alt

উপ-সম্পাদকীয়

সম্পর্কের জটিলতা ও আত্মহত্যা

সাদিকুর সাদিক

: সোমবার, ২৫ মার্চ ২০২৪

আমাদের দেশে আত্মহত্যার প্রধান কারণগুলোর মধ্যে পরিবার, প্রিয়জনদের সঙ্গে সম্পর্কের জটিলতা ও কলহ অন্যতম। সামাজিক জীব হিসেবে মানুষকে একে অপরের সঙ্গে যেকোনোভাবে, যেকোনো কারণে প্রয়োজন হতে পারে। তাদের প্রতি নির্ভরতা তৈরি হওয়ার ফলে সম্পর্ক রেখেই চলতে হয়। এভাবেই সম্পর্ক হয় আত্মার সঙ্গে আত্মার মেলবন্ধনে তৈরি হওয়া আত্মীয়দের সঙ্গে, নিজের শুভাকাক্সক্ষীদের সঙ্গে, ক্লাসমেট বন্ধু-বান্ধবী, প্রিয়জনসহ নিজের আশপাশে অবস্থান করা মানুষদের সঙ্গে। জটিলতা শব্দটিই বলে দেয়, সম্পর্ক স্বাভাবিক সৌন্দর্য ও আন্তরিকতা অভাব দেখা দিয়েছে। সম্পর্কের জটিলতা বলতে সম্পর্ক রাখাটাকে কঠিন করে ফেলাকেই বোঝায়।

প্রতিটা মানুষের চলাফেরার এক বা একাধিক নির্দিষ্ট সার্কেল থাকে যা তার ব্যক্তি ও সামাজিক জীবনে প্রভাব ফেলে। সেই সার্কেলে থাকা সদস্যদের প্রভাবতাকে নিজের মন-মানসিকতাকে অনেকটাই নিয়ন্ত্রণ করেÑ হোক তা নেতিবাচকভাবে বা ইতিবাচকভাবে। এই সার্কেলে হয়তো কাউকে ইচ্ছামতো যুক্ত করি বা সেখানে বসবাস, পড়াশোনা বা চাকরির সুবাদে নিজেই যুক্ত হই। বিভিন্ন রকম দায়বদ্ধতা থেকেই তাদের সঙ্গে সম্পর্ক, ভাবের আদান-প্রদান হয়। আমরা যখন কোনো একটা পরিবেশের মানুষের সঙ্গে ওঠাবসা করিÑ স্বভাবতই তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হয় কেননা তাদের সঙ্গে একে অপরের প্রয়োজনে কাছে রাখতেই হয় অথবা তাদের পাশে থাকতেই হয়। তাদের চিন্তাধারা ও আচরণ আমাদের প্রভাবিত করে। এই প্রভাবটা যদি নেতবাচক হয় তাহলেই সম্পর্কের জটিলতা তৈরি হয়। এজন্য সবসময় ইতিবাচক দৃষ্টিভঙ্গিসম্পন্ন মানুষের সঙ্গে সম্পর্কের জটিলতা কমিয়ে দেয়। তাদের সঙ্গে সুসম্পর্ক রাখা সহজ হয়।

বন্ধু বা শুভাকাক্সক্ষী সার্কেলের প্রত্যেকের সঙ্গে সুসম্পর্ক সহজে রাখতে পারাতেই নিজেদের কমফোর্ট জোন হিসেবে মনে হয়। কিন্তু নিজেকে ভালো রাখার জন্য কমফোর্ট জোনের ওপর নির্ভর করাটা অনেক সময় অনুচিত হয়ে যায় কেননা এই কমফোর্ট জোনের কারোর সঙ্গে মনোমালিন্য অনেক সময় ব্যক্তিভেদে মানসিক অশান্তির কারণ হয়। কমফোর্ট জোনের সবাইকেই অন্যের দৃষ্টিভঙ্গি, আদর্শ, আত্মসম্মানবোধ ও মনমেজাজের মতো স্পর্শকাতর বিষয় খেয়াল না রেখে হাসি-তামাসা, ঠাট্টা করা বেশির ভাগ সময় অনেক ভালো সম্পর্কগুলোকেও জটিল করে তোলে। এই জটিলতা থেকেই অনেক সময় সম্পর্ক বিষাক্ত হতে শুরু করে।

