অ-১৯ ত্রিদেশীয় সিরিজ
যুব দলের উইকেট উদযাপন
ত্রিদেশীয় যুব সিরিজের ফাইনালে বাংলাদেশ রোববার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। গতকাল শুক্রবার বাংলাদেশ শেষ গ্রুপ ম্যাচে ওপেনার রিফাত বেগের অর্ধশতকের সুবাদে স্বাগতিক জিম্বাবুয়েকে ১৬০ রানে হারিয়েছে। এটি ছিল বাংলাদেশের তরুণদের টানা তৃতীয় এবং ছয় ম্যাচে পঞ্চম জয়। হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ ৬ উইকেটে ২৮৪ রান তোলে। রিফাত ১০ চার এবং এক ছক্কায় ৭৮ বলে ৭৭ রাকরেন। জবাবে স্বাগতিকরা ৩৫ ওভারে ১২৪ রানে থেমে যায়। জিম্বাবুয়ের মাত্র তিন ব্যাটার দুই অঙ্কে পৌঁছান। বেনি জুজে সর্বোচ্চ ৪৭ এবং মাইকেল ব্লিগনট ৩০ রান করেন। বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম (৩/২৫) এবং রিজান হোসেন (৩/৯) ছয় উইকেট সমানভাবে ভাগাভাগি করে নেন । নতুন বলের বোলার শাহরিয়া আল-আমিন নেন ২৭ রানে ২ উইকেট ।
এর আগে, রিফাত বাংলাদেশের পক্ষে বড় অঙ্কের সংগ্রহ গড়েন। বেশিরভাগ বাংলাদেশি ব্যাটসম্যান ভালো শুরু করলেও সেগুলোকে বড় স্কোরে রূপান্তর করতে পারেননি। ফরিদ হোসেন ৩৮ রানে অপরাজিত থাকেন, আর দেবেশিস দেবা ৩৪ রান করেন। আবদুল্লাহ ৩৭ রান করেন এবং হাকিম ৩৪ রান করেন।
অ-১৯ ত্রিদেশীয় সিরিজ
যুব দলের উইকেট উদযাপন
শনিবার, ০৯ আগস্ট ২০২৫
ত্রিদেশীয় যুব সিরিজের ফাইনালে বাংলাদেশ রোববার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। গতকাল শুক্রবার বাংলাদেশ শেষ গ্রুপ ম্যাচে ওপেনার রিফাত বেগের অর্ধশতকের সুবাদে স্বাগতিক জিম্বাবুয়েকে ১৬০ রানে হারিয়েছে। এটি ছিল বাংলাদেশের তরুণদের টানা তৃতীয় এবং ছয় ম্যাচে পঞ্চম জয়। হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ ৬ উইকেটে ২৮৪ রান তোলে। রিফাত ১০ চার এবং এক ছক্কায় ৭৮ বলে ৭৭ রাকরেন। জবাবে স্বাগতিকরা ৩৫ ওভারে ১২৪ রানে থেমে যায়। জিম্বাবুয়ের মাত্র তিন ব্যাটার দুই অঙ্কে পৌঁছান। বেনি জুজে সর্বোচ্চ ৪৭ এবং মাইকেল ব্লিগনট ৩০ রান করেন। বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম (৩/২৫) এবং রিজান হোসেন (৩/৯) ছয় উইকেট সমানভাবে ভাগাভাগি করে নেন । নতুন বলের বোলার শাহরিয়া আল-আমিন নেন ২৭ রানে ২ উইকেট ।
এর আগে, রিফাত বাংলাদেশের পক্ষে বড় অঙ্কের সংগ্রহ গড়েন। বেশিরভাগ বাংলাদেশি ব্যাটসম্যান ভালো শুরু করলেও সেগুলোকে বড় স্কোরে রূপান্তর করতে পারেননি। ফরিদ হোসেন ৩৮ রানে অপরাজিত থাকেন, আর দেবেশিস দেবা ৩৪ রান করেন। আবদুল্লাহ ৩৭ রান করেন এবং হাকিম ৩৪ রান করেন।