দীর্ঘ ৩৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের মিশনে নামছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। শনিবার থেকে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে দীর্ঘদিনের দুঃস্মৃতি মুছে ফেলতে চায় ক্যারিবীয়রা। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে বদ্ধপরিকর পাকিস্তান।
১৯৯১ সালে সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৯৯১ সালের পর ১১টি ওয়ানডে সিরিজে পাকিস্তানের মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ। ১টি সমতায় এবং ১০টি সিরিজ হারে ক্যারিবীয়রা।
এবার পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারের বৃত্ত ভাঙ্গতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। দলের অধিনায়ক শাই হোপ বলেন, ‘দীর্ঘদিন ধরে ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে সাফল্য নেই আমাদের। এবার আমরা সিরিজ জিততে না পারার বন্ধ্যাত্ব ঘোচাতে চাই। আমাদের এ দলটি ভারসাম্যপূর্ণ এবং সিরিজ জয়ের যোগ্যতা রাখে। সিরিজ জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।’
ওয়ানডেতে সময়টা ভালো কাটছে না পাকিস্তানের। সর্বশেষ তিন সিরিজে কোনো সাফল্য নেই তাদের। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হারে পাকিস্তান।
সাফল্যের ধারায় ফিরতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিততে চায় পাকিস্তান। দলের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান বলেন, ‘সর্বশেষ তিন সিরিজে আমরা ভালো করতে পারিনি। এবার আমরা জয়ের ধারায় ফিরতে চাই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের ব্যাপারে দল আশাবাদী।’
ওয়ানডের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।
শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫
দীর্ঘ ৩৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের মিশনে নামছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। শনিবার থেকে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে দীর্ঘদিনের দুঃস্মৃতি মুছে ফেলতে চায় ক্যারিবীয়রা। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে বদ্ধপরিকর পাকিস্তান।
১৯৯১ সালে সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৯৯১ সালের পর ১১টি ওয়ানডে সিরিজে পাকিস্তানের মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ। ১টি সমতায় এবং ১০টি সিরিজ হারে ক্যারিবীয়রা।
এবার পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারের বৃত্ত ভাঙ্গতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। দলের অধিনায়ক শাই হোপ বলেন, ‘দীর্ঘদিন ধরে ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে সাফল্য নেই আমাদের। এবার আমরা সিরিজ জিততে না পারার বন্ধ্যাত্ব ঘোচাতে চাই। আমাদের এ দলটি ভারসাম্যপূর্ণ এবং সিরিজ জয়ের যোগ্যতা রাখে। সিরিজ জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।’
ওয়ানডেতে সময়টা ভালো কাটছে না পাকিস্তানের। সর্বশেষ তিন সিরিজে কোনো সাফল্য নেই তাদের। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হারে পাকিস্তান।
সাফল্যের ধারায় ফিরতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিততে চায় পাকিস্তান। দলের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান বলেন, ‘সর্বশেষ তিন সিরিজে আমরা ভালো করতে পারিনি। এবার আমরা জয়ের ধারায় ফিরতে চাই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের ব্যাপারে দল আশাবাদী।’
ওয়ানডের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।