প্রিয়জনদের সঙ্গে কথোপকথনের মধ্যেই সম্পর্কের গভীরতা বুঝা যায়। আবার কথার মাধ্যমেই সম্পর্ক জটিল করা যায় খুব সহজেই। মুখের ভাষার মাধুর্যতাই ভালো সম্পর্কের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। নিজের ভদ্রতা, শিষ্টাচার, আনুগত্য, নমনীয়তা প্রকাশের অন্যতম মাধ্যম হলোÑ কথা, স্বর বা শব্দচয়ন। এর অল্প একটু হেরফের অনেক বড় ঝামেলার সৃষ্টি করে। এই কথা ও কাজের মিল রাখাটাও কথার গ্রহণযোগ্যতা প্রমাণ করে। এ দিকটাই বিশেষ নজর দেয়া জরুরি।

সম্পর্ক জটিল করার পেছনে আমাদের নৈতিক চরিত্রের ভূমিকা অনেক বেশি। নিজের আত্মীয় বা বন্ধু সার্কেলে নৈতিকতার অবক্ষয়জনিত বিষয় থাকলে তা সম্পর্ক অবনতির কারণ হয়। এমন অবক্ষয় সম্পর্কের মধুরতা নষ্ট করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া তথাকথিতা আবেগি প্রেমকাহিনী, বন্ধুত্বের কাহিনী দ্বারা প্রভাবিত হয়ে অনেক সময় আমাদের অন্যের প্রতি প্রত্যাশা বেড়ে যায়। এর সঙ্গে বাস্তবতার মিল খুঁজতে গিয়েও নিজের প্রত্যাশা বাড়িয়ে আশানুরূপ প্রতিক্রিয়া না পেয়েও হতাশায় ভুগে থাকে। কথা কাজে মিল না রাখা, লেনদেন এ স্বচ্ছতা না রাখা, আশপাশের মানুষের অধিকারের প্রতি সচেতন না থাকলেও অধস্তন মানুষের সঙ্গে সম্পর্ক টানাপড়েন হয়।

সম্পর্কে ধৈর্যের গুরুত্ব আমরা ভুলতে বসেছি। একে অপরের সঙ্গে সম্পর্ক রাখতে যদি খুব বেশি পরিশ্রম করা লাগে তাহলেই একসময় হয়ত ধৈর্যের বাধ ভেঙে তিক্ত অভিজ্ঞতার সূচনা হয়। এই তিক্ত অভিজ্ঞতায় সম্পর্ককে জটিল করে। আমরা কারো প্রতি অভিযোগ করাটাকেও সবসময় একমাত্র সমাধান ভেবে ভুল করি। অধিকাংশ সম্পর্ক অবশ্যই ধৈর্যের ওপর ভিত্তি করেই টিকে থাকে। কখনো কখনো ধৈর্য ধারণ করে, মেনে নিয়ে বা মানিয়ে নিয়েই সব সম্পর্ককে সহজ করতে হয়। অনেক সময় যোগাযোগের ভাষা এবং যোগাযোগের সুযোগ কাজে লাগানো সম্পর্কে প্রভাব ফেলে। খুব গোমরামুখো বা চাপা স্বভাবের মানুষের সঙ্গে যোগাযোগ সহজ না বিধায় তাদের বুঝে উঠতে পারাটা কঠিন। তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠাও কঠিন হয়। সেক্ষেত্রে পরিমিত ভাবের প্রকাশ এই অসুবিধা দূর করতে পারে।

