alt

উপ-সম্পাদকীয়

বাইডেন কি দলে বোঝা হয়ে যাচ্ছেন?

শিতাংশু গুহ

: বুধবার, ১০ জুলাই ২০২৪
image

ওয়াশিন্টন পোস্ট গত রোববার সন্ধ্যায় জানিয়েছে যে, চারজন ডেমক্রেট কংগ্রেসম্যান নীরবে প্রেসিডেন্ট জো বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তারা হচ্ছেনÑ নিউইয়র্কের জেরি নাডলার ও জোসেফ মোরেলি; ক্যালিফোর্নিয়ার মার্ক তাকানো এবং ওয়াশিংটনের এডাম স্মিথ। এর আগে টেক্সাসের লয়েড ডগেট, আরিজোনার রাউল গ্রিজালভা ও মিনেসোটার কংগ্রেসওমেন এনজি ক্রেগ প্রকাশ্যেই বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। এবিসি নিউজকে বাইডেন বলেছেন, কেবল ঈশ্বরের নির্দেশেই আমি সরে যেতে পারি। বাইডেন কি তার নিজ দল ডেমক্রেট পার্টিতে বোঝা হয়ে যাচ্ছেন?

ডেমক্রেটদের মধ্যে আতঙ্ক কমেনি। দ্য গার্ডিয়ান পত্রিকা গত শনিবার বলেছে, ডেমক্রেটরা বৈঠকে বসছেন। এখন পর্যন্ত অর্ধডজন কংগ্রেসম্যান বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। ওয়াসিংটন পোস্ট বলছে যে, ভার্জিনিয়ার সিনেটর মার্ক ওয়ার্নার সতীর্থ সিনেটরদের সঙ্গে কথা বলছেন এবং তারা একত্রে বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানাতে পারেন। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি নির্বাচনী রেসে আছেন, শেষ পর্যন্ত থাকছেন। সতীর্থ ডেমক্রেটদের তিনি আরও বলছেন যে, তিনি জানেন তাকে ভালো করতে হবে এবং প্রমাণ করতে হবে যে ‘তিনি ফিট’।

বাইডেনের সঙ্গে যারা ঘনিষ্ঠভাবে কাজ করেন তারা গোপনে বলছেন, প্রেসিডেন্টের বয়সজনিত সমস্যাগুলো দ্রুত বাড়ছে। বাইডেনের ব্যক্তিগত ডাক্তার পার্কিনসন্স রোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছেন। টাইম ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাইডেন তার বয়সজনিত সমস্যা উড়িয়ে দিয়ে বলেন যে, তিনি জানেন কীভাবে সমস্যার মোকাবিলা করতে হয়। ওয়েস্ট ভার্জিনিয়ার অন্য সিনেটর জো মানচিন বিদ্রোহ করতে চেয়েছিলেন, বাইডেন শিবির তাকে নিবৃত করেছে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রকাশ্যে বাইডেনকে সমর্থন দিলেও এখন নিভৃতে ডেমক্রেটদের বলছেন, বাইডেনের অবস্থা এমনিতেই কাহিল, বিতর্কের পর তা শোচনীয় হয়ে পড়েছে।

দ্য ইন্ডিপেনডেন্স বলেছে, বাইডেন যদি শেষপর্যন্ত সরেই দাঁড়ান, তবে ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস-ই হবেন ডেমক্রেট প্রার্থী। বাইডেন শিবিরের মুখপাত্র সেথ শুস্টার ইন্ডিপেনডেন্সকে জানিয়েছেন যে, ‘নিশ্চিত থাকুন প্রেসিডেন্ট সরে দাঁড়াচ্ছেন না’। বাইডেন তার নির্বাচনী স্টাফদের বলেছেন, ‘আমি শেষপর্যন্ত লড়ব এবং আমরা জিতব।’

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নিউইয়র্ক টাইমস-সিয়েনা এবং ওয়ালস্ট্রিট জার্নাল রেজিস্টার্ড ভোটারদের মধ্যে দুটি জরিপ চালিয়ে বলেছে যে, বাইডেন আরও পিছিয়ে পড়ছেন। টাইমস-সিয়েনা বলেছে ট্রাম্প-বাইডেন ৪৯-৪১%, ওয়ালস্ট্রিট বলেছে ৪৮-৪১%। ১৫-১৮ জুলাই মিলওয়াকিতে রিপাবলিকান সম্মেলনের পর ব্যবধান আরও বেড়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।

