বজার্মান সুপার কাপে বায়ার্নের
স্টুটগার্টের ক্লাব এমএইচপির মাঠে গতকাল শনিবার স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে বছরের দ্বিতীয় শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ।
বল দখলের পাশাপাশি গোলের জন্য নেয়া শটের হিসেবে লড়াই হয় বেশ। অষ্টাদশ মিনিটে কেইনের গোলে এগিয়ে যাওয়ার পর পুরোটা সময়ই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বায়ার্নের হাতে। ৭৭তম মিনিটে সের্গে জিনাব্রির বক্সে বাড়ানো বল ফাঁকায় পেয়ে ফ্লিক করে ব্যবধান দ্বিগুণ করেন দিয়াস। যোগ করা সময়ে জার্মান ফরোয়ার্ড ইয়ামি লেভেলিং একটি গোল শোধ করলেও, বায়ার্নের জয়ের পথে তা বাধা হতে পারেনি।
পুরো ম্যাচে দারুণ সব সেভ করে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন বায়ার্ন গোলরক্ষক ও অধিনায়ক মানুয়েল নয়ার।
লা লিগা: জয়ে শুরু বার্সেলোনার
প্রত্যাশিত জয় দিয়ে লা লিগায় শিরোপা ধরে রাখার অভিযান শুরু করল বার্সেলোনা। রাফিনিয়া, লামিনে ইয়ামাল ও ফেররান তরেসের গোলে ৯ জনের মায়োর্কাকে সহজেই হারালো হান্সি ফ্লিকের দল। প্রতিপক্ষের মাঠে গত শনিবার ৩-০ গোলে জিতলো বার্সেলোনা। ২০০৯ সালের পর কাতালান ক্লাবটিকে হারাতে না পারা মায়োর্কা এবারও তেমন একটা চ্যালেঞ্জ জানাতে পারেনি। রাফিনিয়া শুরুতে দলকে এগিয়ে নেয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন তরেস। আগের দুটি গোলে ভূমিকা রাখা ইয়ামাল জালের দেখা পান যোগ করা সময়ে। গত মৌসুমে ১৮ গোল করেছিলেন রাফিনিয়া, এবার দলের প্রথম গোলটি করলেন তিনি।
খেলোয়াড় পড়ে যাওয়ায় খেলা বন্ধ না করায় বেশ চটে যান মায়োর্কা কোচ হাগোবা আরাসতে। প্রতিবাদ জানিয়ে তিনি দেখেন হলুদ কার্ড।
৩৩তম মিনিটে বড় এক ধাক্কা খায় মায়োর্কা। ইয়ামালকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন স্প্যানিশ মিডফিল্ডার মানু মোর্লানেস। ছয় মিনিট পর সরাসরি লাল কার্ড দেখেন মুরিচি। শুরুতে হলুদ কার্ড দেখান রেফারি, পরে ভিএআর মনিটরে রিপ্লে দেখে সিদ্ধান্ত পাল্টে দেন লাল কার্ড।
ইপিএলে বড় জয়ে শুরু ম্যানসিটির
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে আরেকবার জ্বলে উঠলেন আর্লিং হালান্ড। অনায়াস জয়ে লীগ শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করলো ম্যানচেস্টার সিটি। নতুন মৌসুমে প্রিমিয়ার লীগে নিজেদের প্রথম ম্যাচটি ৪-০ গোলে জিতেছে পেপ গার্দিওলার দল।
প্রতিপক্ষের মাঠে গতকাল শনিবার প্রথমার্ধে হালান্ড দলকে এগিয়ে নেয়ার পর ব্যবধান বাড়ান রেইডার্স। দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোল করেন হালান্ড। তার বদলি নেমে প্রিমিয়ার লীগে অভিষেকে জালের দেখা পান হায়ান শের্কি।
ম্যাচে ৫৯ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৫টি শট নিয়ে সিটি লক্ষ্যে রাখতে পারে ৪টি এবং সবগুলোই সফল। উলভারহ্যাম্পটনের ৯ শটের ৩টি লক্ষ্যে ছিল।
