এএফসি নারী এশিয়ান কাপের বাছাইপর্বে দারুণ সাফল্যের পুরস্কার পেল বাংলাদেশ নারী ফুটবল দল। আজ (৭ আগস্ট) ফিফার প্রকাশিত সর্বশেষ নারী ফুটবল র্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়েছে বাংলাদেশের মেয়েরা।
নতুন র্যাঙ্কিং অনুযায়ী, ১১৭৯.৮৭ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন রয়েছে ১০৪ নম্বরে। তাদের রেটিং বেড়েছে রেকর্ড +৮০.৫১ পয়েন্ট, যা এবারের হালনাগাদ র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি। ফিফার ভাষ্যেও, সর্বোচ্চ অগ্রগতি ও সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল এবার বাংলাদেশই।
গত জুনে মিয়ানমার সফরের সময় র্যাঙ্কিংয়ে ১২৮ নম্বরে ছিল বাংলাদেশ। এরপর ২৯ জুন ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ও ২ জুলাই ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নেয় পিটার বাটলারের দল। এই দুই জয়ের ফলেই র্যাঙ্কিংয়ে এই উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
তবে এটিই প্রথম নয়—এর আগে ২০১৩ ও ২০১৭ সালের ১৫ ডিসেম্বর বাংলাদেশের মেয়েরা ১০০তম স্থানে উঠে এসেছিল। সে হিসেবে এবারকার অর্জন এক অর্থে ঘুরে দাঁড়ানোর বার্তাও বহন করছে।
বাংলাদেশের কাছে হেরে যাওয়া বাহরাইন নারী দল ১৯ ধাপ পিছিয়ে এখন রয়েছে ১১১তম স্থানে। আর মায়ানমার এক ধাপ পিছিয়ে নেমেছে ৫৬তম স্থানে।
এদিকে র্যাঙ্কিংয়ে শীর্ষেও এসেছে বড় পরিবর্তন। সদ্য ইউরো রানার্সআপ হওয়া স্পেন এক ধাপ এগিয়ে উঠে এসেছে শীর্ষে। যুক্তরাষ্ট্র এক নম্বর থেকে নেমে গেছে দুইয়ে। তিন ধাপ এগিয়ে তৃতীয়স্থানে জায়গা করে নিয়েছে সুইডেন। আর কোপা আমেরিকাজয়ী ব্রাজিল চার থেকে নেমে গেছে সাতে। আর্জেন্টিনার অবস্থান ৩০তম।
বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫
এএফসি নারী এশিয়ান কাপের বাছাইপর্বে দারুণ সাফল্যের পুরস্কার পেল বাংলাদেশ নারী ফুটবল দল। আজ (৭ আগস্ট) ফিফার প্রকাশিত সর্বশেষ নারী ফুটবল র্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়েছে বাংলাদেশের মেয়েরা।
নতুন র্যাঙ্কিং অনুযায়ী, ১১৭৯.৮৭ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন রয়েছে ১০৪ নম্বরে। তাদের রেটিং বেড়েছে রেকর্ড +৮০.৫১ পয়েন্ট, যা এবারের হালনাগাদ র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি। ফিফার ভাষ্যেও, সর্বোচ্চ অগ্রগতি ও সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল এবার বাংলাদেশই।
গত জুনে মিয়ানমার সফরের সময় র্যাঙ্কিংয়ে ১২৮ নম্বরে ছিল বাংলাদেশ। এরপর ২৯ জুন ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ও ২ জুলাই ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নেয় পিটার বাটলারের দল। এই দুই জয়ের ফলেই র্যাঙ্কিংয়ে এই উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
তবে এটিই প্রথম নয়—এর আগে ২০১৩ ও ২০১৭ সালের ১৫ ডিসেম্বর বাংলাদেশের মেয়েরা ১০০তম স্থানে উঠে এসেছিল। সে হিসেবে এবারকার অর্জন এক অর্থে ঘুরে দাঁড়ানোর বার্তাও বহন করছে।
বাংলাদেশের কাছে হেরে যাওয়া বাহরাইন নারী দল ১৯ ধাপ পিছিয়ে এখন রয়েছে ১১১তম স্থানে। আর মায়ানমার এক ধাপ পিছিয়ে নেমেছে ৫৬তম স্থানে।
এদিকে র্যাঙ্কিংয়ে শীর্ষেও এসেছে বড় পরিবর্তন। সদ্য ইউরো রানার্সআপ হওয়া স্পেন এক ধাপ এগিয়ে উঠে এসেছে শীর্ষে। যুক্তরাষ্ট্র এক নম্বর থেকে নেমে গেছে দুইয়ে। তিন ধাপ এগিয়ে তৃতীয়স্থানে জায়গা করে নিয়েছে সুইডেন। আর কোপা আমেরিকাজয়ী ব্রাজিল চার থেকে নেমে গেছে সাতে। আর্জেন্টিনার অবস্থান ৩০তম।