alt

উপ-সম্পাদকীয়

রম্যগদ্য : ‘বল করে দুর্বল...’

জাঁ-নেসার ওসমান

: শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

কী রে ভাই আপনে এইসব কোইত্থে পান, বল করে দুর্বল! আজীবন শুনলাম বল মানুষকে করে সবল আর আপনে কন বল করে দুর্বল! হাগল নি কোন! তথাকথিত আঁতেলেকচুয়াল বইল্লা যা ইচ্ছা তাই কইবেন আর আমরা ব্যেবাগ বাঙালিরা মাইন্না নিমু। অত চু... আমাগো ভাইবেন না! আরে মনু চ্যেতোকা, মুই কী কোই হেইয়া তুমি না বুইজ্জাই চ্যেইত্তা উঠলা, হেইয়া কি ঠিক করলা? ঠিক বেঠিক বুঝি না মিয়া ফাইজলামি মারার জায়গা পান না। বল করে দুর্বল! কথাটা উইথড্র করেন। আচ্ছা উইথড্র মুই করমু তয় কোনডা বলটা না দুর্বলটা? এ আবার কী কথা কোনডা উইথড্র কোরব? সবডা মানে পুরাডা উইথড্র করো, বল করে দুর্বল!

আচ্ছা মনু তোমরা যে বল প্রয়োগ কইরা সব পাবলিকরে পদত্যাগ করায়া দুর্বল করতাছো, হেইডারে তুমি কী কইবা! হেইডারে আবার কি কমু ষুল্ল বছর ধইরা আমাগো দুর্বলের ওপর গুম, খুন চালাইছেন, তো এহন পদত্যাগ করামু না তো কি পূজা করমু? আরে ভাই আমি তো তুমার কথাই কইতাছি।

ষুল্ল বছর ধইরা আমাগো দুর্বলের ওপর গুম-খুন চালাইছো, অহন আমরা বলপ্রয়োগ কইরা তোমাগোরে দুবর্ল করতাছি, ব্যাস। বল করে দুর্বল। হেঁঃ হেঁঃ ঠিকই কইছেন। এই যে দেখেন, বাচ্চা মায়াডা স্কুলের ড্রেস এ্যজ ইয়ু লাইকে বা যেমন খুশি সাজো ইভেন্টে আপোষহীন নেত্রী ম্যাডাম খালেদা জিয়া সাজছিল হ্যের জন্য আপনে কচি শিশুর বাপের চাকুরি খাইলেন!

এইডা কুনো মানুষের কাজ হইল। এখন যেই অমানুষগুলা ওই মেয়ের বাপের চাকুরি খাইছিল হ্যেরে বলপ্রয়োগ কইরা পদত্যাগ করাইলে কুনো দোষতো দেখি না। আরে ভাই তখন যারা ক্ষমতার দাপটে মানুষের লগে জানোয়ারের মতুন ব্যবহার করছে। বাঙালি হয়া বাঙালিরে অত্যাচার করছে, ছাত্র হয়া পার্টির বড় বড় নেতাদের ছাত্রী সাপ্লাই করছে এই সব বর্বর বাঙালিরে শাস্তি দিবেন না তো কারে শাস্তি দিবেন?

কন কন, আপনেই কন? আমার কথা শোনার আগে তুই শোন যিশুখৃষ্টের জন্মেরও প্রায় ৬০০ বছর আগে, তুরস্কের ঈশপ নামের এক মহামানব বলে ছিলেন যে, গল্পের ছলে তুমি অনেক নিতী বাক্য প্রকাশ করে মানুষকে মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে পারো। যেমন ধর, নেকড়ে ও মেষ শাবকের গল্প। এইডা আবার কি, নেকড়ে ও মেষ শাবক? আরে এগুলা হচ্ছে রূপক, মনেকর নেকড়ে হচ্ছে সমাজের দোর্দ-প্রতাপ ব্যক্তি আর মেষ শাবক হচ্ছে আমরা সব বাংলাদেশের অশিক্ষিত অর্ধশিক্ষিত জনগণ। হইছে হইছে এসব রূপক মুপক ছাইড়া গল্পটা কন শুনি। আরে গল্পটা এমন কিছু না, সিম্পেল, ‘একদা এক মেষ শাবক ঝরনার গোড়ায় পানি পান করছিল। তখন ঝরনার উৎসাংশে জলপান করা নেকড়ে বাঘ বলল, ওই ব্যাডা ভ্যেড়ার বাচ্চা তুই আমার জল ঘোলা করস ক্যান?’ তখন মেশ শাবক বিনয়ের সঙ্গে বলল, ‘স্যার আমিতো ঝরনার নিচের অংশে পানি পান করছি, আর ঝরনার পানি তো নিচের দিকে গড়িয়ে আসে, আমি কী করে আপনার উপরের দিকের জল ঘোলা করব?’ নেকড়ে তখন মেজাজা খারাপ করে বলল, ‘তুই জল ঘোলা না করলে হয়তো তোর বাপ জল ঘোলা করেছিল।’

