মঙ্গলবার বিমানবন্দরে যুবদলকে স্বাগত জানান বিসিবির কর্মকর্তা হাবিবুল বাশার সুমন
আফ্রিকা জয় করে মঙ্গলবার,(১২ আগস্ট ২০২৫) দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ জয়ের পাশাপাশি ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয় যুবারা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে আফ্রিকা সফর শুরু করেছিল বাংলাদেশ। এরপর জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয় আজিজুল হাকিমের দল।
দেশে ফেরার পর বাংলাদেশ যুব দলকে স্বাগত জানান বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন। ত্রিদেশীয় সিরিজে লিগ পর্বে ৬ ম্যাচ খেলে ৫টিতে জয় ও ১টিতে পরাজিত হয় বাংলাদেশ। একমাত্র হারটি ছিল দক্ষিণ আফ্রিকার কাছে।
রাউন্ড রবিন লিগ পদ্ধতির প্রথম পর্বে নিজেদের ৬ ম্যাচের মধ্যে পাঁচটিতে জেতে বাংলাদেশ। সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল তারা। স্বাগতিক জিম্বাবুয়ে কোনও ম্যাচ জিততে পারেনি। ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও প্রোটিয়াদের বিপক্ষে ৩৩ রানের দারুণ জয় পায় বাংলাদেশ।আগামী বছর বিশ্বকাপকে সামনে রেখে এবারের আফ্রিকা সফর বাড়তি অনুপ্রেরণা দিবে বাংলাদেশের যুবাদের।
মঙ্গলবার বিমানবন্দরে যুবদলকে স্বাগত জানান বিসিবির কর্মকর্তা হাবিবুল বাশার সুমন
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
আফ্রিকা জয় করে মঙ্গলবার,(১২ আগস্ট ২০২৫) দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ জয়ের পাশাপাশি ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয় যুবারা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে আফ্রিকা সফর শুরু করেছিল বাংলাদেশ। এরপর জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয় আজিজুল হাকিমের দল।
দেশে ফেরার পর বাংলাদেশ যুব দলকে স্বাগত জানান বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন। ত্রিদেশীয় সিরিজে লিগ পর্বে ৬ ম্যাচ খেলে ৫টিতে জয় ও ১টিতে পরাজিত হয় বাংলাদেশ। একমাত্র হারটি ছিল দক্ষিণ আফ্রিকার কাছে।
রাউন্ড রবিন লিগ পদ্ধতির প্রথম পর্বে নিজেদের ৬ ম্যাচের মধ্যে পাঁচটিতে জেতে বাংলাদেশ। সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল তারা। স্বাগতিক জিম্বাবুয়ে কোনও ম্যাচ জিততে পারেনি। ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও প্রোটিয়াদের বিপক্ষে ৩৩ রানের দারুণ জয় পায় বাংলাদেশ।আগামী বছর বিশ্বকাপকে সামনে রেখে এবারের আফ্রিকা সফর বাড়তি অনুপ্রেরণা দিবে বাংলাদেশের যুবাদের।