ক্রীড়া বার্তা পরিবেশক

মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

আবাহনী ০ : মুরাস ইউনাইটেড ২

কিরগিজ ক্লাবের বিপক্ষে হেরে বিদায় আবাহনীর

এএফসি চ্যালেঞ্জ লীগ প্লে-অফ

image
মঙ্গলবার ঢাকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কিরগিজ ক্লাবের বিপক্ষে আবাহনীর একটি আক্রমণ -সোহরাব আলম

আবাহনী ০ : মুরাস ইউনাইটেড ২

কিরগিজ ক্লাবের বিপক্ষে হেরে বিদায় আবাহনীর

এএফসি চ্যালেঞ্জ লীগ প্লে-অফ

মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

এএফসি চ্যালেঞ্জ লীগে বাছাই পর্বে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের বিপক্ষে আবাহনী লিমিটেড চেয়েছিল লড়াই করে ম্যাচ জিততে। শক্তির দিক দিয়ে এগিয়ে কিরগিজ ক্লাবটির বিপক্ষে সাধ্যমতো লড়াই ঠিকই হয়েছে। কিন্তু মুরাসের স্কিলের কাছে শেষ পর্যন্ত হার মানতে হয়েছে।

ঢাকা স্টেডিয়ামে আবাহনীকে দ্বিতীয়ার্ধে দুই গোল দিয়ে ২-০ তে বাছাইপর্বের ম্যাচ জিতেছে মুরাস ইউনাইটেড। ৭০ নম্বর জার্সিধারী জুমাসেভ একাই জোড়া গোল করেন। এই জয়ে কিরগিজ ক্লাব এএফসির অভিষেক আসরেই মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল।

মঙ্গলবার,(১২ আগস্ট ২০২৫) বিকেলে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। যদিও সুযোগ পেয়েছিল দুই দলই। গোলশূন্য স্কোরলাইন রেখে বিরতিতে যায় দুই দল।

আবাহনীর চেয়ে শারীরিক দিয়ে এগিয়ে মুরাস। দলে রয়েছে ইউক্রেনের একাধিক ফুটবলার। টেকনিক-ট্যাকটিসের দিক দিয়েও তারা সামনের দিকে। তাই ম্যাচের শুরু থেকে বল দখলের পাশাপাশি আক্রমণে ধার ছিল কিরগিজস্তানের দলটির।

শুরুর ১৫ মিনিট তো চেপে বসেছিল। গোলের সুযোগও তৈরি করেছিল একের পর এক। তবে রক্ষণের খেলোয়াড়রা ও গোলকিপার মিতুল মারমা গোল হতে দেননি।

৬ মিনিটে মুরাস প্রথম সুযোগ পায়। সতীর্থের ক্রসে একজন ডামি করলে অন্য প্রান্তে ওলে মারচুকের প্লেসিং পোস্টের বাইরে দিয়ে যায়। তিন মিনিট পর কোদজে চাবেলের জোরালো শট মিতুল ফিস্ট করে দেন।

১২ মিনিটে ইগুলভের কোনাকোনি শট আবাহনী কিপার শরীর দিয়ে ফেরান।

আবাহনী কিছুটা গুছিয়ে নিয়ে প্রতি আক্রমণে উঠে গোল করার চেষ্টা করে। তবে সফল হতে পারেনি।

১৮ মিনিটে ইব্রাহিমের পাসে একক প্রচেষ্টায় বল নিয়ে বক্সে ঢুকে দিয়াবাতে ভারসাম্য হারিয়ে পড়ে গিয়েও আবার উঠে শট নিলে তা ক্রসবারের ওপর দিয়ে গিয়ে সমর্থকদের হতাশ করে।