এই বলে নেকড়ে মেশ শাবককে মারিয়া খাইয়া ফেলিল। এ-কি একবার কন পানি আর একবার কন জল। মাজেজাটা কী? এই সামান্য কথা তুই বুঝলি না, তিস্তা নদীর দাদাদের অংশ জল আর আমাদের বাংলাদেশ অংশে, পানি।

হেঁঃ হেঁঃ হেঁঃ ভালো কইছেন, আকাশে থাকলে হিন্দু মুছলমান সব বাঙালি কয় বৃষ্টি, আর মাটিতে পড়লে দাদার অংশ জল আর আমার অংশ পানি। হিঃ হিঃ হিঃ। আচ্ছা বাবা রাখ তোর দর্শন এখন বল, এই গল্পের মোরাল বুজছস?

এ তো সিম্পেল কথা। গরিবের ওপর ধনীর অত্যাচার; যা সমাজ চলা উচিত না। ব্যাপারটা কাছাকাছি, আসলে মোরাল হলো ‘দুর্জনের ছলনার অভাব হয় না’। তাই বলছিলাম কী, সবাই যদি অধৈর্য হয়ে সবাইকে বলপ্রয়োগ করে মানে জোর করে পদত্যাগ করাস তাহলে ওই যে ফুলের মতো নিষ্পাপ মেয়েটি আপোষহীন নেত্রী ম্যাডাম খালেদা জিয়া সেজেছিল, তখন তার বাবাকে যার জোর করে পদত্যাগ করিয়েছিল তাদের সঙ্গে তোদের তফাৎটা কী? একটু আইন মেনে দোষগুণ বিচার করে শাস্তি দে, দোষ করলে শাস্তি দিতে তো কোনো পাপ দেখি না।

আরে রাখেন মিয়া আপনের আইন। হালায় আমগো অতো টাইম নাই। শুভস্য শীঘ্রম। ভালো কাজ তাড়াতাড়ি করতে হয়। দ্যেখেন না, হালায় ইলেকশন কবে দিব হ্যের কোনো আলামত দেখি না। কেন এই যে শুনলাম ১৮ মাস, পরে নির্বাচন হবে। ওরে আমার সৃষ্টিকর্তারে আপনে বুঝলেন না, এইডা কিয়ের আলামত? ১৮ মাসে নির্বাচন এটা আবার কিসের আলামত? ওই মিয়া আপনে বাঙালি না? হ্যাঁ, খাঁটি বাঙালি, বাঙালি বাই বার্থ।

থাক থাক, অত ইংলিশ ফুটায়েন না। বাংলায় যে কয় ১৮ মাসে বছর হ্যেইডা বোঝেন। হ্যাঁ মানে... থাক থাক আর অত মানে মানে করতে হইব না। যা কইছি ঠিক মতো বুইজ্ঝালন। আর শোনেন ওই সব ‘বল করে দুর্বল!’ এই সব হেঁয়ালি থুয়া সোজা সাপ্টা রম্য লিখবেন। এটা কী বলিস সোজাসাপ্টা রম্য মানে? মানে আবার কী সোজা লিখবেন ‘জল পড়ে পাতা নড়ে, তার কথা মনে পড়ে। এই রকম সোজাসাপ্টা। মানে কি, আমরা নিজের মতো রম্য লিখতে পারব না! নিশ্চয় পারবেন, নিজের ইচ্ছা মতো লিখেন, নিজের ইচ্ছামতো ল্যেইখা তারপর কান চাপাতিতে থাপ্পড় খায়া কিশোরের মতো মইরা পইড়া থাকলে আমারে কিন্তু দোষ দিবা পারবে না কইলাম। কী বলিস তাহলে, আবু সাঈদ, মুগ্ধ, রায়হান, মিতু এই হাজার তরুণেরা কী ভাববে! হ্যেরা কী ভাবব হেইডা হ্যেগোরে জিগান। আমি যেইটা কইলাম, ইচ্ছা হইলে মানেন নাইলে না মানেন এইডা আপনের বিবেচনা। আমি অহন যাই বিদুৎরে জোর কইরা পদত্যাগ করাই। এই শোন শোন একটা কথা শোন... অহন কথা শোনোনের টাইম নাই যাই...বাই...বাই...সি ইয়ু আফটার ইলেকশান...

[লেখক: চলচ্চিত্রকার]

অতীত থেকে মুক্তি এবং ইতিবাচক জীবনযাপন

মুক্তি সংগ্রামে তিনটি ধারা

বাসযোগ্যতার সূচকে ঢাকা কেন পিছিয়ে

শুধু নিচেই নামছে ভূগর্ভস্থ পানির স্তর

উপেক্ষিত আটকে পড়া পাকিস্তানিরা

রম্যগদ্য : সিন্দাবাদের বুড়ো ও আমরা

নেই কেনো সেই পাখি

বায়ুদূষণ থেকে মুক্তি কোন পথে

পরিবারতত্ত্ব ও পরিবারতন্ত্র : রাষ্ট্র সংস্কারের দুর্গম পথ

পৃথিবীর চৌম্বক ক্ষেত্র

বিজয়ের প্রেরণা

মুক্তিযুদ্ধের উত্তরাধিকার পুনর্বীক্ষণ

সিদরাত জেবিনের মৃত্যু অথবা প্রশ্নহীন বায়ুদূষণ

বিজয়ের গৌরব ও সম্ভাবনাময় তরুণ সমাজ

ছবি

মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুদের অবদান

ছবি

বিজয় সংগ্রামের সূচনার সন্ধানে

মানসম্মত কনটেন্ট ও টিআরপির দ্বৈরথ

জিকা ভাইরাস রোধে প্রয়োজন সচেতনতা

বাংলাদেশ-ভারত সম্পর্ক

স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবার গুরুত্ব

ঢাকার বাতাস বিষাক্ত কেন

চরের কৃষি ও কৃষকের জীবন

নিম্ন আয়ের মানুষ ভালো নাই

সবার আগে নিজেকে পরিবর্তন করা দরকার

পুলিশ কবে পুলিশ হবে

জীবন ফিরে আসুক বাংলার নদীগুলোতে

কান্দন সরেন হত্যা ও ভূমি বিরোধ কি এড়ানো যেত না

পরিবারতত্ত্ব ও পরিবারতন্ত্র: রাষ্ট্র বিনির্মাণে সমস্যা কোথায়?

মানবাধিকার দিবস : মানুষের অধিকার নিয়ে কেন এত কথা?

আমলাতান্ত্রিক স্বচ্ছতা : সংস্কারের পথে নাকি পুনরাবৃত্তি?

খাদ্য নিরাপত্তা নিয়ে কিছু কথা

ছবি

বেগম রোকেয়া : নারী জাগরণের অগ্রদূত

দুর্নীতির সর্বগ্রাসী বিস্তার বন্ধ করতে হবে

মা তোর বদনখানি মলিন হলে

ব্যবসায়ী নেতৃত্বশূন্য ই-ক্যাব

মূল্যস্ফীতির হিসাব নির্ণয়ে নতুন পদ্ধতির প্রাসঙ্গিকতা

tab

উপ-সম্পাদকীয়

রম্যগদ্য : ‘বল করে দুর্বল...’

জাঁ-নেসার ওসমান

শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

কী রে ভাই আপনে এইসব কোইত্থে পান, বল করে দুর্বল! আজীবন শুনলাম বল মানুষকে করে সবল আর আপনে কন বল করে দুর্বল! হাগল নি কোন! তথাকথিত আঁতেলেকচুয়াল বইল্লা যা ইচ্ছা তাই কইবেন আর আমরা ব্যেবাগ বাঙালিরা মাইন্না নিমু। অত চু... আমাগো ভাইবেন না! আরে মনু চ্যেতোকা, মুই কী কোই হেইয়া তুমি না বুইজ্জাই চ্যেইত্তা উঠলা, হেইয়া কি ঠিক করলা? ঠিক বেঠিক বুঝি না মিয়া ফাইজলামি মারার জায়গা পান না। বল করে দুর্বল! কথাটা উইথড্র করেন। আচ্ছা উইথড্র মুই করমু তয় কোনডা বলটা না দুর্বলটা? এ আবার কী কথা কোনডা উইথড্র কোরব? সবডা মানে পুরাডা উইথড্র করো, বল করে দুর্বল!

