এশিয়া কাপ টি-টোয়েন্টি আসরে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। এ ম্যাচে টস করতে নেমে ক্যারিয়ারের শততম টি-টোয়েন্টি খেলার রেকর্ডে নাম লিখানে সাকিব।
এশিয়া কাপে আফগানিস্তান ক্রিকেট দলের এটি দ্বিতীয় ম্যাচ। এর আগে নিজেদের প্রথম ম্যাচে আয়োজক শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে তারা। শুধু তাই নয়, লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১০.১ ওভারেই জয় তুলে নিয়ে রান রেটে এগিয়ে রয়েছে দেশটি।
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এর আগে দু’বার টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম শারজাহতে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। দুই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ছিল যথাক্রমে শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ। দু’ম্যাচেই জয়ের দ্বারপ্রান্তে গিয়েও হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ।
এছাড়া শারজাহ ভেন্যুতে এখন পর্যন্ত ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে আফগানিস্তান। যেখানে ৩টি ম্যাচে তারা হেরেছে। জয়ের পরিসংখ্যানে আফগানিস্তানের ধারে কাছে নেই বিশ্বের কোনো দল। ফলে অভিজ্ঞতার শক্তপোক্ত অর্জন নিয়ে বাংলাদেশের বিপক্ষে লড়বে আফগানিস্তান।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় গড়াবে।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, এনামুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, নবীন-উল হক, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী।
মঙ্গলবার, ৩০ আগস্ট ২০২২
এশিয়া কাপ টি-টোয়েন্টি আসরে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। এ ম্যাচে টস করতে নেমে ক্যারিয়ারের শততম টি-টোয়েন্টি খেলার রেকর্ডে নাম লিখানে সাকিব।
এশিয়া কাপে আফগানিস্তান ক্রিকেট দলের এটি দ্বিতীয় ম্যাচ। এর আগে নিজেদের প্রথম ম্যাচে আয়োজক শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে তারা। শুধু তাই নয়, লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১০.১ ওভারেই জয় তুলে নিয়ে রান রেটে এগিয়ে রয়েছে দেশটি।
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এর আগে দু’বার টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম শারজাহতে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। দুই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ছিল যথাক্রমে শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ। দু’ম্যাচেই জয়ের দ্বারপ্রান্তে গিয়েও হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ।
এছাড়া শারজাহ ভেন্যুতে এখন পর্যন্ত ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে আফগানিস্তান। যেখানে ৩টি ম্যাচে তারা হেরেছে। জয়ের পরিসংখ্যানে আফগানিস্তানের ধারে কাছে নেই বিশ্বের কোনো দল। ফলে অভিজ্ঞতার শক্তপোক্ত অর্জন নিয়ে বাংলাদেশের বিপক্ষে লড়বে আফগানিস্তান।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় গড়াবে।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, এনামুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, নবীন-উল হক, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী।