alt

উপ-সম্পাদকীয়

ক্ষমতা এখন ‘মব’-এর হাতে

জিয়াউদ্দীন আহমেদ

: শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
image

তোফাজ্জল হোসেন

১৮ সেপ্টেম্বর ২০২৪। মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হোসেনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী ইতোমধ্যে দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। এই ৬ জনের মধ্যে একজন হচ্ছে ছাত্রলীগের সাবেক নেতা; তিনি ফজলুল হক হল ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-সম্পাদক ছিলেন। কোটা সংস্কার বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে তিনি ছাত্রলীগ থেকে পদত্যাগ করে আন্দোলনের সব কর্মসূচিতে সক্রিয় হয়ে ওঠেন। অন্যদের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।

দফায় দফায় মারা হলেও হিসাববিজ্ঞানে মাস্টার্স তোফাজ্জল বারবার বোঝাতে চেয়েছিলেন যে তিনি চোর নন, তিনি শুধু একটু খাবার চান। তা শুনে হলের ক্যান্টিনে নিয়ে গিয়ে তোফাজ্জলকে ভাত-তরকারি খাওয়ানো হয়। ক্যান্টিনে খেতে বসা তোফাজ্জলের শরীরে অনেকগুলো জখম ছিল। আমরা সবাই তার খাওয়ার ভিডিও দেখেছি, তাকে যে আগে মারা হয়েছে তার কোন প্রতিক্রিয়া তার চেহারায় ছিল না, তৃপ্তি সহকারে তিনি ভাত খেয়ে গেছেন। পাকিস্তানি সেনার কাছে আটক মুক্তিযোদ্ধা আজাদও ভাত খেতে চেয়েছিলেন, মা ভাত নিয়ে গিয়েছিলেনও, পাকিস্তানি সেনারা ভাত খাওয়ার আগেই তাকে মেরে ফেলেছিল, মা আমৃত্যু আর ভাত খাননি। তোফাজ্জলকে যে আবার মারা হবে সে বিষয়টি তাকে একটুও বিচলিত করেনি। তিনি ছিলেন শান্ত ও উদ্বেগহীন। ক্ষুধা নিবারণেই তিনি নিবিষ্ট ছিলেন। ক্রুশবিদ্ধ হওয়ার আগে যিশুও ধীরস্থির ছিলেন। লিওনার্দো দ্য ভিঞ্চির অমর সৃষ্টি ‘দ্য লাস্ট সাপার’-এ যিশু খ্রিস্টকে তার ১২ জন শিষ্যকে নিয়ে নিশ্চিন্তে রাতের ভোজ করতে দেখা গেছে। ক্রুশবিদ্ধ হওয়ার ঠিক আগেই তিনি এই খাবার খেয়েছিলেন।

তোফাজ্জলকে ফের গেস্টরুমে নিয়ে গিয়ে পোশাক খুলে, পা ও চোখ বেঁধে আবার পেটানো হয়। ভিডিওতে অনেক ছাত্রকে ঘটনায় উপস্থিত দেখা গেছে, তাই শুধু ৬ জন নয়, আরও ছাত্র দায়ী। ঘটনায় উপস্থিত যারা তোফাজ্জলকে মারেনি তারাও তার মৃত্যুর জন্য সমভাবে দায়ী। কারণ ঘটনায় উপস্থিত কোন ছাত্রকে নির্যাতনে বাধা দিতে দেখা গেল না। সবাই তোফাজ্জলের করুণ মৃত্যুর দৃশ্য উপভোগ করেছে। ফজলুল হক হলের সংশ্লিষ্ট সব ছাত্রকে ডেকে নিয়ে বারবার জেরা করা দরকার, যেভাবে ফরাসি পুলিশ জুলফিকার আলী ভুট্টোর ছোট ছেলে শাহনওয়াজ ভুট্টোর মৃত্যুর পর তার স্ত্রী রেহানাকে জেরা করেছিল। স্ত্রীর গোচরে স্বামী অতিরিক্ত ড্রিংক করে মারা গেলÑ এটাই ছিল স্ত্রী রেহানার অপরাধ। বিচার হওয়া উচিত তাদের যারা তোফাজ্জলের মৃত্যুর দৃশ্য উপভোগ করে নিশ্চুপ ছিল। বিচার হওয়া উচিত আশপাশের সব ছাত্রের যারা তোফাজ্জলের চিৎকার শুনেও তাকে বাঁচানোর চেষ্টা করেনি। বিচার হওয়া উচিত সেই সব ছাত্রের যারা ঊঁকি দিয়ে নির্যাতনের দৃশ্য দেখে আবার নিশ্চিন্তে পড়ার টেবিলে গিয়ে বসেছিল। কোন কৈফিয়ত ছাড়াই বিচার হওয়া উচিত ফজলুল হক হলের হাউজ টিউটর ও প্রভোস্টের; বিচার হওয়া উচিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। ছয়-সাত ঘণ্টাব্যাপী তোফাজ্জলকে পেটানো হলো, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানতে পারল না-কেন জানতে পারল না সেজন্যই বিচার হওয়া দরকার। ঘটনার ভিডিও থাকা সত্ত্বেও অজ্ঞাত ব্যক্তিদের নামে হত্যার অভিযোগ করার জন্যও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিচার হওয়া উচিত। বিচার হওয়া উচিত অন্তর্র্বর্তী সরকারের। দেশটাকে ভীতিজনক অবস্থা থেকে মুক্তি দেয়ার কোন পদক্ষেপ না নেয়ার জন্য সরকারের বিচার হওয়া উচিত।

দেশের বিভিন্ন স্থানে গণপিটুনিতে হত্যার একাধিক ঘটনা ঘটেছে। দুঃখজনক হচ্ছে, দেশে একজন লোকও রুখে দাঁড়ানোর নেই। কেউ ইশারা-ইঙ্গিতে কিছু বললেই উচ্চারিত হয়, ‘১৫ বছর কই ছিলেন?’ যারা নির্যাতন করছে তাদের গ্রেপ্তার করা হয়েছে বা আইনের আওতায় আনা হয়েছে এমন নজির বিগত এক মাসে পরিলক্ষিত হয়নি। এমন একটি ধারণা দেয়ার চেষ্টা করা হচ্ছে যে, গণআন্দোলনের পর টুকটাক কিছু অঘটন ঘটবেই। আবার কিছু লোক দলীয় সরকারের আমলের মতো সব অঘটনের পেছনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। দলীয় সরকার ক্ষমতায় থাকলে নিজের দোষ বিরোধী দলের ওপর চাপিয়ে দেয়ার নক্সা আঁটে, কিন্তু অন্তর্র্বর্তী সরকার প্রকৃত অপরাধীকে না ধরে অন্যের ওপর দোষ চাপানোর পুরনো খেলায় নামছে কেন? দেশে বিরাজমান অরাজকতায় অনেকের মনে ধারণা হয়েছে যে, স্বৈরচারী সরকারের সহযোগী আখ্যা দিয়ে কাউকে নির্যাতন করা হলে জবাবদিহিতা থাকবে না, মামলার মুখোমুখি হতে হবে না। ‘শিবির’ আখ্যা দিয়ে আওয়ামী লীগ আমলে ছাত্রলীগের ছেলেরা বুয়েটের শিক্ষার্থী আবরার আহাদকে নির্যাতন করে মেরে ফেলেছিল; এজন্য ১৪ জনের মৃত্যুদ- হলেও ছাত্রদের বেপরোয়া আচরণের অভিভাবক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিচার হয়নি।

