তামিম-মুশফিক-রিয়াদ (ফাইল ছবি)
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট খেলতে গিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরেছেন তামিম ইকবাল। গত ২৪ মার্চ অল্প সময়ের ব্যবধানে দু’বার হার্ট অ্যাটাক হয় তার। তাৎক্ষণিক হাসপাতালে নেয়া হলে হার্টে পরানো হয় রিং। আপাতত সুস্থ আছেন সাবেক অধিনায়ক। এখনও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেননি। তবে এবারের জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) টি-টোয়েন্টি আসরে খেলতে দেখা যাবে তাকে। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান এমনটা জানিয়েছেন।
তামিম প্রায় পাঁচ মাস আগে শেষবার প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন। ওই ঘটনার পর লম্বা সময় ধরে চিকিৎসাধীন প্রক্রিয়ার মধ্যে ছিলেন। অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নেন তিনি। এরপর সিঙ্গাপুরে ডাক্তারদের শরণাপন্ন হন। তামিমের ক্রিকেটে ফেরা নিয়ে আকরাম খান বলেছেন, ‘তামিমের সঙ্গে কথা হয়েছে, সে খেলবে।’
এর আগে দৈনিক একটি পত্রিকাতে তামিম বলেছিলেন, ‘বিপিএল খেলার চেষ্টা করবো, আমি প্রস্তুতি শুরু করেছি। জিমে অন্য কাজগুলো করছি। ব্যাটিং শুরু করতে কিছুদিন সময় লাগবে। কিন্তু চেষ্টা করবো বিপিএল থেকে ফেরার। সুযোগ আছে খেলার (এনসিএলে)। পুরোটা না খেললেও ২-৩টা ম্যাচ হয়তো খেলব।’
তামিমের পাশাপাশি এবার জাতীয় লীগে খেলতে দেখা যাবে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকেও। মুশফিক ইতোমধ্যেই খেলার জন্য সিলেট বিভাগের সঙ্গে যোগাযোগ করেছেন। মাহমুদউল্লাহ ব্যক্তিগতভাবে অনুশীলন করলেও আনুষ্ঠানিকভাবে নির্বাচকদের কিছু জানাননি। যেহেতু গত কয়েক সপ্তাহ ধরেই ঘাম ঝরাচ্ছেন, তাতে করে ধরে নেয়া হচ্ছে তিনিও খেলবেন।
এ ব্যাপারে আকরাম বলেছেন, ‘মুশফিক খুব সম্ভবত সিলেটের হয়ে খেলার জন্য অনুরোধ করেছে। ও (মুশফিক) মনে হয় সিলেটের হয়ে খেলতে চায়।
রিয়াদ এই সম্পর্কে আমাকে কিছু বলেনি, মানে নির্বাচকদের বলেনি। কিন্তু খুব সম্ভবত ও খেলবে, খেলা উচিত।’
তামিম-মুশফিক-রিয়াদ (ফাইল ছবি)
বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট খেলতে গিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরেছেন তামিম ইকবাল। গত ২৪ মার্চ অল্প সময়ের ব্যবধানে দু’বার হার্ট অ্যাটাক হয় তার। তাৎক্ষণিক হাসপাতালে নেয়া হলে হার্টে পরানো হয় রিং। আপাতত সুস্থ আছেন সাবেক অধিনায়ক। এখনও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেননি। তবে এবারের জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) টি-টোয়েন্টি আসরে খেলতে দেখা যাবে তাকে। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান এমনটা জানিয়েছেন।
তামিম প্রায় পাঁচ মাস আগে শেষবার প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন। ওই ঘটনার পর লম্বা সময় ধরে চিকিৎসাধীন প্রক্রিয়ার মধ্যে ছিলেন। অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নেন তিনি। এরপর সিঙ্গাপুরে ডাক্তারদের শরণাপন্ন হন। তামিমের ক্রিকেটে ফেরা নিয়ে আকরাম খান বলেছেন, ‘তামিমের সঙ্গে কথা হয়েছে, সে খেলবে।’
এর আগে দৈনিক একটি পত্রিকাতে তামিম বলেছিলেন, ‘বিপিএল খেলার চেষ্টা করবো, আমি প্রস্তুতি শুরু করেছি। জিমে অন্য কাজগুলো করছি। ব্যাটিং শুরু করতে কিছুদিন সময় লাগবে। কিন্তু চেষ্টা করবো বিপিএল থেকে ফেরার। সুযোগ আছে খেলার (এনসিএলে)। পুরোটা না খেললেও ২-৩টা ম্যাচ হয়তো খেলব।’
তামিমের পাশাপাশি এবার জাতীয় লীগে খেলতে দেখা যাবে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকেও। মুশফিক ইতোমধ্যেই খেলার জন্য সিলেট বিভাগের সঙ্গে যোগাযোগ করেছেন। মাহমুদউল্লাহ ব্যক্তিগতভাবে অনুশীলন করলেও আনুষ্ঠানিকভাবে নির্বাচকদের কিছু জানাননি। যেহেতু গত কয়েক সপ্তাহ ধরেই ঘাম ঝরাচ্ছেন, তাতে করে ধরে নেয়া হচ্ছে তিনিও খেলবেন।
এ ব্যাপারে আকরাম বলেছেন, ‘মুশফিক খুব সম্ভবত সিলেটের হয়ে খেলার জন্য অনুরোধ করেছে। ও (মুশফিক) মনে হয় সিলেটের হয়ে খেলতে চায়।
রিয়াদ এই সম্পর্কে আমাকে কিছু বলেনি, মানে নির্বাচকদের বলেনি। কিন্তু খুব সম্ভবত ও খেলবে, খেলা উচিত।’