জেএফএ কাপ ম্যাচের খেলার একটি মুহূর্ত
সোমবার (১৮-০৮-২০২৫) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেএফএ কাপ অ-১৪ নারী আঞ্চলিক পর্বের গ্রুপ পর্যায়ের খেলায় জয়পুরহাট ২-০ গোলে নাটোর জেলাকে হারায়। বিজয়ী দলের পূজারানী ৬ ও ৩৪ মিনিটে গোল করেন। দিনের অন্য খেলায় সিরাজগঞ্জ ও নঁওগা জেলা ১-১ গোলে ড্র করে। সিরাজগঞ্জের অনিতা ৩০ মিনিটে ও নঁওগার সুতিরানী ৩৪ মিনিটে গোল করেন।
আজ ফাইনালে স্বাগতিক রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা অংশ নিবে।
জেএফএ কাপ ম্যাচের খেলার একটি মুহূর্ত
সোমবার, ১৮ আগস্ট ২০২৫
সোমবার (১৮-০৮-২০২৫) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেএফএ কাপ অ-১৪ নারী আঞ্চলিক পর্বের গ্রুপ পর্যায়ের খেলায় জয়পুরহাট ২-০ গোলে নাটোর জেলাকে হারায়। বিজয়ী দলের পূজারানী ৬ ও ৩৪ মিনিটে গোল করেন। দিনের অন্য খেলায় সিরাজগঞ্জ ও নঁওগা জেলা ১-১ গোলে ড্র করে। সিরাজগঞ্জের অনিতা ৩০ মিনিটে ও নঁওগার সুতিরানী ৩৪ মিনিটে গোল করেন।
আজ ফাইনালে স্বাগতিক রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা অংশ নিবে।