এশিয়া কাপ ক্রিকেট
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
এশিয়া কাপের সূচি প্রকাশের পর থেকেই ভারতীয় ক্রিকেটে বইছে আলোচনা-সমালোচনার ঝড়। আসরে পাকিস্তান-ভারত মুখোমুখি হওয়াকে মানতেই পারছেন না অনেকে। উঠেছে ম্যাচটি বয়কটের আলোচনাও। এসব অবশ্য গুরুত্ব দিচ্ছেন না ওয়াসিম আকরাম। পাকিস্তানের পেস বোলিং গ্রেট বলেছেন, ভারত-পাকিস্তান লড়াই না হলেও খারাপ লাগবে না তার।
নানা টানাপোড়েনের পর গত মাসে এবারের আসরের গ্রুপিং ও সূচি দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যেখানে ভারত ও পাকিস্তানকে রাখা হয়েছে একই গ্রুপে। আসরে তিনবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের।
রাজনৈতিক বৈরিতায় এক যুগের বেশি সময় ধরে পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলে না ভারত। কেবল বৈশ্বিক ও এশিয়ান আসরেই দেখা যায় এ দুই দেশের লড়াই। গত মাসে সাবেকদের টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জন করে ভারতীয় দল। প্রাথমিক পর্বের ম্যাচ না খেলার পর এমনকি সেমিফাইনালেও তারা খেলেনি পাকিস্তানের বিপক্ষে।
এরপর থেকে এশিয়া কাপেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের আলোচনা জোরেশোরে শুরু হয় ভারতে। ‘স্টিক উইথ ক্রিকেট’ পডকাস্টে কথা বলার সময় এ বিষয়ে নিজের ভাবনা তুলে ধরেন ওয়াসিম আকরাম।
‘এশিয়া কাপের সূচি প্রকাশিত হয়েছে এবং এটা নিয়ে (ভারতে) অনেক নেতিবাচক কথা হচ্ছে। তবে পাকিস্তানে আমরা শান্ত আছি। (ভারতের বিপক্ষে) খেলা হোক বা না হোক, আমাদের খারাপ লাগা থাকবে না। খেলা অবশ্যই চলবে।’
আগামী ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে পাকিস্তান। একদিন পর তারা মুখোমুখি হবে ভারতের সঙ্গে। গ্রুপ পর্বে সালমান আলি আগার নেতৃত্বাধীন দলের শেষ প্রতিপক্ষ স্বাগতিক আরব আমিরাত, ১৭ সেপ্টেম্বর।
এশিয়া কাপ ক্রিকেট
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বুধবার, ২০ আগস্ট ২০২৫
এশিয়া কাপের সূচি প্রকাশের পর থেকেই ভারতীয় ক্রিকেটে বইছে আলোচনা-সমালোচনার ঝড়। আসরে পাকিস্তান-ভারত মুখোমুখি হওয়াকে মানতেই পারছেন না অনেকে। উঠেছে ম্যাচটি বয়কটের আলোচনাও। এসব অবশ্য গুরুত্ব দিচ্ছেন না ওয়াসিম আকরাম। পাকিস্তানের পেস বোলিং গ্রেট বলেছেন, ভারত-পাকিস্তান লড়াই না হলেও খারাপ লাগবে না তার।
নানা টানাপোড়েনের পর গত মাসে এবারের আসরের গ্রুপিং ও সূচি দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যেখানে ভারত ও পাকিস্তানকে রাখা হয়েছে একই গ্রুপে। আসরে তিনবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের।
রাজনৈতিক বৈরিতায় এক যুগের বেশি সময় ধরে পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলে না ভারত। কেবল বৈশ্বিক ও এশিয়ান আসরেই দেখা যায় এ দুই দেশের লড়াই। গত মাসে সাবেকদের টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জন করে ভারতীয় দল। প্রাথমিক পর্বের ম্যাচ না খেলার পর এমনকি সেমিফাইনালেও তারা খেলেনি পাকিস্তানের বিপক্ষে।
এরপর থেকে এশিয়া কাপেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের আলোচনা জোরেশোরে শুরু হয় ভারতে। ‘স্টিক উইথ ক্রিকেট’ পডকাস্টে কথা বলার সময় এ বিষয়ে নিজের ভাবনা তুলে ধরেন ওয়াসিম আকরাম।
‘এশিয়া কাপের সূচি প্রকাশিত হয়েছে এবং এটা নিয়ে (ভারতে) অনেক নেতিবাচক কথা হচ্ছে। তবে পাকিস্তানে আমরা শান্ত আছি। (ভারতের বিপক্ষে) খেলা হোক বা না হোক, আমাদের খারাপ লাগা থাকবে না। খেলা অবশ্যই চলবে।’
আগামী ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে পাকিস্তান। একদিন পর তারা মুখোমুখি হবে ভারতের সঙ্গে। গ্রুপ পর্বে সালমান আলি আগার নেতৃত্বাধীন দলের শেষ প্রতিপক্ষ স্বাগতিক আরব আমিরাত, ১৭ সেপ্টেম্বর।