alt

মতামত » উপ-সম্পাদকীয়

দেশ থেকে দুর্নীতি নির্মূল করতে হবে

কানন পুরকায়স্থ

: রোববার, ১১ আগস্ট ২০২৪

আমরা একটি পট পরিবর্তন লক্ষ্য করছি বাংলাদেশে। এর যেমন ভালো দিক আছে, তেমনি মন্দ দিকও আছে । ভালো মন্দের বিশ্লেষণে আপাতত যাচ্ছি না । পটের যখন পরিবর্তন হয়েছে তখন এই পরিবর্তনের ভেতর সর্বজনস্বীকৃত একটি সমৃদ্ধ বাংলাদেশ কীভাবে দেখা যায় তা নিয়েই ভাবছি ।

রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান এবং আন্দোলনকারী দলের যৌথ প্রয়াসে গঠিত হয়েছে এক অন্তর্র্বতীকালীন সরকার । এই সরকারে যারা কাজ করবেন তাদের দায়িত্ব অপরিসীম ।দায়িত্ব পালন ও নির্দেশ প্রদানে এর গ্রহণযোগ্যতা একটি উল্লেখযোগ্য বিষয় । উপদেষ্টারা নির্দেশ প্রদান করলেন কিন্তু জনগণ তা যদি এড়িয়ে যায়, তাহলে কোন কিছুই বাস্তবায়ন সম্ভব নয় । এক্ষেত্রে কিছু প্রস্তাব প্রাসঙ্গিক বলে মনে করি।

দুর্নীতিকে দেশ থেকে নির্মূল করতে হলে সমাজের প্রত্যেককে নিজ নিজ অবস্থানে থেকে দুর্নীতিমুক্ত হিসাবে প্রমাণ করতে হবে।

প্রথমতঃ অন্তর্র্বতীকালীন সরকারের যারা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন, তারা তাদের ব্যাংক হিসাব ,সম্পত্তির তালিকা, কোন সংগঠনের সদস্য কিনা, থাকলে তার তালিকা এবং কোন রাজনৈতিক সংগঠনের সদস্য কিনা অথবা সমর্থন করেন কিনা তা প্রকাশ করবেন এবং তাদের এই তথ্য পাবলিক রেকর্ড হিসেবে গণ্য হবে । উল্লেখ্য আমি যুক্তরাজ্যে যখন নির্বাচনের মাধ্যমে কাউন্সিলর হিসেবে নিয়োগ পেয়েছিলাম ২০১১ সালে , তখন আমাকে এই সমস্ত তথ্য প্রকাশ করতে হয়েছিল । এই তথ্যের কোন ব্যত্যয় পরবর্তীকালে দেখা গেলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয় ।

দ্বিতীয়তঃ স্বাধীনতার সাথে সম্পৃক্ত স্থাপনা , ভাস্কর্য ইত্যাদি ধ্বংসের সাথে সম্পৃক্ত ছিল যারা, সে ছাত্র বা অছাত্র যেই হোক না কেন তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে । কারণ বাংলাদেশের স্বাধীনতার সাথে সম্পৃক্ত স্থাপনাকে যারা ধ্বংস করে , তারা মূলত বাংলাদেশ নামক দেশটিকে অস্বীকার করে ।

তৃতীয়তঃ যারা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন তাদের মধ্যে অনেকেরই আঞ্চলিক বা আন্তর্জাতিক কূটনৈতিক বিষয়ে দক্ষতা নেই । এ বিষয়ে যোগ্য ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ প্রয়োজন । প্রতিবেশী দেশসমূহের সাথে সুসম্পর্ক রক্ষা করতে না পারলে ভূরাজনৈতিক কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে।

চতুর্থতঃ দ্রুত সাধারণ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন এবং সেই নির্বাচনে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

পঞ্চমত সাম্প্রতিক সংঘাতে নিহত ছাত্র জনতার মৃত্যুর কারণ একটি কমিশন গঠনের মাধ্যমে বের করে ন্যায় বিচার এর ব্যবস্থা করতে হবে।

