সংবাদ স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

ওসাকাকে হারিয়ে ট্রফি জিতলেন কানাডিয়ান টিনএজার ভিক্টোরিয়া

image
ক্যারিয়ারের প্রথম ডব্লিউটিএ ট্রফি হাতে ভিক্টোরিয়া এমবোকো

ওসাকাকে হারিয়ে ট্রফি জিতলেন কানাডিয়ান টিনএজার ভিক্টোরিয়া

শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫
সংবাদ স্পোর্টস ডেস্ক

চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাওমি ওসাকাকে হারিয়ে কানাডিয়ান ওপেন জিতলেন স্বাগতিক টিনএজার ভিক্টোরিয়া এমবোকো । পেলেন ক্যারিয়ারের প্রথম ডব্লিউটিএ শিরোপার স্বাদ। অসাধারণ এই সাফল্যের পর এমবোকো বললেন, ট্রফি উঁচিয়ে ধরা তো দূরের কথা, ফাইনালে ওঠার কথাও তিনি ভাবেননি কখনও।

শুক্রবার,(৮ আগস্ট ২০২৫) মন্ট্রিয়ালে (বাংলাদেশ সময় সকালে) নারী এককের ফাইনালে ১৮ বছর বয়সী এমবোকো জেতেন ২-৬, ৬-৪, ৬-১ গেমে।

ওয়াইল্ড কার্ড পেয়ে মূল ড্রয়ে জায়গা করে নিয়েছিলেন এমবোকো। শিরোপা লড়াইয়ে র‌্যাঙ্কিংয়ের সাবেক এক নম্বর খেলোয়াড় ওসাকাকে হারানোর আগে শেষ চারে সাবেক উইম্বলডন চ্যাম্পিয়ন এলেনা রিবাকিনাকে, তার আগে শীর্ষ বাছাই কোকো গাউফ, সাবেক অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন সোফিয়া কেনিনের মতো খেলোয়াড়কে হারিয়ে দেন তিনি।

র‌্যাঙ্কিংয়ে ৩৩৩ নম্বরে থেকে এই বছর শুরু করে দ্বিতীয় সারির আইটিএফ ট্যুরে পাঁচটি শিরোপা জয় করেন এমবোকো এবং সেই যাত্রায় কোনো সেট না হেরে টানা ২২ ম্যাচ জেতেন তিনি। ৮৫ নম্বরে থেকে কানাডিয়ান ওপেন শুরু করে শিরোপা জয়ের পর এখন তিনি উঠে যেতে পারেন ৩৪ নম্বরে।

ট্রফি জয়ের পর এই আনন্দ প্রকাশের কোনো পথ যেন খুঁজে পাচ্ছেন না এমবোকো।

১১ হাজার দর্শকের সামনে এমবোকো যখন জাপানের তারকাকে হারিয়ে দেন, টরোন্টোতে একই সময়ে কানাডিয়ান ওপেনে ছেলেদের এককের ফাইনালে বেন শেল্টন ও কারেন খাচানচের লড়াই চলছিল। এমবোকোর জয়ের খবরে উল্লাসে ফেটে পড়ে টরোন্টোর দর্শকরা, এমনকি থামাতে হয় খেলা।

দর্শকদের প্রতিক্রিয়া দেখে বিভ্রান্ত হয়ে পড়েন শেল্ডন। চেয়ার আম্পায়ারের সঙ্গে কথা বলতে এগিয়ে যাওয়ার আগে তিনি জিজ্ঞেস করেন, ‘হচ্ছে কী?’

ফাইনালে ৬-৭, ৫-৭, ৬-৪, ৭-৬, ৭-৩ গেমে জয়ের পর যুক্তরাষ্ট্রের তারকা শেল্ডন ইনস্টাগ্রামে অভিনন্দন জানান এমবোকোকে।

এই বছরে দুটি গ্র্যান্ড স্ল্যামে খেলেছেন এমবোকো। ফরাসি ওপেনে তৃতীয় রাউন্ডে ও উইম্বলডনে দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন তিনি। এখন আগামী ২৪ আগস্ট শুরু হওয়া ইউএস ওপেনে চোখ তার।

‘খেলা’ : আরও খবর

» কম ঝুঁকিতে বেশি রানের পথ খুঁজছেন তানজিদরা

» আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, অস্ট্রিয়াকে হারিয়ে ১৭তম বাংলাদেশ

» ক্রিকেট লীগ: ১২ ক্লাব নিয়েই লীগ শুরুর প্রস্তুতি

» বিশ্বকাপের প্রস্তুতি শুরুর সিরিজে জয়ের লক্ষ্য দু’দলের

» শিরোপার আশা বাঁচিয়ে রাখলো রংপুর

» ইউনেক্স কানাডিয়ান ব্যাডমিন্টনে অহিদুল-জুমারের ব্রোঞ্জজয়

» দুবাইয়ের প্রথম জয়ে মোস্তাফিজের ২ উইকেট

» অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দলে বাংলাদেশের আরহাম

» সেল্টা ভিগোর কাছে হেরে রেফারির প্রতি ক্ষুব্ধ রেয়াল কোচ

» কাবাডিতে মহিলা একাডেমি চ্যাম্পিয়ন

» টাইগার ব্যাটারদের ঘাটতি পূরণের উদ্যোগ

» বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

» আর্জেন্টিনা মিশন শুরু করবে আলজেরিয়া ম্যাচ দিয়ে

» সোমবার অস্ট্রিয়াকে হারালে ট্রফি বাংলাদেশের

» ক্যারম বিশ্বকাপে রুপা ও ব্রোঞ্জ জয় বাংলাদেশের

» তোরেসের হ্যাটট্রিকে বড় জয় বার্সার

» ইংল্যান্ডকে ৮ উইকেটে বিধ্বস্ত করে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

» এমএলএস কাপ: শেষ ম্যাচে চ্যাম্পিয়ন মেসির ইন্টার মায়ামি

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের