ইংলিশ প্রিমিয়ার লীগ শুরু
অ্যানফিল্ডে নানা আয়োজনে স্মরণ করা হয় দিয়োগো জটাকে
ইংলিশ প্রিমিয়ার লীগের নতুন আসরের প্রথম ম্যাচটি ৪-২ গোলে জিতেছে গতবারের চ্যাম্পিয়ন লিভারপুল।
শুক্রবার রাতে অ্যানফিল্ডে প্রিমিয়ার লীগে অভিষিক্ত উগো একিতিকের গোলে লিভারপুল এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান কোডি হাকপো। বিরতির পর ১২ মিনিটের মধ্যে দুই গোল শোধ করেন সেমেনিও। নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে ফেদেরিকো চিয়েসা আবার স্বাগতিকদের এগিয়ে নেয়ার পর যোগ করা সময়ে চতুর্থ গোলটি করেন মোহামেদ সালাহ।
ম্যাচ শুরুর আগে নানা আয়োজনে স্মরণ করা হয় গত মাসে স্পেনে সড়ক দুর্ঘটনায় নিহত লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জটাকে। সেদিন ২৮ বছর বয়সী জটার সঙ্গে মারা যান তার দুই বছরের ছোট ভাই আন্দ্রে সিলভাও, যিনি নিজেও ছিলেন পেশাদার ফুটবলার।
ম্যাচের আধা ঘণ্টার একটু আগে হঠাৎ খেলা বন্ধ করে দিয়ে দুই অধিনায়ক ও সাইডলাইনে দুই কোচের সঙ্গে কথা বলতে দেখা যায় রেফারিকে। একটু পর আবার শুরু হয় খেলা। পরে লীগ কর্তৃপক্ষ জানায়, বোর্নমাউথের সেমেনিওকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্য করেছিল দর্শকদের কেউ। তিনি বিষয়টি জানানোর পর খেলা বন্ধ করে দিয়েছিলেন রেফারি।
৩৭ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। আলেক্সিস মাক আলিস্তেরের সঙ্গে বল দেয়া-নেয়া করে এগিয়ে গিয়ে একিতিকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন ।
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। বক্সে একিতিকের পাসে বল পেয়ে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে ডান পায়ের নিচু শটে লক্ষ্যভেদ করেন ডাচ ফরোয়ার্ড হাকপো।
পরের মিনিটেই ব্যবধান কমায় বোর্নমাউথ। বাঁ দিক থেকে সতীর্থের বক্সে বাড়ানো বল ছুটে গিয়ে জালে পাঠান সেমেনিও।
৭৬ মিনিটে একক নৈপুণ্যে সমতা টেনে অ্যানফিল্ডকে স্তব্ধ করে দেন সেমেনিও। নিজেদের বক্সের সামনে থেকে সতীর্থের পাস ধরে এগিয়ে যান তিনি।
সামনে থাকা লিভারপুলের দুই খেলোয়াড়ের বাধা এড়িয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরাল শটে গোলটি করেন ২৫ বছর বয়সী ফুটবলার।
৮৮তম মিনিটে ইতালিয়ান ফরোয়ার্ড চিয়েসাকে এগিয়ে নেন দলকে। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে চমৎকার গোলে জয় নিশ্চিত করেন সালাহ। সতীর্থের ক্রস নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে শটে বল পাঠান জালে।
আরেকবার উল্লাসে ফেটে পড়ে গোটা অ্যানফিল্ড। একিতিকে-সালাহদের প্রতিটি গোলের উদ্যাপনেই মিশে ছিল জটার প্রতি শ্রদ্ধা।
ইংলিশ প্রিমিয়ার লীগ শুরু
অ্যানফিল্ডে নানা আয়োজনে স্মরণ করা হয় দিয়োগো জটাকে
শনিবার, ১৬ আগস্ট ২০২৫
ইংলিশ প্রিমিয়ার লীগের নতুন আসরের প্রথম ম্যাচটি ৪-২ গোলে জিতেছে গতবারের চ্যাম্পিয়ন লিভারপুল।
শুক্রবার রাতে অ্যানফিল্ডে প্রিমিয়ার লীগে অভিষিক্ত উগো একিতিকের গোলে লিভারপুল এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান কোডি হাকপো। বিরতির পর ১২ মিনিটের মধ্যে দুই গোল শোধ করেন সেমেনিও। নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে ফেদেরিকো চিয়েসা আবার স্বাগতিকদের এগিয়ে নেয়ার পর যোগ করা সময়ে চতুর্থ গোলটি করেন মোহামেদ সালাহ।
ম্যাচ শুরুর আগে নানা আয়োজনে স্মরণ করা হয় গত মাসে স্পেনে সড়ক দুর্ঘটনায় নিহত লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জটাকে। সেদিন ২৮ বছর বয়সী জটার সঙ্গে মারা যান তার দুই বছরের ছোট ভাই আন্দ্রে সিলভাও, যিনি নিজেও ছিলেন পেশাদার ফুটবলার।
ম্যাচের আধা ঘণ্টার একটু আগে হঠাৎ খেলা বন্ধ করে দিয়ে দুই অধিনায়ক ও সাইডলাইনে দুই কোচের সঙ্গে কথা বলতে দেখা যায় রেফারিকে। একটু পর আবার শুরু হয় খেলা। পরে লীগ কর্তৃপক্ষ জানায়, বোর্নমাউথের সেমেনিওকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্য করেছিল দর্শকদের কেউ। তিনি বিষয়টি জানানোর পর খেলা বন্ধ করে দিয়েছিলেন রেফারি।
৩৭ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। আলেক্সিস মাক আলিস্তেরের সঙ্গে বল দেয়া-নেয়া করে এগিয়ে গিয়ে একিতিকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন ।
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। বক্সে একিতিকের পাসে বল পেয়ে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে ডান পায়ের নিচু শটে লক্ষ্যভেদ করেন ডাচ ফরোয়ার্ড হাকপো।
পরের মিনিটেই ব্যবধান কমায় বোর্নমাউথ। বাঁ দিক থেকে সতীর্থের বক্সে বাড়ানো বল ছুটে গিয়ে জালে পাঠান সেমেনিও।
৭৬ মিনিটে একক নৈপুণ্যে সমতা টেনে অ্যানফিল্ডকে স্তব্ধ করে দেন সেমেনিও। নিজেদের বক্সের সামনে থেকে সতীর্থের পাস ধরে এগিয়ে যান তিনি।
সামনে থাকা লিভারপুলের দুই খেলোয়াড়ের বাধা এড়িয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরাল শটে গোলটি করেন ২৫ বছর বয়সী ফুটবলার।
৮৮তম মিনিটে ইতালিয়ান ফরোয়ার্ড চিয়েসাকে এগিয়ে নেন দলকে। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে চমৎকার গোলে জয় নিশ্চিত করেন সালাহ। সতীর্থের ক্রস নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে শটে বল পাঠান জালে।
আরেকবার উল্লাসে ফেটে পড়ে গোটা অ্যানফিল্ড। একিতিকে-সালাহদের প্রতিটি গোলের উদ্যাপনেই মিশে ছিল জটার প্রতি শ্রদ্ধা।