আচ্ছা মনু তোমরা যে বল প্রয়োগ কইরা সব পাবলিকরে পদত্যাগ করায়া দুর্বল করতাছো, হেইডারে তুমি কী কইবা! হেইডারে আবার কি কমু ষুল্ল বছর ধইরা আমাগো দুর্বলের ওপর গুম, খুন চালাইছেন, তো এহন পদত্যাগ করামু না তো কি পূজা করমু? আরে ভাই আমি তো তুমার কথাই কইতাছি।

ষুল্ল বছর ধইরা আমাগো দুর্বলের ওপর গুম-খুন চালাইছো, অহন আমরা বলপ্রয়োগ কইরা তোমাগোরে দুবর্ল করতাছি, ব্যাস। বল করে দুর্বল। হেঁঃ হেঁঃ ঠিকই কইছেন। এই যে দেখেন, বাচ্চা মায়াডা স্কুলের ড্রেস এ্যজ ইয়ু লাইকে বা যেমন খুশি সাজো ইভেন্টে আপোষহীন নেত্রী ম্যাডাম খালেদা জিয়া সাজছিল হ্যের জন্য আপনে কচি শিশুর বাপের চাকুরি খাইলেন!

এইডা কুনো মানুষের কাজ হইল। এখন যেই অমানুষগুলা ওই মেয়ের বাপের চাকুরি খাইছিল হ্যেরে বলপ্রয়োগ কইরা পদত্যাগ করাইলে কুনো দোষতো দেখি না। আরে ভাই তখন যারা ক্ষমতার দাপটে মানুষের লগে জানোয়ারের মতুন ব্যবহার করছে। বাঙালি হয়া বাঙালিরে অত্যাচার করছে, ছাত্র হয়া পার্টির বড় বড় নেতাদের ছাত্রী সাপ্লাই করছে এই সব বর্বর বাঙালিরে শাস্তি দিবেন না তো কারে শাস্তি দিবেন?

কন কন, আপনেই কন? আমার কথা শোনার আগে তুই শোন যিশুখৃষ্টের জন্মেরও প্রায় ৬০০ বছর আগে, তুরস্কের ঈশপ নামের এক মহামানব বলে ছিলেন যে, গল্পের ছলে তুমি অনেক নিতী বাক্য প্রকাশ করে মানুষকে মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে পারো। যেমন ধর, নেকড়ে ও মেষ শাবকের গল্প। এইডা আবার কি, নেকড়ে ও মেষ শাবক? আরে এগুলা হচ্ছে রূপক, মনেকর নেকড়ে হচ্ছে সমাজের দোর্দ-প্রতাপ ব্যক্তি আর মেষ শাবক হচ্ছে আমরা সব বাংলাদেশের অশিক্ষিত অর্ধশিক্ষিত জনগণ। হইছে হইছে এসব রূপক মুপক ছাইড়া গল্পটা কন শুনি। আরে গল্পটা এমন কিছু না, সিম্পেল, ‘একদা এক মেষ শাবক ঝরনার গোড়ায় পানি পান করছিল। তখন ঝরনার উৎসাংশে জলপান করা নেকড়ে বাঘ বলল, ওই ব্যাডা ভ্যেড়ার বাচ্চা তুই আমার জল ঘোলা করস ক্যান?’ তখন মেশ শাবক বিনয়ের সঙ্গে বলল, ‘স্যার আমিতো ঝরনার নিচের অংশে পানি পান করছি, আর ঝরনার পানি তো নিচের দিকে গড়িয়ে আসে, আমি কী করে আপনার উপরের দিকের জল ঘোলা করব?’ নেকড়ে তখন মেজাজা খারাপ করে বলল, ‘তুই জল ঘোলা না করলে হয়তো তোর বাপ জল ঘোলা করেছিল।’

