alt

খেলা

ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

ক্রীড়া ডেস্ক : শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২

অসাধারণ ফর্মে থেকে কাতারে পা দিয়েই অঘটনের শিকার হয় আর্জেন্টিনা, সৌদি আরবের বিপক্ষে বিব্রতকর হার। মাঝে আঘাত হানে আনহেল দি মারিয়া ও আলেহান্দ্রো গোমেসের চোট, কার্ডের খাড়ায় সেমি-ফাইনালে খেলতে পারেননি আরও দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়; মার্কোস আকুনিয়া ও গনসালো মনতিয়েল। তবে সব ধাক্কা কাটিয়ে টানা পাঁচ জয়ে স্বপ্ন ছোঁয়ার খুব কাছে পৌঁছে গেছে লিওনেল স্কালোনির দল।

বিশ্ব সেরার মঞ্চে ৩৬ বছরের শিরোপা খরা কাটানোর লক্ষ্যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। লুসাইল স্টেডিয়ামে আগামী রোববার রাত ৯টায় শুরু হবে ফাইনাল।

গণমাধ্যমের খবর, ফাইনালের জন্য পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন দি মারিয়া। নিষেধাজ্ঞা থেকে মুক্ত আকুনিয়া ও মনতিয়েলও।

প্রতিপক্ষ অনুযায়ী সব সময় দলে পরিবর্তন আনেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল স্কালোনি। বিশ্বকাপে ৪-৩-৩, ৪-৪-২, ৫-৩-২ ফর্মেশনে খেলিয়েছেন তিনি। ফ্রান্সের বিপক্ষে কেমন ফর্মেশন বেছে নেবেন, একাদশে কাকে রাখবেন সেটা সময়ই বলে দেবে। বার্তা সংস্থা রয়টার্স ফাইনালের সম্ভাব্য একাদশ নিয়ে লিখেছে।

এমিলিয়ানো মার্তিনেস

প্রথম ম্যাচে দুই গোল হজম করলেও এর পর থেকে পোস্টের নিচে আস্থার প্রতীক হয়ে উঠেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। নকআউট পর্বের প্রথম ধাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচের শেষের দিকে তিনি দারুণ কিছু সেভ করেন। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে টাইব্রেকারে ৩০ বছর বয়সী এই ফুটবলার ছিলেন নায়ক। ঠেকিয়ে দেন দুটি পেনাল্টি, দল জেতে ৪-৩ ব্যবধানে।

সেমি-ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে অবশ্য কোনো কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়নি তাকে। কার্টুন চরিত্র ‘দিবু’ ডাকনামে পরিচিত মার্তিনেসের পারফরম্যান্স ফাইনালে লাতিন আমেরিকার দেশটির জন্য মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

ক্রিস্তিয়ান রোমেরো

ফেভারিট হিসেবে বিশ্বকাপ শুরু করা আর্জেন্টিনাকে প্রথম ম্যাচেই চমকে দিয়ে ২-১ গোলে জিতেছিল সৌদি আরব। ওই ম্যাচে সেন্টার-ব্যাক ক্রিস্তিয়ান রোমেরোর পারফরম্যান্স ভালো ছিল না। তবে পরের পাঁচ ম্যাচের অজেয় যাত্রায় বড় অবদান রাখেন ২৪ বছর বয়সী এই ফুটবলার।

নিকোলাস ওতামেন্দি

সেন্ট্রাল ডিফেন্সে রোমেরোর সঙ্গী তার থেকে ১০ বছরের বড় নিকোলাস ওতামেন্দি। আসরে এখন পর্যন্ত দলের সফল যাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন বেনফিকার এই খেলোয়াড়।

প্রায় সব প্রতিযোগিতাতেই আর্জেন্টিনার রক্ষণ নিয়ে থাকে দুর্ভাবনা, তবে এবার তাদের রক্ষণ বেশ জমাট। যদিও সৌদি আরবের বিপক্ষে পাঁচ মিনিটে দুই গোল হজম করে ও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ের শেষের দিকে নড়বড়ে হয়ে পড়ে তারা।