অবশ্যই আইনশৃঙ্খলা কে ফিরিয়ে আনতে হবে তবে উপরে উল্লেখিত দ্বিতীয় প্রস্তাব বাস্তবায়িত না হলে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয় । সংখ্যালঘু এবং সংখ্যাগুরু বলে একটি জাতিকে দ্বিধা বিভক্ত করার প্রয়োজন আছে বলে মনে করি না। এ ধরনের বিভাজন সংকট সমাধানের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে । আবারো বলছি উপরের দ্বিতীয় প্রস্তাব কঠিনভাবে বাস্তবায়িত হলে এই বিভাজন থেকেও বাংলাদেশ মুক্ত হতে পারে । উপদেষ্টা মন্ডলীর সভাপতি ড. ইউনূস একজন বিজ্ঞ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যক্তিত্ব কিন্তু তিনি অশীতিপর । তাকে অন্যদের উপর নির্ভর করতে হবে। এটি মনে রাখতে হবে । সত্তর দশকের মাঝামাঝি সময়ে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের শিক্ষক ছিলেন। উপদেষ্টা মন্ডলীদের সম্বলিত প্রয়াস এখানে প্রয়োজন, অন্যথায় মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা কে অতি দ্রুত প্রমাণ সম্ভব হবে না এবং বাংলাদেশ আরেকটি সংঘাতের দিকে এগিয়ে যাবে ।

যারা আজ ছাত্র রাজনীতি করছে তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দেখে নি সুতরাং তাদের কাছে ৩২ নম্বর ধানমন্ডি এর কোন মূল্য নেই । তবে মনে রাখতে হবে যারা ইতিহাসকে বিশ্বাস করে না তাদের যেমন অতীত নেই তেমনি ভবিষ্যতে নেই । উরুগুয়ের একজন সাহিত্যিক এডওয়ার্ডো গেলিনো লিখেছেন ‘ইতিহাস আসলে কখনো বিদায় বলে না। ইতিহাস বলে, আবার দেখা হবে।’ উপদেষ্টা মন্ডলীতে শ্রদ্ধেয় ড. ইউনুস স্যারের সাথে যারা সম্পৃক্ত আছেন তাদেরকে এসব বিষয় মাথায় রেখেই এগিয়ে যেতে হবে।

[লেখক:’ যুক্তরাজ্যে কর্মরত বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা ও অধ্যাপক]

কৃষি অর্থনীতির চ্যালেঞ্জ ও সম্ভাবনা

তেলের বিনিময়ে সার্বভৌমত্ব

নির্বাচনী ইশতেহারে শিক্ষার সুস্পষ্ট রূপরেখা চাই

মহাকাশে বিস্ময়কর মহাকাশ

টেংরাটিলা ট্র্যাজেডি : ক্ষতিপূরণহীন এক বিপর্যয়

ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ -এর নমুনা

শীতের নীরব আঘাত

ভোটে ইসলামী জোট

আইনের শাসন কি উপেক্ষিতই থাকবে?

মাঠের মাইক নয়, ডিজিটাল প্ল্যাটফর্মেই নির্ধারিত হচ্ছে নেতৃত্ব

ভূমিকম্প ঝুঁকি, নিরাপত্তা ও আমাদের করণীয়

“ফিজ-না-ফিজ...”

বনসাই জীবনের অদৃশ্য শোকগাথা

এলপিজি সংকট

ছবি

তবে কি আমরা প্রতারিত হলাম

প্রযুক্তির অগ্রগতি ও ভবিষ্যৎ পৃথিবী

ছবি

চারণসাংবাদিক মোনাজাতউদ্দিন ডিজিটাল যুগেও প্রাসঙ্গিক

নতুন বছরে অর্থনীতি ও বিনিয়োগের চ্যালেঞ্জ ও প্রত্যাশা

শীতের নতুন বিষদাঁত: জলবায়ু পরিবর্তন ও আমাদের বৈষম্যের খেরোখাতা

সড়ক হোক নিরাপদ

স্কুল ব্যাংকিং: প্রত্যাশা ও বাস্তবতা

নির্বাচন কি মবোক্রেসি বন্ধ করবে?

ডিজিটাল ভূমি রেকর্ড: স্বচ্ছতা না নতুন ঝুঁকি?

‘আই হ্যাভ আ প্ল্যান’

খ্রিস্টীয় নববর্ষ প্রচলনের ইতিকথা

২০২৬-এর বাংলাদেশ: স্থিতিশীলতা ও সমৃদ্ধির সন্ধানে এক নতুন শুরু

ছবি

স্বপ্ন ও সম্ভাবনার নতুন বছর

পেঁয়াজ চাষের আধুনিক প্রযুক্তি

মাধ্যমিকে অব্যবস্থাপনা

‘কক অ্যান্ড বুল স্টোরি’

মব সংস্কৃতি, ন্যায়বিচারের সংকট ও সমাজের আত্মক্ষয়

শীতকালীন জীবন: সংগ্রাম, সংস্কৃতি ও সহমর্মিতা

অ্যালগরিদমের রাজনীতি

চারদিকে আতঙ্ক আর শঙ্কা

অধ্যবসায়ের বিকল্প নেই

দিপু দাস হত্যাকাণ্ড ও মব সন্ত্রাস

tab

মতামত » উপ-সম্পাদকীয়

দেশ থেকে দুর্নীতি নির্মূল করতে হবে

কানন পুরকায়স্থ

রোববার, ১১ আগস্ট ২০২৪

আমরা একটি পট পরিবর্তন লক্ষ্য করছি বাংলাদেশে। এর যেমন ভালো দিক আছে, তেমনি মন্দ দিকও আছে । ভালো মন্দের বিশ্লেষণে আপাতত যাচ্ছি না । পটের যখন পরিবর্তন হয়েছে তখন এই পরিবর্তনের ভেতর সর্বজনস্বীকৃত একটি সমৃদ্ধ বাংলাদেশ কীভাবে দেখা যায় তা নিয়েই ভাবছি ।

রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান এবং আন্দোলনকারী দলের যৌথ প্রয়াসে গঠিত হয়েছে এক অন্তর্র্বতীকালীন সরকার । এই সরকারে যারা কাজ করবেন তাদের দায়িত্ব অপরিসীম ।দায়িত্ব পালন ও নির্দেশ প্রদানে এর গ্রহণযোগ্যতা একটি উল্লেখযোগ্য বিষয় । উপদেষ্টারা নির্দেশ প্রদান করলেন কিন্তু জনগণ তা যদি এড়িয়ে যায়, তাহলে কোন কিছুই বাস্তবায়ন সম্ভব নয় । এক্ষেত্রে কিছু প্রস্তাব প্রাসঙ্গিক বলে মনে করি।

দুর্নীতিকে দেশ থেকে নির্মূল করতে হলে সমাজের প্রত্যেককে নিজ নিজ অবস্থানে থেকে দুর্নীতিমুক্ত হিসাবে প্রমাণ করতে হবে।

প্রথমতঃ অন্তর্র্বতীকালীন সরকারের যারা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন, তারা তাদের ব্যাংক হিসাব ,সম্পত্তির তালিকা, কোন সংগঠনের সদস্য কিনা, থাকলে তার তালিকা এবং কোন রাজনৈতিক সংগঠনের সদস্য কিনা অথবা সমর্থন করেন কিনা তা প্রকাশ করবেন এবং তাদের এই তথ্য পাবলিক রেকর্ড হিসেবে গণ্য হবে । উল্লেখ্য আমি যুক্তরাজ্যে যখন নির্বাচনের মাধ্যমে কাউন্সিলর হিসেবে নিয়োগ পেয়েছিলাম ২০১১ সালে , তখন আমাকে এই সমস্ত তথ্য প্রকাশ করতে হয়েছিল । এই তথ্যের কোন ব্যত্যয় পরবর্তীকালে দেখা গেলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয় ।