সুপ্রিমকোর্ট সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে কিছুটা দায়মুক্তি দিলেও তিনি পুরোপুরি মুক্ত নন। বিচার বিভাগ বলেছে, তারা ট্রাম্পের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা চালিয়ে যাবে, এমনকি তিনি নির্বাচনে জয়ী হলেও তা চলবে। এদিকে নিউইয়র্ক আদালতে ট্রাম্পের সাজা ঘোষণা পিছিয়ে গিয়েছে, নতুন দিন ধার্য হয়েছে ১৮ সেপ্টেম্বর। আগামী সপ্তাহে ট্রাম্প রিপাবলিকান দলের আনুষ্ঠানিক প্রার্থী হচ্ছেন, আগস্ট মাসের ১৯ তারিখ শিকাগোতে ডেমক্রেট দলের সম্মেলন, ধারণা করা যায়, ওই পর্যন্ত বাইডেনকে নিয়ে দলে জল্পনা-কল্পনা চলতে থাকবে।

[লেখক : যুক্তরাষ্ট্র প্রবাসী]

জামাই মেলা : উৎসব, ঐতিহ্য ও কৃষ্টির রঙিন চিত্রপট

হারিয়ে যাওয়া ক্লাস, কঠোর মূল্যায়ন আর প্রশ্নের জটিলতায় নুয়ে পড়া এক প্রজন্ম

বৈষম্য দূর করে নতুন বাংলাদেশ গড়ে তুলুন

চিকিৎসা যেন বাণিজ্যের হাতিয়ারে পরিণত না হয়

পথশিশু ও বাংলাদেশে সামাজিক চুক্তির ব্যর্থতা

মেগা প্রকল্প : প্রশ্ন হওয়া উচিত স্বচ্ছতা নিয়ে

আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি

স্মার্ট দুর্যোগ ব্যবস্থাপনা : উপগ্রহ চিত্র ও ওয়েবসাইটের অপরিহার্যতা

ক্ষমতা ও জনপ্রশাসন : আমলাতন্ত্রের ছায়াতলে আমজনতা

জনসংখ্যা : সম্পদ না সংকট?

ব্রিকসে নতুন ভূ-রাজনৈতিক ব্যবস্থার উত্থান

রম্যগদ্য : ‘ল্যাংড়া-লুলা, আতুড়-পাতুড়’

আষাঢ়ী পূর্ণিমা : আত্মশুদ্ধির সাধনায় বুদ্ধের অনন্ত আলো

বদলে যাওয়া মাটিতে সাহসী বীজ : জলবায়ুর বিপরীতে বাংলাদেশের কৃষির অভিযোজনগাথা

ছবি

জুলাই অভ্যুত্থান-গাথা : ‘শিকলে নাহি দিব ধরা’

প্রাচীন যৌধেয় জাতি ও তাদের সাম্যবাদী শাসন

গণঅভ্যুত্থান-উত্তর ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন

টেকসই উন্নয়নের স্বপ্নপূরণে উপগ্রহ চিত্রই চাবিকাঠি

রাবার শিল্প : সংকট, করণীয় ও উত্তরণের দিশা

রম্যগদ্য : দুধ, দই, কলা...

ছবি

কোপার্নিকাস : আলো হয়ে জন্ম নেওয়া বৈপ্লবিক মতবাদের প্রবর্তক

জলবায়ু সংকটে মানবসভ্যতা

টেকসই অর্থনীতির জন্য চাই টেকসই ব্যাংকিং

ডিজিটাল দাসত্ব : মনোযোগ অর্থনীতি ও জ্ঞান পুঁজিবাদে তরুণ প্রজন্মের মননশীলতার অবক্ষয়

অন্তর্বর্তীকালীন সরকার : আস্থা ভঙ্গ ও জবাবদিহিতার সংকট

আসামি এখন নির্বাচন কমিশন

কোথায় হারাল একান্নবর্তী পরিবার?

এই শান্তি কি মহাঝড়ের পূর্বলক্ষণ?

মেগাসিটি : দারিদ্র্য যখন ‘অবাঞ্ছিত বর্জ্য’

ফলের রাজ্য পার্বত্য চট্টগ্রাম

ছবি

তৃতীয় শক্তির জন্য জায়গা খালি : বামপন্থীরা কি ঘুরে দাঁড়াতে পারে না

জমি আপনার, দখল অন্যের?

সিধু-কানু : ধ্বংসস্তূপের নিচেও জেগে আছে সাহস

ছবি

বাংলার অনন্য লোকসংস্কৃতি ও গণতান্ত্রিক চেতনা

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পান

তিন দিক থেকে স্বাস্থ্যঝুঁকি : করোনা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া

tab

উপ-সম্পাদকীয়

বাইডেন কি দলে বোঝা হয়ে যাচ্ছেন?

