সংবাদ স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

টি-টোয়েন্টি দলে বাবরকে ফেরানোর পরামর্শ আকরামের

image

টি-টোয়েন্টি দলে বাবরকে ফেরানোর পরামর্শ আকরামের

বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫
সংবাদ স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের টি-টোয়েন্টি দলে অভিজ্ঞ একজন ব্যাটারের প্রয়োজন অনুভব করছেন ওয়াসিম আকরাম। আসছে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা ভাবনায় রেখে বাবর আজমকে এই সংস্করণে দলে ফেরানোর পরামর্শ দিয়েছেন দেশটির পেস বোলিং গ্রেট।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক ছিলেন বাবর। আর এখন তিনি দলের বাইরে। গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকে এই সংস্করণের দলে সুযোগ পাচ্ছেন না দেশটির তারকা ব্যাটার।

বাবরের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়ার কারণ ব্যাটিং পারফরম্যান্স। নির্দিষ্ট করে বললে, স্ট্রাইক রেট। পাকিস্তানের জার্সিতে ১২৮ টি-টোয়েন্টি খেলে ৪ হাজারের বেশি রান করা ডানহাতি এই ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ১২৯.২২।

ব্যাটিংয়ের ধরনের সঙ্গে যুক্ত হয়েছে তার অধারাবাহিকতা। পাকিস্তানের হয়ে সবশেষ ১১ ইনিংসে ফিফটি স্পর্শ করতে পারেননি তিনি।

সবকিছু মিলিয়েই, বাবরকে টি-টোয়েন্টি দলের বিবেচনায় অনেকদিন ধরেই রাখছে না পাকিস্তান। তাকে ছাড়া চারটি সিরিজ খেলেছে দলটি। যার মধ্যে জয়-পরাজয় দুটি করে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সময় টপ অর্ডার ব্যাটার ফাখার জামান চোটে ছিটকে পড়ায় দলে অভিজ্ঞ ব্যাটারদের ফেরানোর আলোচনা শুরু হয়। ক্রিকেট পাকিস্তানের সঙ্গে আলাপকালে সেই সুরে কথা বলেন ওয়াসিমও। তার মতে, দলে বাবরের মতো একজন থাকা জরুরি।

‘আমার যদি ক্ষমতা থাকত, আমি অবশ্যই বাবর আজমকে টি-টোয়েন্টি দলে যোগ করতাম। এশিয়া কাপ এবং এরপর বিশ্বকাপ আসছে, আমাদের একজন অভিজ্ঞ ব্যাটসম্যান প্রয়োজন। ভক্তদের হয়তো মনে থাকতে পারে, ২০১৯ সালে যখন বাবর সমারসেটের প্রতিনিধিত্ব করেছিল, তখন সে প্রায় ১৫০ স্ট্রাইক রেটে রান করেছিল।’

‘যখন আমরা ১৪০ বা ১৬০ রান তাড়া করি, বিশেষ করে বড় দলগুলোর বিপক্ষে, তখন আমাদের এমন একজনের প্রয়োজন যে দায়িত্ব নিতে পারে এবং বাকি ১০ জনকে নিজের সঙ্গে টেনে নিতে পারে। বাবর বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন। সে তার খেলাকে সংস্করণ ও ম্যাচের পরিস্থিতির মানিয়ে নেয়- সে অতীতেও এটা করেছে এবং ভবিষ্যতেও করতে পারবে। বাবরের এখনও অনেক দেয়ার আছে, সে পাকিস্তানের জন্য অনেক কিছু অর্জন করতে পারে। আমাদের তাকে সমর্থন করা উচিত।’

‘কোচ তাকে যেকোনো জায়গায় খেলাতে পারে। আমার মনে, তার জন্য আদর্শ জায়গা তিন নম্বর, তবে এটা ম্যাচ পরিস্থিতির ওপর নির্ভর করে।’

ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে এখন ওয়ানডের লড়াইয়ের জন্য অপেক্ষায় পাকিস্তান। এই দলে আছেন বাবর। আজ থেকে শুরু তিন ম্যাচের সিরিজটি।

‘খেলা’ : আরও খবর

» কম ঝুঁকিতে বেশি রানের পথ খুঁজছেন তানজিদরা

» আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, অস্ট্রিয়াকে হারিয়ে ১৭তম বাংলাদেশ

» ক্রিকেট লীগ: ১২ ক্লাব নিয়েই লীগ শুরুর প্রস্তুতি

» বিশ্বকাপের প্রস্তুতি শুরুর সিরিজে জয়ের লক্ষ্য দু’দলের

» শিরোপার আশা বাঁচিয়ে রাখলো রংপুর

» ইউনেক্স কানাডিয়ান ব্যাডমিন্টনে অহিদুল-জুমারের ব্রোঞ্জজয়

» দুবাইয়ের প্রথম জয়ে মোস্তাফিজের ২ উইকেট

» অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দলে বাংলাদেশের আরহাম

» সেল্টা ভিগোর কাছে হেরে রেফারির প্রতি ক্ষুব্ধ রেয়াল কোচ

» কাবাডিতে মহিলা একাডেমি চ্যাম্পিয়ন

» টাইগার ব্যাটারদের ঘাটতি পূরণের উদ্যোগ

» বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

» আর্জেন্টিনা মিশন শুরু করবে আলজেরিয়া ম্যাচ দিয়ে

» সোমবার অস্ট্রিয়াকে হারালে ট্রফি বাংলাদেশের

» ক্যারম বিশ্বকাপে রুপা ও ব্রোঞ্জ জয় বাংলাদেশের

» তোরেসের হ্যাটট্রিকে বড় জয় বার্সার

» ইংল্যান্ডকে ৮ উইকেটে বিধ্বস্ত করে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

» এমএলএস কাপ: শেষ ম্যাচে চ্যাম্পিয়ন মেসির ইন্টার মায়ামি

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের