ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
১৯ দল নিয়ে রুচি জাতীয় নারী হ্যান্ডবল শুরু হচ্ছে শনিবার,(১৬ আগস্ট ২০২৫)। পল্টন শহীদ এম. মনসুর আলী স্টেডিয়ামে খেলা হবে দুই পর্বে। প্রথম পর্বের খেলাগুলো হবে আগামী ১৬ আগষ্ট ১০ দলকে নিয়ে। যেখানে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে এই দলগুলো। প্রথম পর্বে লড়বে আনসার ও ভিডিপি, ফরিদপুর, বরগুনা, শেরপুর, কক্সবাজার, পুলিশ, মাদারীপুর, কুষ্টিয়া, বর্ডার গার্ড ও দিনাজপুর। আগামী ২০ আগষ্ট দ্বিতীয় পর্বে খেলবে ৯টি দল দুইগ্রুপে। এগুলো হচ্ছে- জামালপুর, নওগাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, পঞ্চগড়, নড়াইল, যশোর, ঢাকা, বগুড়া ও গোপালগঞ্জ। দুই পর্বের চারটি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন দলগুলো নিয়ে আগামী ২৪ আগষ্ট হবে সেমিফাইনাল আর ফাইনাল ২৫ আগষ্ট। জাতীয় নারী হ্যান্ডবলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দলকে দেয়া হবে ২৫ হাজার টাকা অর্থ পুরস্কার। এছাড়া রানার্সআপ দল ১৫ হাজার, ৩য় স্থান অর্জনকারী দল ১০ হাজার টাকা পাবে। এর বাইরে প্রথম ৮টি দলকে উৎসাহ ভাতা হিসেবে দেয়া হবে ১০ হাজার করে টাকা। এছাড়া সেরা খেলোয়াড় পাবেন ট্রফির পাশাপাশি ৫ হাজার টাকা। বৃহস্পতিবার,(১৪ আগস্ট ২০২৫) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের সাধারন সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ। তিনি
বলেন, ‘আমরা এসএ গেমসকে সামনে রেখে ক্যাম্প শুরু করেছি। সর্বশেষ এসএ গেমসের চেয়ে পদকের মঞ্চে এক ধাপ উন্নতি করতে চাই। এছাড়া এখান থেকেই খেলোয়াড় বাছাই করব আমরা।’ এ সময় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের মার্কেটিং ম্যানেজার মো. শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
১৯ দল নিয়ে রুচি জাতীয় নারী হ্যান্ডবল শুরু হচ্ছে শনিবার,(১৬ আগস্ট ২০২৫)। পল্টন শহীদ এম. মনসুর আলী স্টেডিয়ামে খেলা হবে দুই পর্বে। প্রথম পর্বের খেলাগুলো হবে আগামী ১৬ আগষ্ট ১০ দলকে নিয়ে। যেখানে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে এই দলগুলো। প্রথম পর্বে লড়বে আনসার ও ভিডিপি, ফরিদপুর, বরগুনা, শেরপুর, কক্সবাজার, পুলিশ, মাদারীপুর, কুষ্টিয়া, বর্ডার গার্ড ও দিনাজপুর। আগামী ২০ আগষ্ট দ্বিতীয় পর্বে খেলবে ৯টি দল দুইগ্রুপে। এগুলো হচ্ছে- জামালপুর, নওগাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, পঞ্চগড়, নড়াইল, যশোর, ঢাকা, বগুড়া ও গোপালগঞ্জ। দুই পর্বের চারটি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন দলগুলো নিয়ে আগামী ২৪ আগষ্ট হবে সেমিফাইনাল আর ফাইনাল ২৫ আগষ্ট। জাতীয় নারী হ্যান্ডবলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দলকে দেয়া হবে ২৫ হাজার টাকা অর্থ পুরস্কার। এছাড়া রানার্সআপ দল ১৫ হাজার, ৩য় স্থান অর্জনকারী দল ১০ হাজার টাকা পাবে। এর বাইরে প্রথম ৮টি দলকে উৎসাহ ভাতা হিসেবে দেয়া হবে ১০ হাজার করে টাকা। এছাড়া সেরা খেলোয়াড় পাবেন ট্রফির পাশাপাশি ৫ হাজার টাকা। বৃহস্পতিবার,(১৪ আগস্ট ২০২৫) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের সাধারন সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ। তিনি
বলেন, ‘আমরা এসএ গেমসকে সামনে রেখে ক্যাম্প শুরু করেছি। সর্বশেষ এসএ গেমসের চেয়ে পদকের মঞ্চে এক ধাপ উন্নতি করতে চাই। এছাড়া এখান থেকেই খেলোয়াড় বাছাই করব আমরা।’ এ সময় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের মার্কেটিং ম্যানেজার মো. শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।