নিজের দায়িত্ব অবহেলার মাধ্যমেও আমরা নিজেদের সম্পর্ককে জটিল করে ফেলি। সবাই সবার দায়িত্ব যথাযথভাবে পালন করবেÑ যেটা খুব সাধারণ একটা প্রত্যাশা। সার্কেল, পরিবারে নিজেদের দায়িত্ব সঠিকভাব পালন না করলে অন্যের অভিযোগ জমা হয়। কেউ অভিযোগ প্রকাশ করলে তা মেনে নেয়ার মতো সৎ সাহসের অভাবে সম্পর্কে তিক্ততা শুরু হয়। কখনো আবার অযৌক্তিক অভিযোগের কারণেও পরিবেশ অশান্ত হয়ে যায়।

সম্পর্কের জটিলতা কমাতে হলে সম্পর্কটা নিজের সমান সামাজিক স্ট্যাটাস রয়েছে এমন মানুষদের সঙ্গে সম্পর্কে করাটাই ভালো। যদি সামাজিক অবস্থানের তারতম্য হয় তাহলে তাদের দৃষ্টিভঙ্গির দিকটাও বিশেষভাবে জেনে সম্পর্কে জড়ানো উচিত। এলাকাভেদে সামাজিক রীতিনীতি একটু পার্থক্য থাকলেও সেটা অবশ্যই বিবেচনায় রেখেই সম্পর্ক রক্ষার কথা ভাবতে হবে।

সম্পর্ককে গুরুত্ব দেয়াটা খুব জরুরি। সম্পর্কের গুরুত্বের কথা বিবেচনা করেই উভয়ের আপত্তিকর বিষয়গুলো এড়িয়ে চলতে হবে। সেক্ষেত্রে আপত্তির বিষয়গুলো অনেক কম এবং স্পষ্ট হওয়াটাই শ্রেয়। নিকটাত্মীয়, প্রিয়জন বা বন্ধুÑ সবার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে যদি অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় মেনটেইন করা লাগে তাহলে সেই সম্পর্কটা দিনে দিনে বোঝা হতে শুরু করে। যাদের ব্যক্তিত্ব পছন্দ-অপছন্দের বিষয়ে খুব বেশি প্রতিক্রিয়াশীল হয় সাধারণত তাদের সঙ্গে সম্পর্ক মধুর করাটা বেশ কষ্টসাধ্য। খুব অল্পতেই অপর কেউ কিছু মনে করল কিনা, কষ্ট পেল কিনা, ভুল বুঝল কিনাÑ প্রশ্নগুলো সম্পর্ককে জটিল করে তোলে। অনেক সময় সরাসরি অভিযোগ না দিয়ে পরোক্ষভাবে তার সমাধান করা যায় কিনা ভাবতে হয়। অভিযোগের পাহাড় জমানোর আগে সেগুলোর যৌক্তিকতা অবশ্যই যাচাই-বাছাই করে দেখা উচিত।

সব সম্পর্কেই ছাড় দেয়ার মানসিকতা থাকাটা খুবই জরুরি। একে অপরের ছাড় দেয়ার বিষয়গুলোর মধ্যে যত ভালো বোঝাপড়া সে সম্পর্কগুলো তত মধুর স্মৃতি জমা করে। শুধু অন্যের ছাড় দেয়ার অপেক্ষায় থাকলেই হবে না, অনেক সময় সম্পর্কের গুরুত্ব অনুভব করে নিজেকেই ছাড় দেয়ার মানসিকতা তৈরি করতে হবে। এই বিষয়ে একে অপরের প্রতিযোগী হলেও দোষের কিছু নেই।