নাহুয়েল মোলিনা

জাতীয় দলের হয়ে গত বছরের মাঝামাঝি অভিষিক্ত নাহুয়েল মোলিনা অল্প সময়ের মধ্যেই লিওনেল স্কালোনির দলে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে দলের প্রথম গোলটি করেছিলেন এই রাইট-ব্যাক, যা আর্জেন্টিনার হয়ে তার প্রথম।

নিকোলাস তাগলিয়াফিকো

দুটি হলুদ কার্ড দেখায় ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমি-ফাইনাল মিস করেন মার্কোস আকুনিয়া। তার জায়গায় খেলা লেফট-ব্যাক নিকোলাস তাগলিয়াফিকো ক্রোয়াটদের বিপক্ষে ভালো খেলেন, রক্ষণে যোগ করেন দৃঢ়তা। তারপরও ফাইনালে স্কালোনি আক্রমণাত্মক কৌশল নিলে শুরুর একাদশে জায়গা হারাতে পারেন ৩০ বছর বয়সী তাগলিয়াফিকো, ফিরতে পারেন আকুনিয়া।

লেয়ান্দ্রো পারেদেস

চলতি বিশ্বকাপে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ছয় ম্যাচের চারটিতে খেলেছেন মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস। সেমি-ফাইনালেও ছিলেন শুরুর একাদশে। তবে ফাইনালে স্কালোনি পাঁচ ডিফেন্ডার নিয়ে দল সাজালে লিসান্দ্রো মার্তিনেস আসতে পারেন পারেদেসের জায়গায়। আবার আনহেল দি মারিয়া শুরুর একাদশে ফিরলেও বেঞ্চে বসতে হতে পারে ২৮ বছর বয়সী পারেদেসকে।

রদ্রিগো দে পল

স্কালোনির কৌশলে খুব গুরুত্বপূর্ণ ২৮ বছর বয়সী রদ্রিগো দে পল। নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে তিনি খেলেছেন চোট নিয়ে। ভক্তদের কাছে ২৮ বছর বয়সী এই ফুটবলার হয়ে উঠেছেন অধিনায়ক লিওনেল মেসির অনানুষ্ঠানিক ‘বডিগার্ড।’

আলেক্সিস মাক আলিস্তের

প্রিমিয়ার লিগে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের হয়ে খেলা মিডফিল্ডার আলেক্সিস মাক আলিস্তেরের জাতীয় দলে অভিষেক ২০১৯ সালে। এরপর দল থেকে বাদ পড়েন তিনি এবং এই বছর স্কালোনির দলে ফেরার পর জায়গা করে নেন বিশ্বকাপের স্কোয়াডে। গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে প্রথম গোল করেন ২৩ বছর বয়সী আলিস্তের।

এনসো ফের্নান্দেস

মেক্সিকোর বিপক্ষে গোল করে বিশ্বকাপে আর্জেন্টিনার দ্বিতীয় সর্বকনিষ্ঠ গোলদাতা এখন এনসো ফের্নান্দেস। শেষ ষোলোয় অস্ট্রেলিয়ার বিপক্ষে তার আত্নঘাতী গোলে শঙ্কায় পড়ে যায় আর্জেন্টিনা, শেষ পর্যন্ত ম্যাচটি ২-১ গোলে জেতে তারা।

হুলিয়ান আলভারেস

চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া হুলিয়ান আলভারেস কাতারে নিজেকে চেনাচ্ছেন নতুন করে। ক্লাব পর্যায়ে তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ডের জন্য সেভাবে পাদপ্রদীপের আলোয় উঠে আসতে না পারা এই আর্জেন্টাইন বিশ্বকাপে এখন পর্যন্ত চার গোল করেছেন। যার মধ্যে রয়েছে সেমি-ফাইনালের দুটি। লিওনেল মেসির সঙ্গে দারুণ জুটি গড়ে তুলেছেন ২২ বছর বয়সী এই স্ট্রাইকার।

লিওনেল মেসি

নিজের শেষ বিশ্বকাপে দেশকে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন করার মিশনে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন লিওনেল মেসি। রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী আছেন দারুণ ছন্দে। পাঁচ গোল করে ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলের তালিকায় শীর্ষে আছেন তিনি।

