সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুশফিকুর রহিম গড়েছেন দুই রেকর্ড। প্রথমে নিজের ওয়ানডে ক্যারিয়ারে প্রবেশ করেছেন ৭হাজার রানের এলিট ক্লাবে। এরপর ব্যাট হাতে হয়ে উঠেন ভয়ংকর, তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্রুততম সেঞ্চুরি। অবশ্য মুশফিকের ৬০ বলের এই সেঞ্চুরি বাংলাদেশের ওয়ানডে ইতিহাসেও দ্রুততম।
আয়ারল্যান্ডের বিপক্ষে মুশফিকের এমন সেঞ্চুরির পর দলটির অলরাউন্ডার কার্টিস ক্যাম্পারের কণ্ঠেও মুশফিকের প্রশংসা ঝরেছে। আইরিশদের হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন ক্যাম্পার। সেখানে মুশফিকের ইনিংসকে তিনি ইমপ্যাক্টফুল ইনিংস হিসেবে উল্লেখ্য করেছেন।
এ সময় ক্যাম্পার বলেন, ‘আমার মতে, (মুশফিকের ইনিংস বর্ণনা করার জন্য) সঠিক শব্দটা হবে খুবই ইমপ্যাক্টফুল ইনিংস। সে ক্লাস ক্রিকেটার। সে দেখিয়েছে কেন সে এত দিন ধরে এত ভালো করছে। সে যেভাবে প্রভাব বিস্তার করেছে, উইকেটে গিয়েই স্বাধীনভাবে ব্যাটিং করেছে, কিছু দৃষ্টিনন্দন শট, কিছু উদ্ভাবনী শট খেলেছে- বাংলাদেশের জন্য যা খুব ভালো ছিল।
ক্যাম্পার যোগ করেন, ‘সে আমাদের চাপে ফেলে দিয়েছিল। দুই ম্যাচে সে এটি করল। সে অবশ্যই বাংলাদেশের জন্য অনেক বড় ক্রিকেটার। আশা করি, এখান থেকে ঘুরে দাঁড়িয়ে তার স্কিলের সঙ্গে লড়াই করার পথ খুঁজে পাব।’
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুশফিকুর রহিম গড়েছেন দুই রেকর্ড। প্রথমে নিজের ওয়ানডে ক্যারিয়ারে প্রবেশ করেছেন ৭হাজার রানের এলিট ক্লাবে। এরপর ব্যাট হাতে হয়ে উঠেন ভয়ংকর, তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্রুততম সেঞ্চুরি। অবশ্য মুশফিকের ৬০ বলের এই সেঞ্চুরি বাংলাদেশের ওয়ানডে ইতিহাসেও দ্রুততম।
আয়ারল্যান্ডের বিপক্ষে মুশফিকের এমন সেঞ্চুরির পর দলটির অলরাউন্ডার কার্টিস ক্যাম্পারের কণ্ঠেও মুশফিকের প্রশংসা ঝরেছে। আইরিশদের হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন ক্যাম্পার। সেখানে মুশফিকের ইনিংসকে তিনি ইমপ্যাক্টফুল ইনিংস হিসেবে উল্লেখ্য করেছেন।
এ সময় ক্যাম্পার বলেন, ‘আমার মতে, (মুশফিকের ইনিংস বর্ণনা করার জন্য) সঠিক শব্দটা হবে খুবই ইমপ্যাক্টফুল ইনিংস। সে ক্লাস ক্রিকেটার। সে দেখিয়েছে কেন সে এত দিন ধরে এত ভালো করছে। সে যেভাবে প্রভাব বিস্তার করেছে, উইকেটে গিয়েই স্বাধীনভাবে ব্যাটিং করেছে, কিছু দৃষ্টিনন্দন শট, কিছু উদ্ভাবনী শট খেলেছে- বাংলাদেশের জন্য যা খুব ভালো ছিল।
ক্যাম্পার যোগ করেন, ‘সে আমাদের চাপে ফেলে দিয়েছিল। দুই ম্যাচে সে এটি করল। সে অবশ্যই বাংলাদেশের জন্য অনেক বড় ক্রিকেটার। আশা করি, এখান থেকে ঘুরে দাঁড়িয়ে তার স্কিলের সঙ্গে লড়াই করার পথ খুঁজে পাব।’