অপরের মতামত ও মনস্তাত্ত্বিক বিষয়কে গুরুত্ব দেয়া খুব জরুরি। অন্যের আবেগ, ভালোবাসা, ভালো লাগা, রাগ ও ঘৃণার তীব্রতা মাঝে মধ্যেই ওঠানামা করে এবং কমবেশি হয়। এর পেছনে যে সবসময় একটা উপযুক্ত বা বড় কারণ থাকবে বা থাকতেই হবে বিষয়টা সবসময় এমন না-ও হতে পারে। এই বাস্তবতাকে মেনে নিয়েই অন্যের আবেগ ভালোবাসা ও ভালো লাগার বিষয়বস্তুর প্রতি এক্সপেক্টেশন সবসময় একইরকম রাখা উচিত না। অন্যের পরিবেশ পরিস্থিতি বুঝে নিজের এক্সপেকটেশনেরও সে অনুযায়ী লাগাম টানাটাই সবথেকে ভালো। বিষয়টা সবসময় সব ক্ষেত্রে মনে রাখাটা মানসিকভাবে অনেক ভালো থাকার কারণ।

সব থেকে বড় বিষয় উপরিউক্ত সবকিছুর মধ্যে একটা ভারসাম্য রাখা। উক্ত বিষয়গুলোর অভাব বা তার অতিরিক্ততার কারণে ভারসাম্য নষ্টই মূলত যাবতীয় জটিলতার জন্ম দেয়। অনেক সময় আমরা ভুলেই যায় যে আমাদের চারপাশের মানুষেরদের সঙ্গে সম্পর্কের অবস্থান অবশ্যই একটা মধ্যম পর্যায়ে রাখতেÑ অন্যথায় সময়ের পরিক্রমায় ভারসাম্য নষ্ট হবে। নিজেদের চারপাশের মানুষদের সঙ্গে সম্পর্কগুলোকে সহজ করার মাধ্যমেই আত্মহত্যা, একাকিত্ব, মানসিক অশান্তির মতো নীরব সামাজিক ব্যাধি অনেকাংশেই কমে যাবে বলে মনে করি। যদি সবাই একটু নিজের মতো করে উপলব্ধি করে সম্পর্কের জটিলতা কমাতে পদক্ষেপ নিইÑ তাহলেই একটি সুখী সমাজ, পরিবার, সর্বোপরি দেশ গঠনে বিশেষভাবে ভূমিকা রাখা সম্ভব হবে।

[লেখক : সাইকোসোশ্যাল সাপোর্টার, ইবি মনোবাতায়ন, ইসলামী বিশ্ববিদ্যালয়]

অতীতের ছায়ায় নতুন বাংলাদেশ : দুর্নীতি, উগ্রপন্থা ও সরকারের দায়

সাইবার নিরাপত্তা : অদৃশ্য যুদ্ধের সামনে আমাদের প্রস্তুতি

ছবি

বাহান্নর গর্ভে জন্ম নেয়া এক ঝড়ের পাখি

প্রবাসী শ্রমিক : অর্থের যন্ত্র নয়, রাষ্ট্রের সহযোদ্ধা

রানা প্লাজা ট্র্যাজেডির এক যুগ

ভোগবাদের বিরুদ্ধে পোপ ফ্রান্সিসের জলবায়ু বার্তা

রম্যগদ্য : হাসি নিষেধ...

পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন : দাবি ও সমাধানের পথ

সিরিয়ার পতন কিভাবে আমেরিকার স্বার্থকে হুমকিতে ফেলছে

পরিবারতত্ত্ব ও পরিবারতন্ত্র : বিকল্প রাষ্ট্রচিন্তার সন্ধানে

বিশ্ব ধরিত্রী দিবস

স্নায়ুরোগ চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন জরুরি

জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য প্রভাব ও করণীয়

শাসনব্যবস্থা : জনগণের প্রত্যাশা ও বাস্তবতার দ্বন্দ্ব

বয়নামা দলিল কখন স্বত্বের দলিল হিসেবে পরিগণিত হয়?