দ্বিতীয়তঃ স্বাধীনতার সাথে সম্পৃক্ত স্থাপনা , ভাস্কর্য ইত্যাদি ধ্বংসের সাথে সম্পৃক্ত ছিল যারা, সে ছাত্র বা অছাত্র যেই হোক না কেন তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে । কারণ বাংলাদেশের স্বাধীনতার সাথে সম্পৃক্ত স্থাপনাকে যারা ধ্বংস করে , তারা মূলত বাংলাদেশ নামক দেশটিকে অস্বীকার করে ।

তৃতীয়তঃ যারা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন তাদের মধ্যে অনেকেরই আঞ্চলিক বা আন্তর্জাতিক কূটনৈতিক বিষয়ে দক্ষতা নেই । এ বিষয়ে যোগ্য ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ প্রয়োজন । প্রতিবেশী দেশসমূহের সাথে সুসম্পর্ক রক্ষা করতে না পারলে ভূরাজনৈতিক কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে।

চতুর্থতঃ দ্রুত সাধারণ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন এবং সেই নির্বাচনে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

পঞ্চমত সাম্প্রতিক সংঘাতে নিহত ছাত্র জনতার মৃত্যুর কারণ একটি কমিশন গঠনের মাধ্যমে বের করে ন্যায় বিচার এর ব্যবস্থা করতে হবে।

অবশ্যই আইনশৃঙ্খলা কে ফিরিয়ে আনতে হবে তবে উপরে উল্লেখিত দ্বিতীয় প্রস্তাব বাস্তবায়িত না হলে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয় । সংখ্যালঘু এবং সংখ্যাগুরু বলে একটি জাতিকে দ্বিধা বিভক্ত করার প্রয়োজন আছে বলে মনে করি না। এ ধরনের বিভাজন সংকট সমাধানের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে । আবারো বলছি উপরের দ্বিতীয় প্রস্তাব কঠিনভাবে বাস্তবায়িত হলে এই বিভাজন থেকেও বাংলাদেশ মুক্ত হতে পারে । উপদেষ্টা মন্ডলীর সভাপতি ড. ইউনূস একজন বিজ্ঞ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যক্তিত্ব কিন্তু তিনি অশীতিপর । তাকে অন্যদের উপর নির্ভর করতে হবে। এটি মনে রাখতে হবে । সত্তর দশকের মাঝামাঝি সময়ে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের শিক্ষক ছিলেন। উপদেষ্টা মন্ডলীদের সম্বলিত প্রয়াস এখানে প্রয়োজন, অন্যথায় মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা কে অতি দ্রুত প্রমাণ সম্ভব হবে না এবং বাংলাদেশ আরেকটি সংঘাতের দিকে এগিয়ে যাবে ।

যারা আজ ছাত্র রাজনীতি করছে তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দেখে নি সুতরাং তাদের কাছে ৩২ নম্বর ধানমন্ডি এর কোন মূল্য নেই । তবে মনে রাখতে হবে যারা ইতিহাসকে বিশ্বাস করে না তাদের যেমন অতীত নেই তেমনি ভবিষ্যতে নেই । উরুগুয়ের একজন সাহিত্যিক এডওয়ার্ডো গেলিনো লিখেছেন ‘ইতিহাস আসলে কখনো বিদায় বলে না। ইতিহাস বলে, আবার দেখা হবে।’ উপদেষ্টা মন্ডলীতে শ্রদ্ধেয় ড. ইউনুস স্যারের সাথে যারা সম্পৃক্ত আছেন তাদেরকে এসব বিষয় মাথায় রেখেই এগিয়ে যেতে হবে।

[লেখক:’ যুক্তরাজ্যে কর্মরত বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা ও অধ্যাপক]

back to top