বাংলাদেশের ব্যাটাররা ছক্কা মারতেই পারেন না। এমনটা বলছেন বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্স। তার মতে সাকিব আল হাসানদের টি-২০ বিশ্বকাপে ছক্কা মারার চেষ্টা করাই উচিত নয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ের পরের সাকিবদের ‘বোকা’ বলতেও ছাড়লেন না সিডন্স।
বাংলাদেশের ব্যাটিং কোচ বলেন, ‘আমাদের দলে ছক্কা মারার মতো ব্যাটার নেই। বুদ্ধির পরিচয় দিতে হবে আমাদের। স্মার্ট হতে হবে। খুব বেশি বল আমরা হাওয়ায় খেলি। বলেছিলাম পিচে গিয়ে বুঝে খেলতে। দল শুরুটা ভালো করেছিল। কিন্তু এরপর সবাই ক্রিজে গিয়ে মারতে চেষ্টা করলো। পেসের কাছে নয়, স্পিনের বিরুদ্ধে হার মানলাম আমরা। একজন পেসার বেশ জোরে বল করছিল। বাকিদের বিরুদ্ধে ভালো খেলছিলাম আমরা। ভালো ক্রিকেটীয় শট খেলছিলাম। এরপরেই চালাতে গেলাম, ওই ভাবে খেলতে পারব না আমরা। এটা করা যাবে না।’
পরের ম্যাচে কীভাবে খেলতে চান সে বিষয়েও বলেন সিডন্স। তিনি বলেন, ‘রুশো, কুইন্টন যেভাবে খেলেছে, তার থেকে আমাদের খেলার ধরন আলাদা হতে হবে। ছক্কা মেরে আমরা খুব বেশি ম্যাচ জিততে পারব না। সেটা আমাদের খেলার ধরন নয়। রুশো বিনা পরিশ্রমে মাঠের বাইরে বল পাঠাচ্ছিল। আমরা পারি না ও ভাবে ছক্কা মারতে। রুশোর ভুল শটেও ছক্কা হয়।’
বাংলাদেশ দল যে পিচে অনুশীলন করেছে তার থেকে বিশ্বকাপের পিচ অনেক আলাদা বলেও জানিয়েছেন সিডন্স। তিনি বলেন, ‘আমরা যেভাবে অনুশীলন করেছি, তার থেকে ম্যাচটা অনেক আলাদা। হোবার্টের পিচ আমাদের ব্যাটারদের জন্য খুবই গতিময় ছিল। এখানে সেটা নয়। সেই কারণে আমাদের ব্যাটাররা তাড়াহুড়ো করে ফেলছিল শট মারার সময়। আমরা খারাপ ব্যাট করেছি। গতির সঙ্গে সেটার কোনও সম্পর্ক নেই।’
বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
বাংলাদেশের ব্যাটাররা ছক্কা মারতেই পারেন না। এমনটা বলছেন বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্স। তার মতে সাকিব আল হাসানদের টি-২০ বিশ্বকাপে ছক্কা মারার চেষ্টা করাই উচিত নয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ের পরের সাকিবদের ‘বোকা’ বলতেও ছাড়লেন না সিডন্স।
বাংলাদেশের ব্যাটিং কোচ বলেন, ‘আমাদের দলে ছক্কা মারার মতো ব্যাটার নেই। বুদ্ধির পরিচয় দিতে হবে আমাদের। স্মার্ট হতে হবে। খুব বেশি বল আমরা হাওয়ায় খেলি। বলেছিলাম পিচে গিয়ে বুঝে খেলতে। দল শুরুটা ভালো করেছিল। কিন্তু এরপর সবাই ক্রিজে গিয়ে মারতে চেষ্টা করলো। পেসের কাছে নয়, স্পিনের বিরুদ্ধে হার মানলাম আমরা। একজন পেসার বেশ জোরে বল করছিল। বাকিদের বিরুদ্ধে ভালো খেলছিলাম আমরা। ভালো ক্রিকেটীয় শট খেলছিলাম। এরপরেই চালাতে গেলাম, ওই ভাবে খেলতে পারব না আমরা। এটা করা যাবে না।’
পরের ম্যাচে কীভাবে খেলতে চান সে বিষয়েও বলেন সিডন্স। তিনি বলেন, ‘রুশো, কুইন্টন যেভাবে খেলেছে, তার থেকে আমাদের খেলার ধরন আলাদা হতে হবে। ছক্কা মেরে আমরা খুব বেশি ম্যাচ জিততে পারব না। সেটা আমাদের খেলার ধরন নয়। রুশো বিনা পরিশ্রমে মাঠের বাইরে বল পাঠাচ্ছিল। আমরা পারি না ও ভাবে ছক্কা মারতে। রুশোর ভুল শটেও ছক্কা হয়।’
বাংলাদেশ দল যে পিচে অনুশীলন করেছে তার থেকে বিশ্বকাপের পিচ অনেক আলাদা বলেও জানিয়েছেন সিডন্স। তিনি বলেন, ‘আমরা যেভাবে অনুশীলন করেছি, তার থেকে ম্যাচটা অনেক আলাদা। হোবার্টের পিচ আমাদের ব্যাটারদের জন্য খুবই গতিময় ছিল। এখানে সেটা নয়। সেই কারণে আমাদের ব্যাটাররা তাড়াহুড়ো করে ফেলছিল শট মারার সময়। আমরা খারাপ ব্যাট করেছি। গতির সঙ্গে সেটার কোনও সম্পর্ক নেই।’