বর্ষার আগেই নদীভাঙনের আতঙ্কে উপকূলবাসী

ছবি

ভূমিকম্প ঝুঁকিতে দেশ : মোকাবিলায় প্রস্তুতি প্রয়োজন

‘রিসেটের’ পরাকৌশল কী হওয়া প্রয়োজন

প্রসঙ্গ : জাতীয় বাজেট

ব্রুনোর শ্মশান মঞ্চ

দুর্নীতির অবিশ্বাস্য খতিয়ান

সাম্য, ন্যায়বিচার, সুশাসন, বহুত্ববাদ : সবকা সাথ্ সবকা বিকাশ!

পশ্চিমবঙ্গে ভয়াবহ সংকটে ধর্মনিরপেক্ষতা

পেশাগত দায় ও নৈতিকতা

বিনোদনের রূপান্তর : সংস্কৃতির সংকোচন ও নতুন পথ

রম্যগদ্য : ‘চোর চাই, চোর...’

শুভ-অশুভ বলে কিছু কি আছে

পহেলা বৈশাখের সঙ্গে মিশে আছে কৃষি ও কৃষক

বাংলাদেশে ঘটনা অঘটন: প্রায় সবক্ষেত্রেই ইস্যু নির্বাচন

ছবি

নববর্ষ বাঙালি সংস্কৃতির বৈচিত্র্য ও বহুত্ববাদ

বৈসাবি : সম্মিলনের জাতীয় উৎসব

সংকট ও সংক্রান্তির শক্তি

ছবি

গাজার অশ্রু : ইসরায়েলের বর্বরতা ও বিশ্বের নীরবতা

দেশের কৃষি অর্থনীতির নীরব নায়িকারা

বহুমাত্রিক দ্বন্দ্বের ফেরে বিএনপি ও এনসিপি

ফৌজদারি মামলায় অপরাধের আলামত উদ্ধারে আইন মানতে বাধা কোথায়?

tab

উপ-সম্পাদকীয়

সম্পর্কের জটিলতা ও আত্মহত্যা

সাদিকুর সাদিক

সোমবার, ২৫ মার্চ ২০২৪

আমাদের দেশে আত্মহত্যার প্রধান কারণগুলোর মধ্যে পরিবার, প্রিয়জনদের সঙ্গে সম্পর্কের জটিলতা ও কলহ অন্যতম। সামাজিক জীব হিসেবে মানুষকে একে অপরের সঙ্গে যেকোনোভাবে, যেকোনো কারণে প্রয়োজন হতে পারে। তাদের প্রতি নির্ভরতা তৈরি হওয়ার ফলে সম্পর্ক রেখেই চলতে হয়। এভাবেই সম্পর্ক হয় আত্মার সঙ্গে আত্মার মেলবন্ধনে তৈরি হওয়া আত্মীয়দের সঙ্গে, নিজের শুভাকাক্সক্ষীদের সঙ্গে, ক্লাসমেট বন্ধু-বান্ধবী, প্রিয়জনসহ নিজের আশপাশে অবস্থান করা মানুষদের সঙ্গে। জটিলতা শব্দটিই বলে দেয়, সম্পর্ক স্বাভাবিক সৌন্দর্য ও আন্তরিকতা অভাব দেখা দিয়েছে। সম্পর্কের জটিলতা বলতে সম্পর্ক রাখাটাকে কঠিন করে ফেলাকেই বোঝায়।