বজার্মান সুপার কাপে বায়ার্নের
রোববার, ১৭ আগস্ট ২০২৫
স্টুটগার্টের ক্লাব এমএইচপির মাঠে গতকাল শনিবার স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে বছরের দ্বিতীয় শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ।
বল দখলের পাশাপাশি গোলের জন্য নেয়া শটের হিসেবে লড়াই হয় বেশ। অষ্টাদশ মিনিটে কেইনের গোলে এগিয়ে যাওয়ার পর পুরোটা সময়ই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বায়ার্নের হাতে। ৭৭তম মিনিটে সের্গে জিনাব্রির বক্সে বাড়ানো বল ফাঁকায় পেয়ে ফ্লিক করে ব্যবধান দ্বিগুণ করেন দিয়াস। যোগ করা সময়ে জার্মান ফরোয়ার্ড ইয়ামি লেভেলিং একটি গোল শোধ করলেও, বায়ার্নের জয়ের পথে তা বাধা হতে পারেনি।
পুরো ম্যাচে দারুণ সব সেভ করে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন বায়ার্ন গোলরক্ষক ও অধিনায়ক মানুয়েল নয়ার।
লা লিগা: জয়ে শুরু বার্সেলোনার
প্রত্যাশিত জয় দিয়ে লা লিগায় শিরোপা ধরে রাখার অভিযান শুরু করল বার্সেলোনা। রাফিনিয়া, লামিনে ইয়ামাল ও ফেররান তরেসের গোলে ৯ জনের মায়োর্কাকে সহজেই হারালো হান্সি ফ্লিকের দল। প্রতিপক্ষের মাঠে গত শনিবার ৩-০ গোলে জিতলো বার্সেলোনা। ২০০৯ সালের পর কাতালান ক্লাবটিকে হারাতে না পারা মায়োর্কা এবারও তেমন একটা চ্যালেঞ্জ জানাতে পারেনি। রাফিনিয়া শুরুতে দলকে এগিয়ে নেয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন তরেস। আগের দুটি গোলে ভূমিকা রাখা ইয়ামাল জালের দেখা পান যোগ করা সময়ে। গত মৌসুমে ১৮ গোল করেছিলেন রাফিনিয়া, এবার দলের প্রথম গোলটি করলেন তিনি।
খেলোয়াড় পড়ে যাওয়ায় খেলা বন্ধ না করায় বেশ চটে যান মায়োর্কা কোচ হাগোবা আরাসতে। প্রতিবাদ জানিয়ে তিনি দেখেন হলুদ কার্ড।
৩৩তম মিনিটে বড় এক ধাক্কা খায় মায়োর্কা। ইয়ামালকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন স্প্যানিশ মিডফিল্ডার মানু মোর্লানেস। ছয় মিনিট পর সরাসরি লাল কার্ড দেখেন মুরিচি। শুরুতে হলুদ কার্ড দেখান রেফারি, পরে ভিএআর মনিটরে রিপ্লে দেখে সিদ্ধান্ত পাল্টে দেন লাল কার্ড।
ইপিএলে বড় জয়ে শুরু ম্যানসিটির
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে আরেকবার জ্বলে উঠলেন আর্লিং হালান্ড। অনায়াস জয়ে লীগ শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করলো ম্যানচেস্টার সিটি। নতুন মৌসুমে প্রিমিয়ার লীগে নিজেদের প্রথম ম্যাচটি ৪-০ গোলে জিতেছে পেপ গার্দিওলার দল।
প্রতিপক্ষের মাঠে গতকাল শনিবার প্রথমার্ধে হালান্ড দলকে এগিয়ে নেয়ার পর ব্যবধান বাড়ান রেইডার্স। দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোল করেন হালান্ড। তার বদলি নেমে প্রিমিয়ার লীগে অভিষেকে জালের দেখা পান হায়ান শের্কি।
ম্যাচে ৫৯ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৫টি শট নিয়ে সিটি লক্ষ্যে রাখতে পারে ৪টি এবং সবগুলোই সফল। উলভারহ্যাম্পটনের ৯ শটের ৩টি লক্ষ্যে ছিল।