আড়াই দিনে রেকর্ড জয়ের পর মাঠ ছাড়ছেন নিউজিল্যান্ড দল
বুলাওয়ায়োতে দ্বিতীয় টেস্ট আড়াই দিনেরও কম সময়ে ইনিংস ও ৩৫৯ রানে জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে নিউজিল্যান্ড।
ইনিংস ব্যবধানে কিউদের সবচেয়ে বড় জয় এটিই। তাদের আগের বড় জয়টিও ছিল জিম্বাবুয়ের বিপক্ষে, ২০১২ সালে নেপিয়ারে ইনিংস ও ৩০১ রানে।
দ্বিতীয় ইনিংসে ৫টিসহ ম্যাচে ৭৫ রানে ৯ উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের অভিষিক্ত পেসার জ্যাকারি ফোকস। টেস্ট অভিষেকে নিউজিল্যান্ডের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড এটি। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যামিল্টন টেস্টে উইল ও’রোকের ৯৩ রানে ৯ উইকেট ছিল আগের সেরা।
নিউজিল্যান্ডের ৯৫ বছরের টেস্ট ইতিহাসে এই দুজন ছাড়া অভিষেকে ৯ উইকেট নেই আর কারও।
কনওয়ে, নিকোলস ও রাচিন রাভিন্দ্রার দেড়শ’ ছোঁয়া ইনিংসে ৩ উইকেটে ৬০১ রান করে দ্বিতীয় দিন শেষ করেছিল নিউজিল্যান্ড। শনিবার,(০৯ আগস্ট ২০২৫) তৃতীয় দিন আর ব্যাটিংয়ে নামেনি সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে এক সেশনেই ১১৭ রানে গুঁটিয়ে যায় জিম্বাবুয়ে।
তিন নম্বরে নেমে ৭১ বলে ৪৭ রানে অপরাজিত রয়ে যান নিক ওয়েলচ। বাকি ব্যাটসম্যানদের সম্মিলিত রান ৫৪! অতিরিক্ত থেকে আসে ১৬ রান।
প্রথম দিন তারা অলআউট হয়েছিল ১২৫ রানে।
১৫৩ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা ওপেনার কনওয়ে। দুই ম্যাচে ১৬ উইকেট নিয়ে সিরিজের সেরা হেনরি।
প্রথম টেস্টে নিউজিল্যান্ড জিতেছিল ৯ উইকেটে।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ১২৫ (টেইলর ৪৪, টিসিগা ৩৩*; হেনরি ৫/৪০, ফেকস ৪/৩৮)। নিউজিল্যান্ড ১ম ইনিংস ১৩০ ওভারে ৬০১/৩ ডিক্লে. (কনওয়ে ১৫৩, নিকোলস ১৫০*, রাভিন্দ্রা ১৬৫*; মুজারাবানি ১/১০১, গুয়ান্ডু ১/১৩১, মাসেকেসা ১/১০৪)। জিম্বাবুয়ে ২য় ইনিংস ২৮.১ ওভারে ১১৭ (ওয়েলচ ৪৭*, আরভাইন ১৭; হেনরি ২/১৬, ডাফি ২/২৮, ফোকস ৫/৩৭)।
ম্যাচসেরা: ডেভন কনওয়ে, সিরিজসেরা: ম্যাট হেনরি।
আড়াই দিনে রেকর্ড জয়ের পর মাঠ ছাড়ছেন নিউজিল্যান্ড দল
শনিবার, ০৯ আগস্ট ২০২৫
বুলাওয়ায়োতে দ্বিতীয় টেস্ট আড়াই দিনেরও কম সময়ে ইনিংস ও ৩৫৯ রানে জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে নিউজিল্যান্ড।
ইনিংস ব্যবধানে কিউদের সবচেয়ে বড় জয় এটিই। তাদের আগের বড় জয়টিও ছিল জিম্বাবুয়ের বিপক্ষে, ২০১২ সালে নেপিয়ারে ইনিংস ও ৩০১ রানে।
দ্বিতীয় ইনিংসে ৫টিসহ ম্যাচে ৭৫ রানে ৯ উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের অভিষিক্ত পেসার জ্যাকারি ফোকস। টেস্ট অভিষেকে নিউজিল্যান্ডের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড এটি। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যামিল্টন টেস্টে উইল ও’রোকের ৯৩ রানে ৯ উইকেট ছিল আগের সেরা।
নিউজিল্যান্ডের ৯৫ বছরের টেস্ট ইতিহাসে এই দুজন ছাড়া অভিষেকে ৯ উইকেট নেই আর কারও।
কনওয়ে, নিকোলস ও রাচিন রাভিন্দ্রার দেড়শ’ ছোঁয়া ইনিংসে ৩ উইকেটে ৬০১ রান করে দ্বিতীয় দিন শেষ করেছিল নিউজিল্যান্ড। শনিবার,(০৯ আগস্ট ২০২৫) তৃতীয় দিন আর ব্যাটিংয়ে নামেনি সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে এক সেশনেই ১১৭ রানে গুঁটিয়ে যায় জিম্বাবুয়ে।
তিন নম্বরে নেমে ৭১ বলে ৪৭ রানে অপরাজিত রয়ে যান নিক ওয়েলচ। বাকি ব্যাটসম্যানদের সম্মিলিত রান ৫৪! অতিরিক্ত থেকে আসে ১৬ রান।
প্রথম দিন তারা অলআউট হয়েছিল ১২৫ রানে।
১৫৩ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা ওপেনার কনওয়ে। দুই ম্যাচে ১৬ উইকেট নিয়ে সিরিজের সেরা হেনরি।
প্রথম টেস্টে নিউজিল্যান্ড জিতেছিল ৯ উইকেটে।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ১২৫ (টেইলর ৪৪, টিসিগা ৩৩*; হেনরি ৫/৪০, ফেকস ৪/৩৮)। নিউজিল্যান্ড ১ম ইনিংস ১৩০ ওভারে ৬০১/৩ ডিক্লে. (কনওয়ে ১৫৩, নিকোলস ১৫০*, রাভিন্দ্রা ১৬৫*; মুজারাবানি ১/১০১, গুয়ান্ডু ১/১৩১, মাসেকেসা ১/১০৪)। জিম্বাবুয়ে ২য় ইনিংস ২৮.১ ওভারে ১১৭ (ওয়েলচ ৪৭*, আরভাইন ১৭; হেনরি ২/১৬, ডাফি ২/২৮, ফোকস ৫/৩৭)।
ম্যাচসেরা: ডেভন কনওয়ে, সিরিজসেরা: ম্যাট হেনরি।