প্রতিটা মানুষের চলাফেরার এক বা একাধিক নির্দিষ্ট সার্কেল থাকে যা তার ব্যক্তি ও সামাজিক জীবনে প্রভাব ফেলে। সেই সার্কেলে থাকা সদস্যদের প্রভাবতাকে নিজের মন-মানসিকতাকে অনেকটাই নিয়ন্ত্রণ করেÑ হোক তা নেতিবাচকভাবে বা ইতিবাচকভাবে। এই সার্কেলে হয়তো কাউকে ইচ্ছামতো যুক্ত করি বা সেখানে বসবাস, পড়াশোনা বা চাকরির সুবাদে নিজেই যুক্ত হই। বিভিন্ন রকম দায়বদ্ধতা থেকেই তাদের সঙ্গে সম্পর্ক, ভাবের আদান-প্রদান হয়। আমরা যখন কোনো একটা পরিবেশের মানুষের সঙ্গে ওঠাবসা করিÑ স্বভাবতই তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হয় কেননা তাদের সঙ্গে একে অপরের প্রয়োজনে কাছে রাখতেই হয় অথবা তাদের পাশে থাকতেই হয়। তাদের চিন্তাধারা ও আচরণ আমাদের প্রভাবিত করে। এই প্রভাবটা যদি নেতবাচক হয় তাহলেই সম্পর্কের জটিলতা তৈরি হয়। এজন্য সবসময় ইতিবাচক দৃষ্টিভঙ্গিসম্পন্ন মানুষের সঙ্গে সম্পর্কের জটিলতা কমিয়ে দেয়। তাদের সঙ্গে সুসম্পর্ক রাখা সহজ হয়।

বন্ধু বা শুভাকাক্সক্ষী সার্কেলের প্রত্যেকের সঙ্গে সুসম্পর্ক সহজে রাখতে পারাতেই নিজেদের কমফোর্ট জোন হিসেবে মনে হয়। কিন্তু নিজেকে ভালো রাখার জন্য কমফোর্ট জোনের ওপর নির্ভর করাটা অনেক সময় অনুচিত হয়ে যায় কেননা এই কমফোর্ট জোনের কারোর সঙ্গে মনোমালিন্য অনেক সময় ব্যক্তিভেদে মানসিক অশান্তির কারণ হয়। কমফোর্ট জোনের সবাইকেই অন্যের দৃষ্টিভঙ্গি, আদর্শ, আত্মসম্মানবোধ ও মনমেজাজের মতো স্পর্শকাতর বিষয় খেয়াল না রেখে হাসি-তামাসা, ঠাট্টা করা বেশির ভাগ সময় অনেক ভালো সম্পর্কগুলোকেও জটিল করে তোলে। এই জটিলতা থেকেই অনেক সময় সম্পর্ক বিষাক্ত হতে শুরু করে।

প্রিয়জনদের সঙ্গে কথোপকথনের মধ্যেই সম্পর্কের গভীরতা বুঝা যায়। আবার কথার মাধ্যমেই সম্পর্ক জটিল করা যায় খুব সহজেই। মুখের ভাষার মাধুর্যতাই ভালো সম্পর্কের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। নিজের ভদ্রতা, শিষ্টাচার, আনুগত্য, নমনীয়তা প্রকাশের অন্যতম মাধ্যম হলোÑ কথা, স্বর বা শব্দচয়ন। এর অল্প একটু হেরফের অনেক বড় ঝামেলার সৃষ্টি করে। এই কথা ও কাজের মিল রাখাটাও কথার গ্রহণযোগ্যতা প্রমাণ করে। এ দিকটাই বিশেষ নজর দেয়া জরুরি।

সম্পর্ক জটিল করার পেছনে আমাদের নৈতিক চরিত্রের ভূমিকা অনেক বেশি। নিজের আত্মীয় বা বন্ধু সার্কেলে নৈতিকতার অবক্ষয়জনিত বিষয় থাকলে তা সম্পর্ক অবনতির কারণ হয়। এমন অবক্ষয় সম্পর্কের মধুরতা নষ্ট করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া তথাকথিতা আবেগি প্রেমকাহিনী, বন্ধুত্বের কাহিনী দ্বারা প্রভাবিত হয়ে অনেক সময় আমাদের অন্যের প্রতি প্রত্যাশা বেড়ে যায়। এর সঙ্গে বাস্তবতার মিল খুঁজতে গিয়েও নিজের প্রত্যাশা বাড়িয়ে আশানুরূপ প্রতিক্রিয়া না পেয়েও হতাশায় ভুগে থাকে। কথা কাজে মিল না রাখা, লেনদেন এ স্বচ্ছতা না রাখা, আশপাশের মানুষের অধিকারের প্রতি সচেতন না থাকলেও অধস্তন মানুষের সঙ্গে সম্পর্ক টানাপড়েন হয়।

