রথম বোলিংয়ে এসে শিকার ধরেন সানজিদ মজুমদার। পরে আরও তিন উইকেট নিলেন বাঁহাতি স্পিনার। দক্ষিণ আফ্রিকাকে দেড়শ’র আগে গুটিয়ে দিতে বল হাতে অবদান রাখলেন সামিউন বাশারও। এরপর রান তাড়ায় বাংলাদেশ যখন ভীষণ চাপে, ব্যাট হাতে ঢাল হয়ে দাঁড়ালেন তিনি। আগ্রাসী ফিফটিতে ফিরলেন দলের জয় সঙ্গে নিয়ে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় দিয়েই সিরিজটি শুরু করেছিল বাংলাদেশ। দলটির বিপক্ষে দ্বিতীয় দেখায় অবশ্য পেরে ওঠেনি তারা। সেই ধাক্কা সামলে এবার ফের পেল জয়ের স্বাদ।
শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।
ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজ
যুবাদের উইকেট উদ্যাপন
বুধবার, ০৬ আগস্ট ২০২৫
ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে বুধবার,(৬ আগস্ট ২০২৫) ৫ উইকেটে জিতেছে বাংলাদেশ অ-১৯ দল। প্রতিপক্ষকে ১৪৭ রানে থামিয়ে ১২৩ বল আগে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। বুধবার হারারেতে জয়ের জন্য ১৪৮ রান করতে নেমে বাংলাদেশ ১৮তম ওভারে ৫ উইকেট হারায় ৬৮ রানে। এমন পরিস্থিতিতে মো. আবদুল্লাহ ও সামিউর বশির ষষ্ঠ উইকেট জুটিতে অপরাজিত থেকে ৩০তম ওভারে দলের জয় নিশ্চিত করেন। জুটিতে তারা ৮০ রান তুলেন। এর মধ্যে আবদুল্লাহ দুই চারে ৪৭ বলে ও ম্যাচ সেরা সামিউর ৩৬ বলে ৫২ করেন ৬ চার ও ৩ ছক্কায়। এর আগে ওপেনার রিফাত বেগ ৫ চার ও ১ ছয়ে ৪৭ বলে করেন ৪৩ রান।
এর আগে টস জিতে ফিল্ডিং নেন বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম। চতুর্থ ও পঞ্চম ওভারে দুই উইকেটের পতন ঘটান ইমন ও ফাহাদ। ষষ্ঠ ওভারে প্রথম বোলিংয়ে এসে শিকার ধরেন সানজিদ মজুমদার। পরে আরও তিন উইকেট নিলেন বাঁহাতি স্পিনার। দক্ষিণ আফ্রিকাকে দেড়শ’র আগে গুটিয়ে দিতে বল হাতে অবদান রাখলেন সামিউন বাশারও। এরপর রান তাড়ায় বাংলাদেশ যখন ভীষণ চাপে, ব্যাট হাতে ঢাল হয়ে দাঁড়ালেন তিনি। আগ্রাসী ফিফটিতে ফিরলেন দলের জয় সঙ্গে নিয়ে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় দিয়েই সিরিজটি শুরু করেছিল বাংলাদেশ। দলটির বিপক্ষে দ্বিতীয় দেখায় অবশ্য পেরে ওঠেনি তারা। সেই ধাক্কা সামলে এবার ফের পেল জয়ের স্বাদ।
শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।