রোমাঞ্চকর ওভাল টেস্টে ভারতের অবিশ্বাস্য জয়ের নায়ক মোহাম্মদ সিরাজ। দলের সেরা পেসার জসপ্রিত বুমরাহ না থাকায় ভারতীয় বোলিং ইউনিটের ‘অলিখিত’ নেতা বনে গিয়েছিলেন সিরাজ। আচমকা কাঁধে এসে পড়া দায়িত্বটাও পালন করেন রাজসিকভাবে। ওভালে শেষ ইনিংসে পাঁচ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ড সিরিজে ভারতকে ফেরান সমতায়।
সিরাজের নজরকাড়া পারফরম্যান্সের প্রশংসা করেছেন সাচিন টেন্ডুলকার থেকে শুরু করে ভিরাট কোহলিরা। এবার সিরাজের প্রশংসায় পঞ্চমুখ কোহলির বোনও। সিরাজের উদ্দেশে দিয়েছেন বিশেষ বার্তা। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটা টেস্টই খেলেছেন সিরাজ। ১৮৫.৩ ওভার বল করে ইংল্যান্ডের ২৩ উইকেটের পতন ঘটিয়েছেন তিনি। সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারিও তিনিই। জসপ্রিত বুমরাহর অভাবও বুঝতে দেননি তিনি। সিরাজের এমন পারফরম্যান্সে মুগ্ধ কোহলির বোন ভাবনা কোহলি ধিংড়া। সিরাজের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় ভাবনা ধিংড়ার দেয়া পোস্ট ভাইরাল হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
ভাবনা লিখেছেন, খেলাটা (ক্রিকেট) আমাদের কখনই অবাক করে না। কারণ খেলাটায় এমন কিছু বীর রয়েছেন, যারা আমাদের অনুপ্রাণিত করেন, আমাদের মনে আশা জাগান, আমরা ইতিবাচক থাকতে পারি, আমাদের বিশ্বাসী করে তোলেন।
বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫
রোমাঞ্চকর ওভাল টেস্টে ভারতের অবিশ্বাস্য জয়ের নায়ক মোহাম্মদ সিরাজ। দলের সেরা পেসার জসপ্রিত বুমরাহ না থাকায় ভারতীয় বোলিং ইউনিটের ‘অলিখিত’ নেতা বনে গিয়েছিলেন সিরাজ। আচমকা কাঁধে এসে পড়া দায়িত্বটাও পালন করেন রাজসিকভাবে। ওভালে শেষ ইনিংসে পাঁচ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ড সিরিজে ভারতকে ফেরান সমতায়।
সিরাজের নজরকাড়া পারফরম্যান্সের প্রশংসা করেছেন সাচিন টেন্ডুলকার থেকে শুরু করে ভিরাট কোহলিরা। এবার সিরাজের প্রশংসায় পঞ্চমুখ কোহলির বোনও। সিরাজের উদ্দেশে দিয়েছেন বিশেষ বার্তা। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটা টেস্টই খেলেছেন সিরাজ। ১৮৫.৩ ওভার বল করে ইংল্যান্ডের ২৩ উইকেটের পতন ঘটিয়েছেন তিনি। সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারিও তিনিই। জসপ্রিত বুমরাহর অভাবও বুঝতে দেননি তিনি। সিরাজের এমন পারফরম্যান্সে মুগ্ধ কোহলির বোন ভাবনা কোহলি ধিংড়া। সিরাজের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় ভাবনা ধিংড়ার দেয়া পোস্ট ভাইরাল হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
ভাবনা লিখেছেন, খেলাটা (ক্রিকেট) আমাদের কখনই অবাক করে না। কারণ খেলাটায় এমন কিছু বীর রয়েছেন, যারা আমাদের অনুপ্রাণিত করেন, আমাদের মনে আশা জাগান, আমরা ইতিবাচক থাকতে পারি, আমাদের বিশ্বাসী করে তোলেন।