সম্পর্কে ধৈর্যের গুরুত্ব আমরা ভুলতে বসেছি। একে অপরের সঙ্গে সম্পর্ক রাখতে যদি খুব বেশি পরিশ্রম করা লাগে তাহলেই একসময় হয়ত ধৈর্যের বাধ ভেঙে তিক্ত অভিজ্ঞতার সূচনা হয়। এই তিক্ত অভিজ্ঞতায় সম্পর্ককে জটিল করে। আমরা কারো প্রতি অভিযোগ করাটাকেও সবসময় একমাত্র সমাধান ভেবে ভুল করি। অধিকাংশ সম্পর্ক অবশ্যই ধৈর্যের ওপর ভিত্তি করেই টিকে থাকে। কখনো কখনো ধৈর্য ধারণ করে, মেনে নিয়ে বা মানিয়ে নিয়েই সব সম্পর্ককে সহজ করতে হয়। অনেক সময় যোগাযোগের ভাষা এবং যোগাযোগের সুযোগ কাজে লাগানো সম্পর্কে প্রভাব ফেলে। খুব গোমরামুখো বা চাপা স্বভাবের মানুষের সঙ্গে যোগাযোগ সহজ না বিধায় তাদের বুঝে উঠতে পারাটা কঠিন। তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠাও কঠিন হয়। সেক্ষেত্রে পরিমিত ভাবের প্রকাশ এই অসুবিধা দূর করতে পারে।

নিজের দায়িত্ব অবহেলার মাধ্যমেও আমরা নিজেদের সম্পর্ককে জটিল করে ফেলি। সবাই সবার দায়িত্ব যথাযথভাবে পালন করবেÑ যেটা খুব সাধারণ একটা প্রত্যাশা। সার্কেল, পরিবারে নিজেদের দায়িত্ব সঠিকভাব পালন না করলে অন্যের অভিযোগ জমা হয়। কেউ অভিযোগ প্রকাশ করলে তা মেনে নেয়ার মতো সৎ সাহসের অভাবে সম্পর্কে তিক্ততা শুরু হয়। কখনো আবার অযৌক্তিক অভিযোগের কারণেও পরিবেশ অশান্ত হয়ে যায়।

সম্পর্কের জটিলতা কমাতে হলে সম্পর্কটা নিজের সমান সামাজিক স্ট্যাটাস রয়েছে এমন মানুষদের সঙ্গে সম্পর্কে করাটাই ভালো। যদি সামাজিক অবস্থানের তারতম্য হয় তাহলে তাদের দৃষ্টিভঙ্গির দিকটাও বিশেষভাবে জেনে সম্পর্কে জড়ানো উচিত। এলাকাভেদে সামাজিক রীতিনীতি একটু পার্থক্য থাকলেও সেটা অবশ্যই বিবেচনায় রেখেই সম্পর্ক রক্ষার কথা ভাবতে হবে।

সম্পর্ককে গুরুত্ব দেয়াটা খুব জরুরি। সম্পর্কের গুরুত্বের কথা বিবেচনা করেই উভয়ের আপত্তিকর বিষয়গুলো এড়িয়ে চলতে হবে। সেক্ষেত্রে আপত্তির বিষয়গুলো অনেক কম এবং স্পষ্ট হওয়াটাই শ্রেয়। নিকটাত্মীয়, প্রিয়জন বা বন্ধুÑ সবার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে যদি অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় মেনটেইন করা লাগে তাহলে সেই সম্পর্কটা দিনে দিনে বোঝা হতে শুরু করে। যাদের ব্যক্তিত্ব পছন্দ-অপছন্দের বিষয়ে খুব বেশি প্রতিক্রিয়াশীল হয় সাধারণত তাদের সঙ্গে সম্পর্ক মধুর করাটা বেশ কষ্টসাধ্য। খুব অল্পতেই অপর কেউ কিছু মনে করল কিনা, কষ্ট পেল কিনা, ভুল বুঝল কিনাÑ প্রশ্নগুলো সম্পর্ককে জটিল করে তোলে। অনেক সময় সরাসরি অভিযোগ না দিয়ে পরোক্ষভাবে তার সমাধান করা যায় কিনা ভাবতে হয়। অভিযোগের পাহাড় জমানোর আগে সেগুলোর যৌক্তিকতা অবশ্যই যাচাই-বাছাই করে দেখা উচিত।

