জেএফএ কাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা
জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের অর্থায়নে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজশাহী বিভাগের ২ গ্রুপে ৬টি দল নিয়ে শনিবার,(১৬ আগস্ট ২০২৫) বিকেল শুরু হয়েছে জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী আঞ্চলিক পর্বের গ্রুপ পর্যায়ের খেলা । উদ্বোধনী দিনে স্বাগতিক রাজশাহী ইনথিয়ার হ্যাটট্রিকের সুবাদে ১০-০ গোলে সফররত নাটোর জেলাকে হারায়। বিজয়ী দলের পক্ষে জেরিন ১, ইনথিয়া ৩, নিলা ২, মিথিলা ২ ও সাকিবা ২টি করে গোল করেন।
দিনের অন্য খেলায় সফররত চাঁপাইনবাবগঞ্জ জেলা মনিরা ও সোমার হ্যাট্রিকের সুবাদে ১১-০ গোলে সিরাজগঞ্জ জেলাকে হারায়। বিজয়ী দলের দলের পক্ষে মনিরা ৪, মনি রানী ২, সুচিতা ১ ও সোমা ৪টি করে গোল করেন। এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আফিয়া আখতার। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব মো. জাহাঙ্গীর হোসেন, বাফুফে মহিলা কমিটির প্রতিনিধি মো. নজরুল ইসলাম। এ সময় জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. তৌফিকুর রহমান রতন, সদস্য মো. সাইফুল ইসলাম কালুসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজকের খেলা: নঁওগা-চাপাইনবাবগঞ্জ, জয়পুরহাট-রাজশাহী।
জেএফএ কাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা
শনিবার, ১৬ আগস্ট ২০২৫
জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের অর্থায়নে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজশাহী বিভাগের ২ গ্রুপে ৬টি দল নিয়ে শনিবার,(১৬ আগস্ট ২০২৫) বিকেল শুরু হয়েছে জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী আঞ্চলিক পর্বের গ্রুপ পর্যায়ের খেলা । উদ্বোধনী দিনে স্বাগতিক রাজশাহী ইনথিয়ার হ্যাটট্রিকের সুবাদে ১০-০ গোলে সফররত নাটোর জেলাকে হারায়। বিজয়ী দলের পক্ষে জেরিন ১, ইনথিয়া ৩, নিলা ২, মিথিলা ২ ও সাকিবা ২টি করে গোল করেন।
দিনের অন্য খেলায় সফররত চাঁপাইনবাবগঞ্জ জেলা মনিরা ও সোমার হ্যাট্রিকের সুবাদে ১১-০ গোলে সিরাজগঞ্জ জেলাকে হারায়। বিজয়ী দলের দলের পক্ষে মনিরা ৪, মনি রানী ২, সুচিতা ১ ও সোমা ৪টি করে গোল করেন। এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আফিয়া আখতার। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব মো. জাহাঙ্গীর হোসেন, বাফুফে মহিলা কমিটির প্রতিনিধি মো. নজরুল ইসলাম। এ সময় জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. তৌফিকুর রহমান রতন, সদস্য মো. সাইফুল ইসলাম কালুসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজকের খেলা: নঁওগা-চাপাইনবাবগঞ্জ, জয়পুরহাট-রাজশাহী।