ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ
হারি কেইনের জোড়া গোলের সাহায্যে টটেনহ্যাম হটস্পার ৩-০ গোলের ব্যবধানে আর্সেনালকে পরাজিত করে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ চার এ থাকার সম্ভাবনা বাচিয়ে রেখেছে। নিজেদের মাঠে আর্সেনাল জিততে পারলে তাদের শীর্ষ চার এ থাকা প্রায় নিশ্চিত হয়ে যেতো। কিন্তু নিজেদের মাঠে হেরে যাওয়ায় ২০১৬ সালের পর প্রথম চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা কিছুটা হলেও ফিকে হয়ে গেছে।
টটেনহ্যামের হয়ে ২২ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন কেইন। সন হিউং মিনকে রব হোল্ডিং ফাউল করলে পেনাল্টি পেয়েছিল টটেনহ্যাম। এর দশ মিনিট পর আর্সেনাল দশজনের দলে পরিনত হয় হোল্ডিং দ্বিতীয় হলুদ কার্ড দেখলে। দুইবারই তিনি ফাউল করেন সনকে। ৩৭ মিনিটে কেইন ডাইভিং হেডে করেন টটেনহ্যামের দ্বিতীয় গোল।
বিরতির পর পরই সন তৃতীয় গোল করেন। লিগে এটা ছিল চলতি মৌসুমে তার ২১তম গোল। এ গোলের পর আর আর্সেনালের ম্যাচে ফেরার কোন আশা ছিল না।
টটেনহ্যাম আরো বড় ব্যবধানে জয়ী হলে অবাক হওয়ার কিছু ছিল না। এ ম্যাচ জেতা সত্ত্বেও টটেনহ্যামেক থাকতে হচেছ ৫ম স্থানে। তারা আর্সেনালের চেয়ে এক পয়েন্টে পিছিয়ে আছে। উভয় দলের খেলা বাকি আছে দুটি করে। তবে গোল ব্যবধানে এগিয়ে আছে টটেনহ্যাম।
ম্যাচ শেষে কেইন বলেন, ‘আমাদের আরো দুটি ম্যাচ খেলতে হবে এবং তাদের উপর এ চাপ বজায় রাখতে হবে। আমাদের নিজেদের খেলার দিকেই মনোনিবেশ করতে হবে। রবিবার আমরা সকালের দিকে খেলবো। তাই নিজেদের ম্যাচ জিতে নজর রাখতে হবে তাদের খেলার দিকে। আমরা কেবল আমাদের ম্যাচের ফল নিয়ন্ত্রন করতে পারি। আজ আমরা আমাদের কাজ করেছি। আমাদের মূল লক্ষ্য চতুর্থ স্থান এবং সেটি অর্জণ করার জন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে।’
আর্সেনাল শেষ দুই ম্যাচে খেলবে নিউক্যাসল এবং এভারটনের সাথে। অপর দিকে টটেনহ্যাম খেলবে বার্নলে এবং নরউইচ সিটির সাথে।
ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ
শুক্রবার, ১৩ মে ২০২২
হারি কেইনের জোড়া গোলের সাহায্যে টটেনহ্যাম হটস্পার ৩-০ গোলের ব্যবধানে আর্সেনালকে পরাজিত করে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ চার এ থাকার সম্ভাবনা বাচিয়ে রেখেছে। নিজেদের মাঠে আর্সেনাল জিততে পারলে তাদের শীর্ষ চার এ থাকা প্রায় নিশ্চিত হয়ে যেতো। কিন্তু নিজেদের মাঠে হেরে যাওয়ায় ২০১৬ সালের পর প্রথম চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা কিছুটা হলেও ফিকে হয়ে গেছে।
টটেনহ্যামের হয়ে ২২ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন কেইন। সন হিউং মিনকে রব হোল্ডিং ফাউল করলে পেনাল্টি পেয়েছিল টটেনহ্যাম। এর দশ মিনিট পর আর্সেনাল দশজনের দলে পরিনত হয় হোল্ডিং দ্বিতীয় হলুদ কার্ড দেখলে। দুইবারই তিনি ফাউল করেন সনকে। ৩৭ মিনিটে কেইন ডাইভিং হেডে করেন টটেনহ্যামের দ্বিতীয় গোল।
বিরতির পর পরই সন তৃতীয় গোল করেন। লিগে এটা ছিল চলতি মৌসুমে তার ২১তম গোল। এ গোলের পর আর আর্সেনালের ম্যাচে ফেরার কোন আশা ছিল না।
টটেনহ্যাম আরো বড় ব্যবধানে জয়ী হলে অবাক হওয়ার কিছু ছিল না। এ ম্যাচ জেতা সত্ত্বেও টটেনহ্যামেক থাকতে হচেছ ৫ম স্থানে। তারা আর্সেনালের চেয়ে এক পয়েন্টে পিছিয়ে আছে। উভয় দলের খেলা বাকি আছে দুটি করে। তবে গোল ব্যবধানে এগিয়ে আছে টটেনহ্যাম।
ম্যাচ শেষে কেইন বলেন, ‘আমাদের আরো দুটি ম্যাচ খেলতে হবে এবং তাদের উপর এ চাপ বজায় রাখতে হবে। আমাদের নিজেদের খেলার দিকেই মনোনিবেশ করতে হবে। রবিবার আমরা সকালের দিকে খেলবো। তাই নিজেদের ম্যাচ জিতে নজর রাখতে হবে তাদের খেলার দিকে। আমরা কেবল আমাদের ম্যাচের ফল নিয়ন্ত্রন করতে পারি। আজ আমরা আমাদের কাজ করেছি। আমাদের মূল লক্ষ্য চতুর্থ স্থান এবং সেটি অর্জণ করার জন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে।’
আর্সেনাল শেষ দুই ম্যাচে খেলবে নিউক্যাসল এবং এভারটনের সাথে। অপর দিকে টটেনহ্যাম খেলবে বার্নলে এবং নরউইচ সিটির সাথে।