এই বলে নেকড়ে মেশ শাবককে মারিয়া খাইয়া ফেলিল। এ-কি একবার কন পানি আর একবার কন জল। মাজেজাটা কী? এই সামান্য কথা তুই বুঝলি না, তিস্তা নদীর দাদাদের অংশ জল আর আমাদের বাংলাদেশ অংশে, পানি।

হেঁঃ হেঁঃ হেঁঃ ভালো কইছেন, আকাশে থাকলে হিন্দু মুছলমান সব বাঙালি কয় বৃষ্টি, আর মাটিতে পড়লে দাদার অংশ জল আর আমার অংশ পানি। হিঃ হিঃ হিঃ। আচ্ছা বাবা রাখ তোর দর্শন এখন বল, এই গল্পের মোরাল বুজছস?

এ তো সিম্পেল কথা। গরিবের ওপর ধনীর অত্যাচার; যা সমাজ চলা উচিত না। ব্যাপারটা কাছাকাছি, আসলে মোরাল হলো ‘দুর্জনের ছলনার অভাব হয় না’। তাই বলছিলাম কী, সবাই যদি অধৈর্য হয়ে সবাইকে বলপ্রয়োগ করে মানে জোর করে পদত্যাগ করাস তাহলে ওই যে ফুলের মতো নিষ্পাপ মেয়েটি আপোষহীন নেত্রী ম্যাডাম খালেদা জিয়া সেজেছিল, তখন তার বাবাকে যার জোর করে পদত্যাগ করিয়েছিল তাদের সঙ্গে তোদের তফাৎটা কী? একটু আইন মেনে দোষগুণ বিচার করে শাস্তি দে, দোষ করলে শাস্তি দিতে তো কোনো পাপ দেখি না।

আরে রাখেন মিয়া আপনের আইন। হালায় আমগো অতো টাইম নাই। শুভস্য শীঘ্রম। ভালো কাজ তাড়াতাড়ি করতে হয়। দ্যেখেন না, হালায় ইলেকশন কবে দিব হ্যের কোনো আলামত দেখি না। কেন এই যে শুনলাম ১৮ মাস, পরে নির্বাচন হবে। ওরে আমার সৃষ্টিকর্তারে আপনে বুঝলেন না, এইডা কিয়ের আলামত? ১৮ মাসে নির্বাচন এটা আবার কিসের আলামত? ওই মিয়া আপনে বাঙালি না? হ্যাঁ, খাঁটি বাঙালি, বাঙালি বাই বার্থ।

থাক থাক, অত ইংলিশ ফুটায়েন না। বাংলায় যে কয় ১৮ মাসে বছর হ্যেইডা বোঝেন। হ্যাঁ মানে... থাক থাক আর অত মানে মানে করতে হইব না। যা কইছি ঠিক মতো বুইজ্ঝালন। আর শোনেন ওই সব ‘বল করে দুর্বল!’ এই সব হেঁয়ালি থুয়া সোজা সাপ্টা রম্য লিখবেন। এটা কী বলিস সোজাসাপ্টা রম্য মানে? মানে আবার কী সোজা লিখবেন ‘জল পড়ে পাতা নড়ে, তার কথা মনে পড়ে। এই রকম সোজাসাপ্টা। মানে কি, আমরা নিজের মতো রম্য লিখতে পারব না! নিশ্চয় পারবেন, নিজের ইচ্ছা মতো লিখেন, নিজের ইচ্ছামতো ল্যেইখা তারপর কান চাপাতিতে থাপ্পড় খায়া কিশোরের মতো মইরা পইড়া থাকলে আমারে কিন্তু দোষ দিবা পারবে না কইলাম। কী বলিস তাহলে, আবু সাঈদ, মুগ্ধ, রায়হান, মিতু এই হাজার তরুণেরা কী ভাববে! হ্যেরা কী ভাবব হেইডা হ্যেগোরে জিগান। আমি যেইটা কইলাম, ইচ্ছা হইলে মানেন নাইলে না মানেন এইডা আপনের বিবেচনা। আমি অহন যাই বিদুৎরে জোর কইরা পদত্যাগ করাই। এই শোন শোন একটা কথা শোন... অহন কথা শোনোনের টাইম নাই যাই...বাই...বাই...সি ইয়ু আফটার ইলেকশান...

[লেখক: চলচ্চিত্রকার]

back to top