চার মিনিট পর কিরগিজদের কোদজে জাবেলের জোরালো শট মিতুল শেষ মুহূর্তে ডান হাত বাড়িয়ে রুখে দেন। পরের মিনিটে আল আমিন একাই বক্সে ঢুকে শট পর গায়ের সঙ্গে লেগে থাকা এক ডিফেন্ডার দ্রুত পা চালিয়ে ক্লিয়ার করেন। ৩২ মিনিটে দিয়াবাতের পাসে ইব্রাহিমের শট পোস্টের বাইরে দিয়ে যায়। ৪২ মিনিটে মোরসালিনের জোরালো শট ক্রসবারের ওপর দিয়ে যায়।

বিরতির পর আবাহনী খেলোয়াড় পরিবর্তন করেও কিছুই করতে পারেনি। বরং মুরাসের গোল পেতে সময় লাগেনি। শুরুর দ্বিতীয় মিনিটে মুরাস এগিয়ে যায়। আন্দ্র্রে বাতসুলার ক্রসে জুমাসেভ কিছুটা ফাঁকায় লাফিয়ে উঠে হেডে জাল কাঁপান। গোলকিপার মিতুল কিছুই করার ছিল না। ৫২ মিনিটে অল্পের জন্য রক্ষা পায় আবাহনী। আল ইগুলভের শট ক্রসবারের ওপর দিয়ে যায়। ৭২ মিনিটে আবাহনী চেষ্টা করেছে। তবে দিয়াবাতের পাস থেকে মোরসালিনের শট পোস্টের বাইরে দিয়ে যায়। যোগ করা সময়ে রক্ষণের ভুলে জুমাসেভ বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে নিখুঁত ফিনিশিং করেন (২-০)। এতেই আবাহনীর হার নিশ্চিত হওয়ার পাশাপাশি মুরাস মূল পর্বের টিকিট পেয়েছে।

২০১৯ সালে সবশেষ এএফসি কাপের গ্রুপ পর্বে খেলেছিল আকাশি-নীল জার্সিধারীরা। ২০২২-২৩ মৌসুমে এএফসি কাপ বিলুপ্ত করে দেয় এএফসি। এ বছর থেকে চালু হয়েছে চ্যালেঞ্জ লীগ।

‘খেলা’ : আরও খবর

» কম ঝুঁকিতে বেশি রানের পথ খুঁজছেন তানজিদরা

» আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, অস্ট্রিয়াকে হারিয়ে ১৭তম বাংলাদেশ

» ক্রিকেট লীগ: ১২ ক্লাব নিয়েই লীগ শুরুর প্রস্তুতি

» বিশ্বকাপের প্রস্তুতি শুরুর সিরিজে জয়ের লক্ষ্য দু’দলের

» শিরোপার আশা বাঁচিয়ে রাখলো রংপুর

» ইউনেক্স কানাডিয়ান ব্যাডমিন্টনে অহিদুল-জুমারের ব্রোঞ্জজয়

» দুবাইয়ের প্রথম জয়ে মোস্তাফিজের ২ উইকেট

» অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দলে বাংলাদেশের আরহাম

» সেল্টা ভিগোর কাছে হেরে রেফারির প্রতি ক্ষুব্ধ রেয়াল কোচ

» কাবাডিতে মহিলা একাডেমি চ্যাম্পিয়ন

» টাইগার ব্যাটারদের ঘাটতি পূরণের উদ্যোগ

» বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

» আর্জেন্টিনা মিশন শুরু করবে আলজেরিয়া ম্যাচ দিয়ে

» সোমবার অস্ট্রিয়াকে হারালে ট্রফি বাংলাদেশের

» ক্যারম বিশ্বকাপে রুপা ও ব্রোঞ্জ জয় বাংলাদেশের

» তোরেসের হ্যাটট্রিকে বড় জয় বার্সার

» ইংল্যান্ডকে ৮ উইকেটে বিধ্বস্ত করে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

» এমএলএস কাপ: শেষ ম্যাচে চ্যাম্পিয়ন মেসির ইন্টার মায়ামি

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের