গোলের পর এমবাপ্পে
ওসাসুনাকে হারিয়ে লা লিগা শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করলো রেয়াল মাদ্রিদ। গতকাল মঙ্গলবার রাতে সান্তিয়াগো বের্নবেউয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। ৭০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ১৮টি শট নেয় রেয়াল, এর পাঁচটি ছিল লক্ষ্যে। ওসাসুনার দুটি চেষ্টার একটিও লক্ষ্যে ছিল না।
নিজেদের মাঠে আক্রমণাত্মক শুরু করে রেয়াল। তাদের চ্যালেঞ্জ না জানিয়ে পুরোপুরি রক্ষণাত্মক ফুটবল খেলে ওসাসুনা। ডি বক্সের ঠিক বাইরে ছিল ৬ জনের ডিফেন্স লাইন, এর সামনে ছিল ৪ জন। আক্রমণের তেমন কোনো আগ্রহই ছিল না সফরকারীদের।
রক্ষণ নিয়ে তেমন কোনো ভাবনা না থাকায় সহজেই ওসাসুনাকে চেপে ধরে রেয়াল। একের পর এক আক্রমণ করে গেলেও এক অর্ধে ২১ জন খেলোয়াড়ের উপস্থিতিতে খুব বেশি সুযোগ তৈরি করতে পারছিল না ইউরোপের সফলতম দলটি।
সময় নষ্ট করার জন্য সপ্তম মিনিটে ওসাসুনা গোলরক্ষক সের্হিও এররেরাকে সতর্ক করে দেন রেফারি।
দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ডকেই হুয়ান ক্রুস ফাউল করায় পেনাল্টি পায় রেয়াল।
গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা এবার নিজের প্রথম ম্যাচেই পেলেন জালের দেখা। দুই আসর মিলিয়ে লা লিগায় টানা ১৭ ম্যাচে গোল করলো রেয়াল।
গোলের পর এমবাপ্পে
বুধবার, ২০ আগস্ট ২০২৫
ওসাসুনাকে হারিয়ে লা লিগা শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করলো রেয়াল মাদ্রিদ। গতকাল মঙ্গলবার রাতে সান্তিয়াগো বের্নবেউয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। ৭০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ১৮টি শট নেয় রেয়াল, এর পাঁচটি ছিল লক্ষ্যে। ওসাসুনার দুটি চেষ্টার একটিও লক্ষ্যে ছিল না।
নিজেদের মাঠে আক্রমণাত্মক শুরু করে রেয়াল। তাদের চ্যালেঞ্জ না জানিয়ে পুরোপুরি রক্ষণাত্মক ফুটবল খেলে ওসাসুনা। ডি বক্সের ঠিক বাইরে ছিল ৬ জনের ডিফেন্স লাইন, এর সামনে ছিল ৪ জন। আক্রমণের তেমন কোনো আগ্রহই ছিল না সফরকারীদের।
রক্ষণ নিয়ে তেমন কোনো ভাবনা না থাকায় সহজেই ওসাসুনাকে চেপে ধরে রেয়াল। একের পর এক আক্রমণ করে গেলেও এক অর্ধে ২১ জন খেলোয়াড়ের উপস্থিতিতে খুব বেশি সুযোগ তৈরি করতে পারছিল না ইউরোপের সফলতম দলটি।
সময় নষ্ট করার জন্য সপ্তম মিনিটে ওসাসুনা গোলরক্ষক সের্হিও এররেরাকে সতর্ক করে দেন রেফারি।
দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ডকেই হুয়ান ক্রুস ফাউল করায় পেনাল্টি পায় রেয়াল।
গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা এবার নিজের প্রথম ম্যাচেই পেলেন জালের দেখা। দুই আসর মিলিয়ে লা লিগায় টানা ১৭ ম্যাচে গোল করলো রেয়াল।