ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
নাসিম শাহ, মিসবাহ উল হক ও সাঈদ আজমলের মতো ক্রিকেটারের এজেন্ট হিসেবে কাজ করা পাকিস্তানের ক্রিকেট এজেন্ট মোঘিস আহমেদকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
মোঘিসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে ইসিবি। মোঘিসের বিরূদ্ধে অভিযোগ হলো, কাউন্টির এক কোচকে তার ক্লায়েন্টকে দলে নিলে কমিশন দেয়ার প্রস্তাব দিয়েছিলেন। কাউন্টি ক্রিকেটে ক্রিকেটার নির্বাচন প্রক্রিয়ায় এভাবে প্রভাব বিস্তারের চেষ্টাকে দুর্নীতি হিসেবে দেখা হয়। মূলত এ কারণেই শাস্তি হলো মোঘিসের।
ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে সম্পৃক্ত থাকায় মালিক মোঘিস অনেক পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গেই কাজ করেছেন। ফলে ক্রিকেটের অনেক জায়গায় তার পরিচিতি আছে। আর সেসব কাজে লাগিয়েই ক্রিকেটারদের বাড়তি সুবিধা দেয়ার চেষ্টা করেন তিনি।
কাউন্টি ক্রিকেটে একটি দলের কোচকে বাড়তি সুবিধার বিনিময়ে তার পরিচিত এক ক্রিকেটারকে দলে নেয়ার প্রস্তাব দিয়েছিলেন মোঘিস। সেই কোচ এমন প্রস্তাবের কথা সঙ্গে সঙ্গেই জানিয়ে দেন ইসিবিকে। পরে তদন্তে সেটার প্রমাণও পায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শনিবার, ০৯ আগস্ট ২০২৫
নাসিম শাহ, মিসবাহ উল হক ও সাঈদ আজমলের মতো ক্রিকেটারের এজেন্ট হিসেবে কাজ করা পাকিস্তানের ক্রিকেট এজেন্ট মোঘিস আহমেদকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
মোঘিসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে ইসিবি। মোঘিসের বিরূদ্ধে অভিযোগ হলো, কাউন্টির এক কোচকে তার ক্লায়েন্টকে দলে নিলে কমিশন দেয়ার প্রস্তাব দিয়েছিলেন। কাউন্টি ক্রিকেটে ক্রিকেটার নির্বাচন প্রক্রিয়ায় এভাবে প্রভাব বিস্তারের চেষ্টাকে দুর্নীতি হিসেবে দেখা হয়। মূলত এ কারণেই শাস্তি হলো মোঘিসের।
ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে সম্পৃক্ত থাকায় মালিক মোঘিস অনেক পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গেই কাজ করেছেন। ফলে ক্রিকেটের অনেক জায়গায় তার পরিচিতি আছে। আর সেসব কাজে লাগিয়েই ক্রিকেটারদের বাড়তি সুবিধা দেয়ার চেষ্টা করেন তিনি।
কাউন্টি ক্রিকেটে একটি দলের কোচকে বাড়তি সুবিধার বিনিময়ে তার পরিচিত এক ক্রিকেটারকে দলে নেয়ার প্রস্তাব দিয়েছিলেন মোঘিস। সেই কোচ এমন প্রস্তাবের কথা সঙ্গে সঙ্গেই জানিয়ে দেন ইসিবিকে। পরে তদন্তে সেটার প্রমাণও পায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।