দিদিয়ে দেশমের দলের সবচেয়ে বড় পরীক্ষা হবে মেসিকে সামলানো, আর আর্জেন্টিনার ভাগ্য অনেকটাই নির্ভর করবে পিএসজি ফরোয়ার্ড কেমন করবেন, তার ওপর।

টিভিতে আজকের খেলা

ছবি

লাওসে সাগরিকার জোড়া গোলে জয় বাংলাদেশের

ছবি

অস্ট্রেলিয়ায় ট্রফি জিততে চান সোহানরা

ছবি

সানজিদ ও সামিউনের নৈপুণ্যে প্রোটিয়াদের আবার হারালো যুবরা

ছবি

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ লড়াইয়ে ‘৩ অধিনায়ক’

ছবি

পাইওনিয়ার ফুটবল লীগ চালুর দাবিতে ক্লাবগুলোর প্রতিবাদ সমাবেশ

ছবি

রাজশাহী ডিএসএর সাবেক জিএস প্যাডী মারা গেছেন

ছবি

নিষেধাজ্ঞামুক্ত ফকিরেরপুল

ছবি

ইংল্যান্ডের বাজবল ক্রিকেটকে আলাদা করে দেখছে না অজিরা

ছবি

কিংসের বিরুদ্ধে ফিফায় কোচ তিতার অভিযোগ

ছবি

লিগস কাপে পুমাসের বিপক্ষে ম্যাচে মেসিকে পাচ্ছে না মায়ামি

টিভিতে আজকের খেলা

ছবি

লাওস পরীক্ষার জন্য প্রস্তুত বাংলাদেশ

ছবি

ডাচদের বিপক্ষে টি-২০ সিরিজের তিন ম্যাচই হবে সিলেটে

ছবি

এশিয়া কাপ দলে ফিরতে পারেন বাবর আজম

ছবি

এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

ছবি

বাবা-মায়ের আশীর্বাদ নিয়ে ইংল্যান্ডে খেলতে গিয়েছিলেন

ছবি

আমাকে ব্রাজিল দলে নেয়ার ব্যাপারটি এখন কোচের হাতে: নেইমার

ছবি

মায়ামি ও আর্জেন্টিনা কোচের পরিকল্পনায় প্রভাব

টিভিতে আজকের খেলা

ছবি

এশিয়া কাপের প্রাথমিক দলে সৌম্য-শান্ত-সোহান

ছবি

ওভালে ভারতের রোমাঞ্চকর জয়ে সিরিজে সমতা

ছবি

‘টাইগার ব্যাটারদের বড় রান করার ক্ষুধা তৈরি করা প্রয়োজন’

ছবি

সকালে ঘুম থেকে উঠে বিশ্বাস করেছিলাম, আমরা পারবো: সিরাজ

ছবি

উইন্ডিজের মাঠে টি-২০ সিরিজ জিতলো পাকিস্তান

ছবি

আমরা ভাগ্যবান যে, সিরাজ আমাদের হয়ে খেলে: শুবমান

ছবি

এশিয়া কাপে খেলা নিশ্চিত করলো বিসিসিআই

ছবি

সোহানের নেতৃত্বে অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ ‘এ’ দল, দলে জিসান ও তোফায়েল

ছবি

কবে ফিরবেন মেসি? ইন্টার মায়ামি দিলো স্বস্তির খবর

ছবি

অ্যাটকিনসনের স্বপ্নভঙ্গ, সিরিজ ড্র করল ভারত-ইংল্যান্ড

টিভিতে আজকের খেলা

ছবি

বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে

ছবি

‘যুব বিশ্বকাপ হকিতে ছেলেরা ভালো লড়াইয়ের জন্য প্রস্তুত’

