প্যারিস সেন্ট জার্মেইর ব্রাজিলিয়ান তারকা নেইমার জানিয়েছেন তার এখন ক্লাব ছাড়ার কোন ইচ্ছা নেই। অথচ ক্লাবের আর্থিক ভারসাম্য বজায় রাখার জন্য নেইমারসহ কয়েকজনকে বিক্রি করা বেশ প্রয়োজন পিএসজির। ক্লাবের পক্ষ থেকে ইতোমধ্যেই নেইমারকে ক্লাব ছাড়ার প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু নেইমার জানিয়ে দিয়েছেন তিনি এখন ক্লাব ছাড়তে রাজী নন।
নেইমার বার্ষিক ৫ কোটি ইউরো পারিশ্রমিক পান। ফরাসী পত্রিকা এলইকুইপের তথ্যানুযায়ী ইউরোপের খুব অল্প ক্লাবের পক্ষেই নেইমারকে এত বেশী পারিশ্রমিক দিয়ে দলে নেয়া সম্ভব। পিএসজি সম্প্রতি কিলিয়ান এমবাপ্পের সাথে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে। তবে এ জন্য তার পারিশ্রমিক বাড়িয়ে করা হয়েছে সর্বোচ্চ। এসেছে ক্লাবের স্পোর্টিং ডাইরেক্টর পদেও পরিবর্তন। লিওনার্দোকে বাদ দিয়ে এ পদে বসানো হয়েছে লুইস ক্যাম্পোসকে
ইতোমধ্যেই স্পেনিশ লা লিগা ক্লাবটির বিপক্ষে ইউইএফএর কাছে ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে নিয়ম লংঘনের অভিযোগ দায়ের করেছে। ইউইএফএ ক্লাবের কাছে আয় ব্যয়ের হিসাব চেয়েছে। গত বছর ক্লাবটি ২২ কোটি ৪০ লক্ষ ইউরো লোকসান দিয়েছে। তার পরে কিভাবে খেলোয়াড়দের বেতন বাড়ানো হয়েছে তার ব্যাখ্যা দিতে হবে ক্লাবটিকে।
গত মৌসুমে লিওনেল মেসি পিএসজিতে যোগ দেয়ায় তাদের কাছে এখন নেইমার গুরুত্বহীন হয়ে পড়েছেন। তার সাথে ক্লাবের চুক্তির মেয়াদ আছে এক বছর। তাই ক্লাব চাইছে তাকে বিক্রি করে কিছু অর্থ সংগ্রহ করতে। কেবল নেইমারই নয়, দলের বেশ কয়েকজন খেলোয়াড়কেই বিক্রি করে দিতে চায় পিএসজি। ইতোমধ্যেই অ্যাঞ্জেল ডি মারিয়া ছেড়েছেন পিএসজি। আরো কয়েকজন দল ছাড়ার পথে রয়েছেন।
শনিবার, ১৮ জুন ২০২২
প্যারিস সেন্ট জার্মেইর ব্রাজিলিয়ান তারকা নেইমার জানিয়েছেন তার এখন ক্লাব ছাড়ার কোন ইচ্ছা নেই। অথচ ক্লাবের আর্থিক ভারসাম্য বজায় রাখার জন্য নেইমারসহ কয়েকজনকে বিক্রি করা বেশ প্রয়োজন পিএসজির। ক্লাবের পক্ষ থেকে ইতোমধ্যেই নেইমারকে ক্লাব ছাড়ার প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু নেইমার জানিয়ে দিয়েছেন তিনি এখন ক্লাব ছাড়তে রাজী নন।
নেইমার বার্ষিক ৫ কোটি ইউরো পারিশ্রমিক পান। ফরাসী পত্রিকা এলইকুইপের তথ্যানুযায়ী ইউরোপের খুব অল্প ক্লাবের পক্ষেই নেইমারকে এত বেশী পারিশ্রমিক দিয়ে দলে নেয়া সম্ভব। পিএসজি সম্প্রতি কিলিয়ান এমবাপ্পের সাথে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে। তবে এ জন্য তার পারিশ্রমিক বাড়িয়ে করা হয়েছে সর্বোচ্চ। এসেছে ক্লাবের স্পোর্টিং ডাইরেক্টর পদেও পরিবর্তন। লিওনার্দোকে বাদ দিয়ে এ পদে বসানো হয়েছে লুইস ক্যাম্পোসকে
ইতোমধ্যেই স্পেনিশ লা লিগা ক্লাবটির বিপক্ষে ইউইএফএর কাছে ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে নিয়ম লংঘনের অভিযোগ দায়ের করেছে। ইউইএফএ ক্লাবের কাছে আয় ব্যয়ের হিসাব চেয়েছে। গত বছর ক্লাবটি ২২ কোটি ৪০ লক্ষ ইউরো লোকসান দিয়েছে। তার পরে কিভাবে খেলোয়াড়দের বেতন বাড়ানো হয়েছে তার ব্যাখ্যা দিতে হবে ক্লাবটিকে।
গত মৌসুমে লিওনেল মেসি পিএসজিতে যোগ দেয়ায় তাদের কাছে এখন নেইমার গুরুত্বহীন হয়ে পড়েছেন। তার সাথে ক্লাবের চুক্তির মেয়াদ আছে এক বছর। তাই ক্লাব চাইছে তাকে বিক্রি করে কিছু অর্থ সংগ্রহ করতে। কেবল নেইমারই নয়, দলের বেশ কয়েকজন খেলোয়াড়কেই বিক্রি করে দিতে চায় পিএসজি। ইতোমধ্যেই অ্যাঞ্জেল ডি মারিয়া ছেড়েছেন পিএসজি। আরো কয়েকজন দল ছাড়ার পথে রয়েছেন।