শিতাংশু গুহ

image

বুধবার, ১০ জুলাই ২০২৪

ওয়াশিন্টন পোস্ট গত রোববার সন্ধ্যায় জানিয়েছে যে, চারজন ডেমক্রেট কংগ্রেসম্যান নীরবে প্রেসিডেন্ট জো বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তারা হচ্ছেনÑ নিউইয়র্কের জেরি নাডলার ও জোসেফ মোরেলি; ক্যালিফোর্নিয়ার মার্ক তাকানো এবং ওয়াশিংটনের এডাম স্মিথ। এর আগে টেক্সাসের লয়েড ডগেট, আরিজোনার রাউল গ্রিজালভা ও মিনেসোটার কংগ্রেসওমেন এনজি ক্রেগ প্রকাশ্যেই বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। এবিসি নিউজকে বাইডেন বলেছেন, কেবল ঈশ্বরের নির্দেশেই আমি সরে যেতে পারি। বাইডেন কি তার নিজ দল ডেমক্রেট পার্টিতে বোঝা হয়ে যাচ্ছেন?

ডেমক্রেটদের মধ্যে আতঙ্ক কমেনি। দ্য গার্ডিয়ান পত্রিকা গত শনিবার বলেছে, ডেমক্রেটরা বৈঠকে বসছেন। এখন পর্যন্ত অর্ধডজন কংগ্রেসম্যান বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। ওয়াসিংটন পোস্ট বলছে যে, ভার্জিনিয়ার সিনেটর মার্ক ওয়ার্নার সতীর্থ সিনেটরদের সঙ্গে কথা বলছেন এবং তারা একত্রে বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানাতে পারেন। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি নির্বাচনী রেসে আছেন, শেষ পর্যন্ত থাকছেন। সতীর্থ ডেমক্রেটদের তিনি আরও বলছেন যে, তিনি জানেন তাকে ভালো করতে হবে এবং প্রমাণ করতে হবে যে ‘তিনি ফিট’।

বাইডেনের সঙ্গে যারা ঘনিষ্ঠভাবে কাজ করেন তারা গোপনে বলছেন, প্রেসিডেন্টের বয়সজনিত সমস্যাগুলো দ্রুত বাড়ছে। বাইডেনের ব্যক্তিগত ডাক্তার পার্কিনসন্স রোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছেন। টাইম ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাইডেন তার বয়সজনিত সমস্যা উড়িয়ে দিয়ে বলেন যে, তিনি জানেন কীভাবে সমস্যার মোকাবিলা করতে হয়। ওয়েস্ট ভার্জিনিয়ার অন্য সিনেটর জো মানচিন বিদ্রোহ করতে চেয়েছিলেন, বাইডেন শিবির তাকে নিবৃত করেছে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রকাশ্যে বাইডেনকে সমর্থন দিলেও এখন নিভৃতে ডেমক্রেটদের বলছেন, বাইডেনের অবস্থা এমনিতেই কাহিল, বিতর্কের পর তা শোচনীয় হয়ে পড়েছে।

দ্য ইন্ডিপেনডেন্স বলেছে, বাইডেন যদি শেষপর্যন্ত সরেই দাঁড়ান, তবে ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস-ই হবেন ডেমক্রেট প্রার্থী। বাইডেন শিবিরের মুখপাত্র সেথ শুস্টার ইন্ডিপেনডেন্সকে জানিয়েছেন যে, ‘নিশ্চিত থাকুন প্রেসিডেন্ট সরে দাঁড়াচ্ছেন না’। বাইডেন তার নির্বাচনী স্টাফদের বলেছেন, ‘আমি শেষপর্যন্ত লড়ব এবং আমরা জিতব।’

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নিউইয়র্ক টাইমস-সিয়েনা এবং ওয়ালস্ট্রিট জার্নাল রেজিস্টার্ড ভোটারদের মধ্যে দুটি জরিপ চালিয়ে বলেছে যে, বাইডেন আরও পিছিয়ে পড়ছেন। টাইমস-সিয়েনা বলেছে ট্রাম্প-বাইডেন ৪৯-৪১%, ওয়ালস্ট্রিট বলেছে ৪৮-৪১%। ১৫-১৮ জুলাই মিলওয়াকিতে রিপাবলিকান সম্মেলনের পর ব্যবধান আরও বেড়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।

সুপ্রিমকোর্ট সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে কিছুটা দায়মুক্তি দিলেও তিনি পুরোপুরি মুক্ত নন। বিচার বিভাগ বলেছে, তারা ট্রাম্পের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা চালিয়ে যাবে, এমনকি তিনি নির্বাচনে জয়ী হলেও তা চলবে। এদিকে নিউইয়র্ক আদালতে ট্রাম্পের সাজা ঘোষণা পিছিয়ে গিয়েছে, নতুন দিন ধার্য হয়েছে ১৮ সেপ্টেম্বর। আগামী সপ্তাহে ট্রাম্প রিপাবলিকান দলের আনুষ্ঠানিক প্রার্থী হচ্ছেন, আগস্ট মাসের ১৯ তারিখ শিকাগোতে ডেমক্রেট দলের সম্মেলন, ধারণা করা যায়, ওই পর্যন্ত বাইডেনকে নিয়ে দলে জল্পনা-কল্পনা চলতে থাকবে।

[লেখক : যুক্তরাষ্ট্র প্রবাসী]

back to top