হামজা এই ভলি শটে গোল করেন
অসাধারণ এক ভলি শটে গোল করে লেস্টার সিটিকে এভাবেই এগিয়ে দিলেন এই ম্যাচের অধিনায়ক হামজা চৌধুরির । তবে হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে তার গোলটি শেষ পর্যন্ত রূপ নিল না ম্যাচ জয়ের আনন্দে। ২-২ সমতার পর টাইব্রেকারে ৩-২ গোলে হেরে ইংলিশ ফুটবল লীগ কাপের (ক্যারাবাও কাপ) প্রথম রাউন্ড থেকেই বিদায় নিল লেস্টার।
ইংলিশ প্রিমিয়ার লীগ থেকে নেমে গেলেও এই ম্যাচে ফেবারিট ছিল লেস্টারই। তাদের জন্য এই ফল তাই হতাশাজনক।
গতকাল বুধবার রাতে হাডার্সফিল্ডের মাঠে প্রথমার্ধে দাপট ছিল লেস্টারের। কিন্তু কার্যকর আক্রমণ তারা করতে পারেননি। দ্বিতীয়ার্ধের নবম মিনিটে হামজার সেই গোল। রাইট ব্যাক হিসেবে খেলেছেন তিনি এ দিন। মাঠে নেমেছিলেন আর্মব্যান্ড পরে। ১০ বছর আগে লেস্টারের হয়ে পেশাদার ফুটবলে পা রাখা হামজা অবশ্য আগেও দলটির আর্মব্যান্ড পেয়েছেন।
পেশাদার ফুটবলে দীর্ঘ ক্যারিয়ারে হামজার এটি মাত্র দ্বিতীয় গোল। ক্যারিয়ারজুড়ে ডিফেন্সিভ মিডফিল্ডার কিংবা ডিফেন্সে খেলা ফুটবলার প্রথম গোলটি করেছিলেন লেস্টারের জার্সিতেই ২০২০ সালের জানুয়ারিতে প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে।
হাডার্সফিল্ড সমতায় ফেরে ৬৫ মিনিটে।
তিন মিনিট পরই আবার এগিয়ে যায় লেস্টার। বক্সের কোণা থেকে চমৎকার বাঁকানো শটে গোল করেন হ্যারি উইঙ্কস। কিন্তু এবারও সমতা ফেরায় হাডার্সফিল্ড। টাইব্রেকারে লেস্টারের ম্যাকাটির ও জর্ডান আইয়ুর শট ঠেকান হাডার্সফিল্ডের গোলকিপার লি নিকোলস, বিলাল আল খান্নুস বল মারেন পোস্টে। লেস্টারের পথচলা শেষ তাই লীগ কাপের শুরুতেই।
এই ম্যাচ হারার আগে ইংলিশ চ্যাম্পিয়নশিপে অবশ্য গত রোববার জয় দিয়ে মৌসুম শুরু করেছে লেস্টার।
হামজা এই ভলি শটে গোল করেন
বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
অসাধারণ এক ভলি শটে গোল করে লেস্টার সিটিকে এভাবেই এগিয়ে দিলেন এই ম্যাচের অধিনায়ক হামজা চৌধুরির । তবে হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে তার গোলটি শেষ পর্যন্ত রূপ নিল না ম্যাচ জয়ের আনন্দে। ২-২ সমতার পর টাইব্রেকারে ৩-২ গোলে হেরে ইংলিশ ফুটবল লীগ কাপের (ক্যারাবাও কাপ) প্রথম রাউন্ড থেকেই বিদায় নিল লেস্টার।
ইংলিশ প্রিমিয়ার লীগ থেকে নেমে গেলেও এই ম্যাচে ফেবারিট ছিল লেস্টারই। তাদের জন্য এই ফল তাই হতাশাজনক।
গতকাল বুধবার রাতে হাডার্সফিল্ডের মাঠে প্রথমার্ধে দাপট ছিল লেস্টারের। কিন্তু কার্যকর আক্রমণ তারা করতে পারেননি। দ্বিতীয়ার্ধের নবম মিনিটে হামজার সেই গোল। রাইট ব্যাক হিসেবে খেলেছেন তিনি এ দিন। মাঠে নেমেছিলেন আর্মব্যান্ড পরে। ১০ বছর আগে লেস্টারের হয়ে পেশাদার ফুটবলে পা রাখা হামজা অবশ্য আগেও দলটির আর্মব্যান্ড পেয়েছেন।
পেশাদার ফুটবলে দীর্ঘ ক্যারিয়ারে হামজার এটি মাত্র দ্বিতীয় গোল। ক্যারিয়ারজুড়ে ডিফেন্সিভ মিডফিল্ডার কিংবা ডিফেন্সে খেলা ফুটবলার প্রথম গোলটি করেছিলেন লেস্টারের জার্সিতেই ২০২০ সালের জানুয়ারিতে প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে।
হাডার্সফিল্ড সমতায় ফেরে ৬৫ মিনিটে।
তিন মিনিট পরই আবার এগিয়ে যায় লেস্টার। বক্সের কোণা থেকে চমৎকার বাঁকানো শটে গোল করেন হ্যারি উইঙ্কস। কিন্তু এবারও সমতা ফেরায় হাডার্সফিল্ড। টাইব্রেকারে লেস্টারের ম্যাকাটির ও জর্ডান আইয়ুর শট ঠেকান হাডার্সফিল্ডের গোলকিপার লি নিকোলস, বিলাল আল খান্নুস বল মারেন পোস্টে। লেস্টারের পথচলা শেষ তাই লীগ কাপের শুরুতেই।
এই ম্যাচ হারার আগে ইংলিশ চ্যাম্পিয়নশিপে অবশ্য গত রোববার জয় দিয়ে মৌসুম শুরু করেছে লেস্টার।