ছবি

তিন সেঞ্চুরিতে সেরা ডি ভিলিয়ার্স

ছবি

সাবেকদের টুর্নামেন্টে অংশগ্রহণ নিষিদ্ধর ঘোষণা দিল পিসিবি

ছবি

টিটিতে নতুন থাই কোচ

tab

খেলা

ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

ক্রীড়া ডেস্ক

শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২

অসাধারণ ফর্মে থেকে কাতারে পা দিয়েই অঘটনের শিকার হয় আর্জেন্টিনা, সৌদি আরবের বিপক্ষে বিব্রতকর হার। মাঝে আঘাত হানে আনহেল দি মারিয়া ও আলেহান্দ্রো গোমেসের চোট, কার্ডের খাড়ায় সেমি-ফাইনালে খেলতে পারেননি আরও দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়; মার্কোস আকুনিয়া ও গনসালো মনতিয়েল। তবে সব ধাক্কা কাটিয়ে টানা পাঁচ জয়ে স্বপ্ন ছোঁয়ার খুব কাছে পৌঁছে গেছে লিওনেল স্কালোনির দল।

বিশ্ব সেরার মঞ্চে ৩৬ বছরের শিরোপা খরা কাটানোর লক্ষ্যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। লুসাইল স্টেডিয়ামে আগামী রোববার রাত ৯টায় শুরু হবে ফাইনাল।

গণমাধ্যমের খবর, ফাইনালের জন্য পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন দি মারিয়া। নিষেধাজ্ঞা থেকে মুক্ত আকুনিয়া ও মনতিয়েলও।

প্রতিপক্ষ অনুযায়ী সব সময় দলে পরিবর্তন আনেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল স্কালোনি। বিশ্বকাপে ৪-৩-৩, ৪-৪-২, ৫-৩-২ ফর্মেশনে খেলিয়েছেন তিনি। ফ্রান্সের বিপক্ষে কেমন ফর্মেশন বেছে নেবেন, একাদশে কাকে রাখবেন সেটা সময়ই বলে দেবে। বার্তা সংস্থা রয়টার্স ফাইনালের সম্ভাব্য একাদশ নিয়ে লিখেছে।

এমিলিয়ানো মার্তিনেস

প্রথম ম্যাচে দুই গোল হজম করলেও এর পর থেকে পোস্টের নিচে আস্থার প্রতীক হয়ে উঠেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। নকআউট পর্বের প্রথম ধাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচের শেষের দিকে তিনি দারুণ কিছু সেভ করেন। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে টাইব্রেকারে ৩০ বছর বয়সী এই ফুটবলার ছিলেন নায়ক। ঠেকিয়ে দেন দুটি পেনাল্টি, দল জেতে ৪-৩ ব্যবধানে।

সেমি-ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে অবশ্য কোনো কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়নি তাকে। কার্টুন চরিত্র ‘দিবু’ ডাকনামে পরিচিত মার্তিনেসের পারফরম্যান্স ফাইনালে লাতিন আমেরিকার দেশটির জন্য মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

ক্রিস্তিয়ান রোমেরো

ফেভারিট হিসেবে বিশ্বকাপ শুরু করা আর্জেন্টিনাকে প্রথম ম্যাচেই চমকে দিয়ে ২-১ গোলে জিতেছিল সৌদি আরব। ওই ম্যাচে সেন্টার-ব্যাক ক্রিস্তিয়ান রোমেরোর পারফরম্যান্স ভালো ছিল না। তবে পরের পাঁচ ম্যাচের অজেয় যাত্রায় বড় অবদান রাখেন ২৪ বছর বয়সী এই ফুটবলার।

নিকোলাস ওতামেন্দি

সেন্ট্রাল ডিফেন্সে রোমেরোর সঙ্গী তার থেকে ১০ বছরের বড় নিকোলাস ওতামেন্দি। আসরে এখন পর্যন্ত দলের সফল যাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন বেনফিকার এই খেলোয়াড়।

প্রায় সব প্রতিযোগিতাতেই আর্জেন্টিনার রক্ষণ নিয়ে থাকে দুর্ভাবনা, তবে এবার তাদের রক্ষণ বেশ জমাট। যদিও সৌদি আরবের বিপক্ষে পাঁচ মিনিটে দুই গোল হজম করে ও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ের শেষের দিকে নড়বড়ে হয়ে পড়ে তারা।

নাহুয়েল মোলিনা

জাতীয় দলের হয়ে গত বছরের মাঝামাঝি অভিষিক্ত নাহুয়েল মোলিনা অল্প সময়ের মধ্যেই লিওনেল স্কালোনির দলে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে দলের প্রথম গোলটি করেছিলেন এই রাইট-ব্যাক, যা আর্জেন্টিনার হয়ে তার প্রথম।