সব সম্পর্কেই ছাড় দেয়ার মানসিকতা থাকাটা খুবই জরুরি। একে অপরের ছাড় দেয়ার বিষয়গুলোর মধ্যে যত ভালো বোঝাপড়া সে সম্পর্কগুলো তত মধুর স্মৃতি জমা করে। শুধু অন্যের ছাড় দেয়ার অপেক্ষায় থাকলেই হবে না, অনেক সময় সম্পর্কের গুরুত্ব অনুভব করে নিজেকেই ছাড় দেয়ার মানসিকতা তৈরি করতে হবে। এই বিষয়ে একে অপরের প্রতিযোগী হলেও দোষের কিছু নেই।

অপরের মতামত ও মনস্তাত্ত্বিক বিষয়কে গুরুত্ব দেয়া খুব জরুরি। অন্যের আবেগ, ভালোবাসা, ভালো লাগা, রাগ ও ঘৃণার তীব্রতা মাঝে মধ্যেই ওঠানামা করে এবং কমবেশি হয়। এর পেছনে যে সবসময় একটা উপযুক্ত বা বড় কারণ থাকবে বা থাকতেই হবে বিষয়টা সবসময় এমন না-ও হতে পারে। এই বাস্তবতাকে মেনে নিয়েই অন্যের আবেগ ভালোবাসা ও ভালো লাগার বিষয়বস্তুর প্রতি এক্সপেক্টেশন সবসময় একইরকম রাখা উচিত না। অন্যের পরিবেশ পরিস্থিতি বুঝে নিজের এক্সপেকটেশনেরও সে অনুযায়ী লাগাম টানাটাই সবথেকে ভালো। বিষয়টা সবসময় সব ক্ষেত্রে মনে রাখাটা মানসিকভাবে অনেক ভালো থাকার কারণ।

সব থেকে বড় বিষয় উপরিউক্ত সবকিছুর মধ্যে একটা ভারসাম্য রাখা। উক্ত বিষয়গুলোর অভাব বা তার অতিরিক্ততার কারণে ভারসাম্য নষ্টই মূলত যাবতীয় জটিলতার জন্ম দেয়। অনেক সময় আমরা ভুলেই যায় যে আমাদের চারপাশের মানুষেরদের সঙ্গে সম্পর্কের অবস্থান অবশ্যই একটা মধ্যম পর্যায়ে রাখতেÑ অন্যথায় সময়ের পরিক্রমায় ভারসাম্য নষ্ট হবে। নিজেদের চারপাশের মানুষদের সঙ্গে সম্পর্কগুলোকে সহজ করার মাধ্যমেই আত্মহত্যা, একাকিত্ব, মানসিক অশান্তির মতো নীরব সামাজিক ব্যাধি অনেকাংশেই কমে যাবে বলে মনে করি। যদি সবাই একটু নিজের মতো করে উপলব্ধি করে সম্পর্কের জটিলতা কমাতে পদক্ষেপ নিইÑ তাহলেই একটি সুখী সমাজ, পরিবার, সর্বোপরি দেশ গঠনে বিশেষভাবে ভূমিকা রাখা সম্ভব হবে।

[লেখক : সাইকোসোশ্যাল সাপোর্টার, ইবি মনোবাতায়ন, ইসলামী বিশ্ববিদ্যালয়]

back to top