স্পেনিশ লা লিগা
স্পেনিশ ক্লাব রিয়াল ভায়াদোলিদের সভাপতি রোনালদো নাজারিও তার দলের জন্য ব্রাজিলিয়ান দুই ফুলব্যাক মার্সেলো এবং দানি অ্যালভেজকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছেন। এ দুই তারকা বর্তমানে ক্লাব বিহীন আছেন। সম্প্রতি মার্সেলোর সাথে রিয়াল মাদ্রিদের এবং বার্সেলোনার সাথে দানি অ্যালভেজের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এ দুইজন ক্লাব বিহীন থাকার সুযোগই কাজে লাগাতে চান ব্রাজিলিয়ান সাবেক তারকা রোনালদো। তার দল ভায়াদোলিদ আগামী মৌসুমে আবার লা লিগায় খেলার যোগ্যতা অর্জণ করেছে।
রোনালদো ব্রাজিলিয়ান পত্রিকা ইউওএল স্পোর্টের সাথে দেয়া এক সাক্ষাতকারে জানান তিনি এমন খেলোয়াড় দলে নিতে চান যাদের কারণে ক্লাব প্রচারণা পাবে এবং মাঠেও তারা বিশেষ অবদান রাখতে পারবে।
একটি সূত্র জানিয়েছে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে কোন সমস্যা হবে না। তবে এ দুই তারকাকে একই সাথে দলে নেয়াটা মোটেও সহজ হবে না। দুই জনই এবছর কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ খেলতে চান দেশের হয়ে।
রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি শেষ হওয়ার পর তার সাথে ইউরোপের বেশ কয়েকটি দলই যোগাযোগ করছে। এর মধ্যে রয়েছে ইটালিয়ান জায়ান্ট এসি মিলান। সিরি এ লিগে সফল হওয়ার পর তারা চ্যাম্পিয়ন্স লিগেও ভাল করতে চায়। এ জন্য অভিজ্ঞ খেলোয়াড় দলে নেয়ার চেষ্টা করছে ইটালিয়ান ক্লাবটি।
একই অবস্থা দানি অ্যালভেজেরও। তাকেও দলে নিতে আগ্রহী ইউরোপের বেশ কয়েকটি ক্লাব। এছাড়া ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো ক্লাবও তাকে দলে নেয়ার আগ্রহ দেখাচ্ছে। অ্যালভেজ (৩৯) এবং মার্সেলো (৩৪) উভয়ই ভাল একটি ক্লাবে শীর্ষ পর্যায়ে খেলে নিজেদেরকে জাতীয় দলে খেলার যোগ্য হিসেবে প্রমাণ করতে চাচ্ছেন।
স্পেনিশ মৌসুম শুরু হতে আরো বেশ কিছু সময় দেরী আছে। কিন্তু রোনালদো ক্লাবের প্রস্তুতি শুরুর ক্ষেত্রে দেরী করতে চান না। দল যাতে ভাল করতে পারে সে লক্ষ্য নিয়েই কাজ করছেন তিনি।
ভায়াদোলিদ ২০২০-২১ মৌসুমে নিচের বিভাবে নেমে গিয়েছিল। তবে ২০২১-২২ মৌসুমে ভাল খেলে আবার লা লিগায় উঠেছে।
স্পেনিশ লা লিগা
সোমবার, ২০ জুন ২০২২
স্পেনিশ ক্লাব রিয়াল ভায়াদোলিদের সভাপতি রোনালদো নাজারিও তার দলের জন্য ব্রাজিলিয়ান দুই ফুলব্যাক মার্সেলো এবং দানি অ্যালভেজকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছেন। এ দুই তারকা বর্তমানে ক্লাব বিহীন আছেন। সম্প্রতি মার্সেলোর সাথে রিয়াল মাদ্রিদের এবং বার্সেলোনার সাথে দানি অ্যালভেজের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এ দুইজন ক্লাব বিহীন থাকার সুযোগই কাজে লাগাতে চান ব্রাজিলিয়ান সাবেক তারকা রোনালদো। তার দল ভায়াদোলিদ আগামী মৌসুমে আবার লা লিগায় খেলার যোগ্যতা অর্জণ করেছে।
রোনালদো ব্রাজিলিয়ান পত্রিকা ইউওএল স্পোর্টের সাথে দেয়া এক সাক্ষাতকারে জানান তিনি এমন খেলোয়াড় দলে নিতে চান যাদের কারণে ক্লাব প্রচারণা পাবে এবং মাঠেও তারা বিশেষ অবদান রাখতে পারবে।
একটি সূত্র জানিয়েছে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে কোন সমস্যা হবে না। তবে এ দুই তারকাকে একই সাথে দলে নেয়াটা মোটেও সহজ হবে না। দুই জনই এবছর কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ খেলতে চান দেশের হয়ে।
রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি শেষ হওয়ার পর তার সাথে ইউরোপের বেশ কয়েকটি দলই যোগাযোগ করছে। এর মধ্যে রয়েছে ইটালিয়ান জায়ান্ট এসি মিলান। সিরি এ লিগে সফল হওয়ার পর তারা চ্যাম্পিয়ন্স লিগেও ভাল করতে চায়। এ জন্য অভিজ্ঞ খেলোয়াড় দলে নেয়ার চেষ্টা করছে ইটালিয়ান ক্লাবটি।
একই অবস্থা দানি অ্যালভেজেরও। তাকেও দলে নিতে আগ্রহী ইউরোপের বেশ কয়েকটি ক্লাব। এছাড়া ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো ক্লাবও তাকে দলে নেয়ার আগ্রহ দেখাচ্ছে। অ্যালভেজ (৩৯) এবং মার্সেলো (৩৪) উভয়ই ভাল একটি ক্লাবে শীর্ষ পর্যায়ে খেলে নিজেদেরকে জাতীয় দলে খেলার যোগ্য হিসেবে প্রমাণ করতে চাচ্ছেন।
স্পেনিশ মৌসুম শুরু হতে আরো বেশ কিছু সময় দেরী আছে। কিন্তু রোনালদো ক্লাবের প্রস্তুতি শুরুর ক্ষেত্রে দেরী করতে চান না। দল যাতে ভাল করতে পারে সে লক্ষ্য নিয়েই কাজ করছেন তিনি।
ভায়াদোলিদ ২০২০-২১ মৌসুমে নিচের বিভাবে নেমে গিয়েছিল। তবে ২০২১-২২ মৌসুমে ভাল খেলে আবার লা লিগায় উঠেছে।