আগামী ৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে এশিয়া কাপ। এবারের আসরে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ দেখছেন সাবেক অধিনায়ক আকরাম খান। বৃহস্পতিবার,(৭ আগস্ট ২০২৫) মিরপুরে তিনি সাংবাদিকদের বলেন, ‘১০০% চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। বাংলাদেশ যদি ফাইনাল খেলতে পারে তাহলে চ্যাম্পিয়ন কেন হতে পারবে না? বিশ্বাসটা আছে, শতভাগ আছে। টি-টোয়েন্টিতে মনে করবেন না অতি আত্মবিশ্বাসী। যদি ঠিকঠাক ক্রিকেট আমরা খেলি।’
আগের আসরগুলোর উদাহরণ দিতে গিয়ে আকরাম বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে কেউ কিছু বলতে পারে না। যে ভালো খেলবে সে জিতবে এবং এক-দুইটা ওভারে কিন্তু খেলা বদলে যায়। আমার কাছে মনে হচ্ছে, আমাদের খুব ভালো একটা সম্ভাবনা আছে। যেহেতু আমরা শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ জিতেছি, পাকিস্তানের মতো দলকে হারিয়েছি। যদি আমরা ঠিকঠাক ক্রিকেট খেলি আমরা খেলোয়াড়রা যে ধরনের ক্রিকেট খেলে সেটা যদি খেলে, তাহলে ইনশাআল্লাহ আমরা ভালো করবো।’
আসন্ন এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। গ্রুপ পর্বে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তাদের সব ম্যাচই আবু ধাবিতে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫
আগামী ৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে এশিয়া কাপ। এবারের আসরে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ দেখছেন সাবেক অধিনায়ক আকরাম খান। বৃহস্পতিবার,(৭ আগস্ট ২০২৫) মিরপুরে তিনি সাংবাদিকদের বলেন, ‘১০০% চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। বাংলাদেশ যদি ফাইনাল খেলতে পারে তাহলে চ্যাম্পিয়ন কেন হতে পারবে না? বিশ্বাসটা আছে, শতভাগ আছে। টি-টোয়েন্টিতে মনে করবেন না অতি আত্মবিশ্বাসী। যদি ঠিকঠাক ক্রিকেট আমরা খেলি।’
আগের আসরগুলোর উদাহরণ দিতে গিয়ে আকরাম বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে কেউ কিছু বলতে পারে না। যে ভালো খেলবে সে জিতবে এবং এক-দুইটা ওভারে কিন্তু খেলা বদলে যায়। আমার কাছে মনে হচ্ছে, আমাদের খুব ভালো একটা সম্ভাবনা আছে। যেহেতু আমরা শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ জিতেছি, পাকিস্তানের মতো দলকে হারিয়েছি। যদি আমরা ঠিকঠাক ক্রিকেট খেলি আমরা খেলোয়াড়রা যে ধরনের ক্রিকেট খেলে সেটা যদি খেলে, তাহলে ইনশাআল্লাহ আমরা ভালো করবো।’
আসন্ন এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। গ্রুপ পর্বে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তাদের সব ম্যাচই আবু ধাবিতে অনুষ্ঠিত হবে।