নিকোলাস তাগলিয়াফিকো

দুটি হলুদ কার্ড দেখায় ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমি-ফাইনাল মিস করেন মার্কোস আকুনিয়া। তার জায়গায় খেলা লেফট-ব্যাক নিকোলাস তাগলিয়াফিকো ক্রোয়াটদের বিপক্ষে ভালো খেলেন, রক্ষণে যোগ করেন দৃঢ়তা। তারপরও ফাইনালে স্কালোনি আক্রমণাত্মক কৌশল নিলে শুরুর একাদশে জায়গা হারাতে পারেন ৩০ বছর বয়সী তাগলিয়াফিকো, ফিরতে পারেন আকুনিয়া।

লেয়ান্দ্রো পারেদেস

চলতি বিশ্বকাপে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ছয় ম্যাচের চারটিতে খেলেছেন মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস। সেমি-ফাইনালেও ছিলেন শুরুর একাদশে। তবে ফাইনালে স্কালোনি পাঁচ ডিফেন্ডার নিয়ে দল সাজালে লিসান্দ্রো মার্তিনেস আসতে পারেন পারেদেসের জায়গায়। আবার আনহেল দি মারিয়া শুরুর একাদশে ফিরলেও বেঞ্চে বসতে হতে পারে ২৮ বছর বয়সী পারেদেসকে।

রদ্রিগো দে পল

স্কালোনির কৌশলে খুব গুরুত্বপূর্ণ ২৮ বছর বয়সী রদ্রিগো দে পল। নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে তিনি খেলেছেন চোট নিয়ে। ভক্তদের কাছে ২৮ বছর বয়সী এই ফুটবলার হয়ে উঠেছেন অধিনায়ক লিওনেল মেসির অনানুষ্ঠানিক ‘বডিগার্ড।’

আলেক্সিস মাক আলিস্তের

প্রিমিয়ার লিগে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের হয়ে খেলা মিডফিল্ডার আলেক্সিস মাক আলিস্তেরের জাতীয় দলে অভিষেক ২০১৯ সালে। এরপর দল থেকে বাদ পড়েন তিনি এবং এই বছর স্কালোনির দলে ফেরার পর জায়গা করে নেন বিশ্বকাপের স্কোয়াডে। গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে প্রথম গোল করেন ২৩ বছর বয়সী আলিস্তের।

এনসো ফের্নান্দেস

মেক্সিকোর বিপক্ষে গোল করে বিশ্বকাপে আর্জেন্টিনার দ্বিতীয় সর্বকনিষ্ঠ গোলদাতা এখন এনসো ফের্নান্দেস। শেষ ষোলোয় অস্ট্রেলিয়ার বিপক্ষে তার আত্নঘাতী গোলে শঙ্কায় পড়ে যায় আর্জেন্টিনা, শেষ পর্যন্ত ম্যাচটি ২-১ গোলে জেতে তারা।

হুলিয়ান আলভারেস

চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া হুলিয়ান আলভারেস কাতারে নিজেকে চেনাচ্ছেন নতুন করে। ক্লাব পর্যায়ে তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ডের জন্য সেভাবে পাদপ্রদীপের আলোয় উঠে আসতে না পারা এই আর্জেন্টাইন বিশ্বকাপে এখন পর্যন্ত চার গোল করেছেন। যার মধ্যে রয়েছে সেমি-ফাইনালের দুটি। লিওনেল মেসির সঙ্গে দারুণ জুটি গড়ে তুলেছেন ২২ বছর বয়সী এই স্ট্রাইকার।

লিওনেল মেসি

নিজের শেষ বিশ্বকাপে দেশকে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন করার মিশনে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন লিওনেল মেসি। রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী আছেন দারুণ ছন্দে। পাঁচ গোল করে ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলের তালিকায় শীর্ষে আছেন তিনি।

দিদিয়ে দেশমের দলের সবচেয়ে বড় পরীক্ষা হবে মেসিকে সামলানো, আর আর্জেন্টিনার ভাগ্য অনেকটাই নির্ভর করবে পিএসজি ফরোয়ার্ড কেমন করবেন, তার ওপর।

back to top