ট্রফি নিয়ে পিএসজি খেলোয়াড়দের উল্লাস
বছরের পঞ্চম ট্রফি ঘরে তুলে ফেললো পিএসজি। গতকাল বুধবার রাতে উয়েফা সুপার কাপ ফাইনালে টাইব্রেকারে হারাল টটেনহ্যাম হটস্পারকে। ইতালির উদিনিতে ৮৪ মিনিট পর্যন্ত টটেনহ্যাম এগিয়ে ছিল ২-০ গোলে। ৮৫তম মিনিটে ও যোগ করা সময়ের চতুর্থ মিনিটে দুই গোলে সমতা ফেরায় পিএসজি। গত মৌসুমে ট্রেবলজয়ী দল এরপর টাইব্রেকারে জিতে যায় ৪-৩ গোলে। সেখানেই শট ঠেকিয়ে দেন শুভালিয়ে। সুপার কাপের ম্যাচ হয় চ্যাম্পিয়ন্স লীগের বিজয়ী বনাম ইউরোপা লীগের বিজয়ীদের মধ্যে।
গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগে ১৭ নম্বরে শেষ করলেও ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লীগ জিতেছিল টটেনহ্যাম। অন্য দিকে, ইন্টার মিলানকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লীগ জিতেছিল পিএসজি। এই ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে অনেকেই ভেবেছিলেন টটেনহ্যাম হেসেখেলে জিতবে। ২-০ এগিয়ে গিয়েছিল তারা। ৩৯ মিনিটে টটেনহ্যামকে এগিয়ে দেন মিকি ফান ডার ভেন।
৪৮ মিনিটে ব্যবধান বাড়ান টটেনহ্যামের নতুন অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো। দুই ক্ষেত্রেই ভুল করেন পিএসজি-র নতুন গোলকিপার লুকাস শেভালিয়ের।
শেষ কয়েক মিনিটে খেলা ঘুরিয়ে দেয় পিএসজি। ৮৫ মিনিটে এক গোল শোধ করেন লি কাং-ইন। দূরপাল্লার শটে গোল করেন তিনি। সংযুক্তি সময়ের চতুর্থ মিনিটে ওসমানে দেম্বেলের ক্রস থেকে সমতা ফেরান গন্সালো রামোস।
পেনাল্টি শুটআউটে (টাইব্রেকার) পিএসজির ভিটিনহা মিস্ করলেও বাকি চার জনই গোল করেন। তবে টটেনহ্যামের ফান দে ভান এবং ম্যাথিস টেল গোল করতে পারেননি। নুনো মেন্দেসের গোলে ট্রফি নিশ্চিত হয় পিএসজির। তারা এ বছর ফরাসি লীগ, ফরাসি কাপ, ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জিতেছে। ক্লাব বিশ্বকাপের ফাইনালে না হারলে ছ’টা ট্রফি হয়ে যেত।
এ দিকে, ম্যাচের আগে গাজা এবং বিশ্বের নানা জায়গায় চলা গণহত্যার বিরোধিতা করল উয়েফা। একটা বড় ব্যানার টাঙায় তারা। তাতে লেখা ছিল, ‘শিশুহত্যা বন্ধ করো।
গণহত্যা বন্ধ করো।’ সম্প্রতি বিভিন্ন সংস্থার সঙ্গে হাত মিলিয়ে উয়েফা যুদ্ধবিধ্বস্তদের সাহায্য করছে। গাজা ছাড়াও আফগানিস্তান, লেবানন, সুদান, সিরিয়া, ইয়েমেন এবং ইউক্রেনে সাহায্য পাঠাচ্ছে উয়েফা।
ট্রফি নিয়ে পিএসজি খেলোয়াড়দের উল্লাস
বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
বছরের পঞ্চম ট্রফি ঘরে তুলে ফেললো পিএসজি। গতকাল বুধবার রাতে উয়েফা সুপার কাপ ফাইনালে টাইব্রেকারে হারাল টটেনহ্যাম হটস্পারকে। ইতালির উদিনিতে ৮৪ মিনিট পর্যন্ত টটেনহ্যাম এগিয়ে ছিল ২-০ গোলে। ৮৫তম মিনিটে ও যোগ করা সময়ের চতুর্থ মিনিটে দুই গোলে সমতা ফেরায় পিএসজি। গত মৌসুমে ট্রেবলজয়ী দল এরপর টাইব্রেকারে জিতে যায় ৪-৩ গোলে। সেখানেই শট ঠেকিয়ে দেন শুভালিয়ে। সুপার কাপের ম্যাচ হয় চ্যাম্পিয়ন্স লীগের বিজয়ী বনাম ইউরোপা লীগের বিজয়ীদের মধ্যে।
গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগে ১৭ নম্বরে শেষ করলেও ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লীগ জিতেছিল টটেনহ্যাম। অন্য দিকে, ইন্টার মিলানকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লীগ জিতেছিল পিএসজি। এই ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে অনেকেই ভেবেছিলেন টটেনহ্যাম হেসেখেলে জিতবে। ২-০ এগিয়ে গিয়েছিল তারা। ৩৯ মিনিটে টটেনহ্যামকে এগিয়ে দেন মিকি ফান ডার ভেন।
৪৮ মিনিটে ব্যবধান বাড়ান টটেনহ্যামের নতুন অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো। দুই ক্ষেত্রেই ভুল করেন পিএসজি-র নতুন গোলকিপার লুকাস শেভালিয়ের।
শেষ কয়েক মিনিটে খেলা ঘুরিয়ে দেয় পিএসজি। ৮৫ মিনিটে এক গোল শোধ করেন লি কাং-ইন। দূরপাল্লার শটে গোল করেন তিনি। সংযুক্তি সময়ের চতুর্থ মিনিটে ওসমানে দেম্বেলের ক্রস থেকে সমতা ফেরান গন্সালো রামোস।
পেনাল্টি শুটআউটে (টাইব্রেকার) পিএসজির ভিটিনহা মিস্ করলেও বাকি চার জনই গোল করেন। তবে টটেনহ্যামের ফান দে ভান এবং ম্যাথিস টেল গোল করতে পারেননি। নুনো মেন্দেসের গোলে ট্রফি নিশ্চিত হয় পিএসজির। তারা এ বছর ফরাসি লীগ, ফরাসি কাপ, ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জিতেছে। ক্লাব বিশ্বকাপের ফাইনালে না হারলে ছ’টা ট্রফি হয়ে যেত।
এ দিকে, ম্যাচের আগে গাজা এবং বিশ্বের নানা জায়গায় চলা গণহত্যার বিরোধিতা করল উয়েফা। একটা বড় ব্যানার টাঙায় তারা। তাতে লেখা ছিল, ‘শিশুহত্যা বন্ধ করো।
গণহত্যা বন্ধ করো।’ সম্প্রতি বিভিন্ন সংস্থার সঙ্গে হাত মিলিয়ে উয়েফা যুদ্ধবিধ্বস্তদের সাহায্য করছে। গাজা ছাড়াও আফগানিস্তান, লেবানন, সুদান, সিরিয়া, ইয়েমেন এবং ইউক্রেনে সাহায্য পাঠাচ্ছে উয়েফা।