আমি ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, আমার হল ছিল ফজলুল হক হল। লজ্জা হয়, এই হলেই তোফাজ্জলকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে অহংকার করে থাকে, এখানে নাকি সবাই মেধাবী। মেধাবী হলে তো বোঝার কথা ছিল, পেটানোর পর একটি যুবক কী করে সব ভুলে নির্ভয়ে ভাত খেতে পারে। সুস্থ চোর হলে বাঁচার তাগিদটা ভাতের চেয়ে বেশি হতো। এত মার খাওয়ার পরও নির্ভাবনায় ভাত খাওয়ার দৃশ্য দেখে যারা তার মানসিক অবস্থা বুঝতে পারেনি তাদের দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের ‘মেধাবী’ বললে মেধার অপমান করা হয়। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মেধাবী’ শব্দটির বিকৃত অর্থ ছড়িয়ে পড়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে অত্যন্ত নির্মমভাবে পিটিয়ে কেড়ে নেয়া হলো একটি প্রাণ। তোফাজ্জলের ত্রিভুবনে বাবা-মা, ভাই-বোন কেউ নেই। মা-বাবা জীবিত থাকতে তাদের সেবায় মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল মাঝে মধ্যে সুস্থ হয়ে যেতেন, কিন্তু মা-বাবার মৃত্যুর পর আর কখনো সুস্থ হননি। বাসায় থাকলে পায়ে থাকত শিকল, তাই তিনি বাসা থেকে পালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় ঘুরে বেড়াতেন, কখনো কখনো খাবার জুটতো, আবার না খেয়েই থাকতেন অনেকদিন। ফজলুল হক হলে সম্ভবত খাবারের সন্ধানেই গিয়েছিলেন। মৃত্যুর আগে তিনি পেটপুরে খেতে পেরেছেন, হয়তো তার মনে বিশ্বাস জন্মেছিল, তাকে আর মারা হবে না।

খাবার যে কত উপাদেয় তা চরম ক্ষুধার্ত না হলে বোঝা যায় না। অন্তর্র্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এক যুবককে দেখা গেল, রাস্তায় রাস্তায় পতিতাদের পেটাতে; এক পতিতা আধা কিলোমিটার দৌড়েও ওই যুবকের হাত থেকে বাঁচতে পারেনি, সবার সম্মুখে নির্দয়ভাবে পিটিয়েছে। সরকারের নির্লিপ্ততা তাকে এত সাহস জুগিয়েছে, সে কক্সবাজারে গিয়ে পুলিশের সম্মুখেই মেয়েদের নাজেহাল করেছে। পুলিশ ভয়ে যুবকের লাঠিপেটাকে সমর্থন করেছে। খাবারের নিশ্চয়তা থাকলে কেউ পতিতা হতে চায় না। রাজধানীর ধানমন্ডির একটি সড়ক পার হওয়ার সময় পর্বতারোহী শায়লা বিথীর ওপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। পুলিশ শতভাগ সক্রিয় না হওয়ায় সবার মধ্যে এই বিশ্বাস জন্মেছে যে, দেশের ক্ষমতা এখন ‘মব’-এর হাতে।’ মব জাস্টিজ’-এর নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতা শামিম মোল্লাকে প্রক্টরের জিম্মায় থাকা অবস্থায় পিটিয়ে মেরে ফেলা হয়েছে।

‘মব জাস্টিস’ নাম দিয়ে দেশের সর্বত্র যেসব ভায়োলেন্স হচ্ছে তা এক্ষুণি বন্ধ না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হবে, অন্তর্র্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণœ হবে, দলীয় সরকার প্রতিষ্ঠার যুক্তি প্রবল থেকে প্রবলতর হবে। মব জাস্টিস গণঅভ্যুত্থানকেই প্রশ্নবিদ্ধ করে তুলছে। যদিও সমন্বয়করা মব জাস্টিজের বিরুদ্ধে বলে যাচ্ছেন। দলীয় সরকারের প্রতি মানুষের কোন দরদ নেই, জনগণ চায় মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বর্তী সরকারের দীর্ঘায়ু। কিন্তু তাদের আস্থা ও বিশ্বাসে চিড় ধরলে জাতি আবার অন্ধকারে নিমজ্জিত হবে।

আদিকালে মানুষ পশু হত্যা করত খাবারের জন্য, এখন মানুষ হত্যা করা হয় শখের বশে; হত্যাকারী এবং ভিকটিম কেউই জানে না, হত্যা কেন জরুরি। না জানা হত্যার জন্যই আমাদের গর্বের ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ডের ললাটে লেখা হয়ে গেল, ‘এখানে জীবনের বিনিময়ে ভাত পাওয়া যায়’।

[লেখক : সাবেক নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক; সাবেক এমডি, টাকশাল]

বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের জন্য বয়সবৈষম্য দূর করুন

আসন্ন বোরো উৎপাদন ও কিছু শঙ্কা

ছবি

আইন পেশার জানা-অজানা কথা

ছবি

ব্যাংক খাতের সংকট

একাকিত্ব ও মানসিক অশান্তি

বাংলাদেশের শিক্ষা ও শিক্ষক সমাজ

ব্রি: কিছু প্রশ্ন, কিছু উত্তর

ক্রেতা ঠকে গেলে তার আইনগত প্রতিকার

ঢাকার যানজট : কিছু প্রস্তাব

রম্যগদ্য : দারিদ্র্য যাবে জাদুঘরে

গার্মেন্টস খাতে সংকট

সরকারি হাসপাতালের টয়লেট ব্যবস্থাপনায় করুণ দশা

ডেঙ্গু থেকে বাঁচার উপায় কী

শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণের হার বাড়াতে

বাংলাদেশের ছাত্র রাজনীতির দুর্বলতা

ইরানের কেন কৌশলগত পরিবর্তন

শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন একে অন্যের পরিপূরক

রামু ট্র্যাজেডির এক যুগ

প্রত্যাশিত শিক্ষা কমিশনের প্রস্তাবিত রূপরেখা

ব্যাংক খাতের সংস্কার

শিক্ষার একটি স্থায়ী কমিশন সময়ের দাবি

উচ্চ ফলনশীল বারি মসুর-৮

শ্রীলঙ্কার রাজনীতিতে বামপন্থির উত্থান

আমন ধানে আগাম ফুল আসার কারণ

উচ্চ ফলনশীল বারি মসুর-৮

কী হবে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি

রম্যগদ্য : ‘বল করে দুর্বল...’

মধ্যপ্রাচ্যে প্রযুক্তিগত যুদ্ধ

বন্যাপরবর্তী কৃষি উৎপাদনে সময়োপযোগী সহায়তা প্রদান

গুণগত উন্নয়নই সমাজের প্রকৃত উন্নতির চাবিকাঠি

বিশেষ শিশু ও বিশেষ শিক্ষালয়

বিশ্ব ফার্মাসিস্ট দিবস

সংখ্যালঘুদের নিরাপত্তার অধিকার

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-শিক্ষক রাজনীতি

প্রসঙ্গ : আনসার বাহিনী

শান্তির সংস্কৃতি : প্রেক্ষিত বাংলাদেশ

tab

উপ-সম্পাদকীয়

ক্ষমতা এখন ‘মব’-এর হাতে

জিয়াউদ্দীন আহমেদ

image

তোফাজ্জল হোসেন

শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

১৮ সেপ্টেম্বর ২০২৪। মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হোসেনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী ইতোমধ্যে দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। এই ৬ জনের মধ্যে একজন হচ্ছে ছাত্রলীগের সাবেক নেতা; তিনি ফজলুল হক হল ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-সম্পাদক ছিলেন। কোটা সংস্কার বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে তিনি ছাত্রলীগ থেকে পদত্যাগ করে আন্দোলনের সব কর্মসূচিতে সক্রিয় হয়ে ওঠেন। অন্যদের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।

দফায় দফায় মারা হলেও হিসাববিজ্ঞানে মাস্টার্স তোফাজ্জল বারবার বোঝাতে চেয়েছিলেন যে তিনি চোর নন, তিনি শুধু একটু খাবার চান। তা শুনে হলের ক্যান্টিনে নিয়ে গিয়ে তোফাজ্জলকে ভাত-তরকারি খাওয়ানো হয়। ক্যান্টিনে খেতে বসা তোফাজ্জলের শরীরে অনেকগুলো জখম ছিল। আমরা সবাই তার খাওয়ার ভিডিও দেখেছি, তাকে যে আগে মারা হয়েছে তার কোন প্রতিক্রিয়া তার চেহারায় ছিল না, তৃপ্তি সহকারে তিনি ভাত খেয়ে গেছেন। পাকিস্তানি সেনার কাছে আটক মুক্তিযোদ্ধা আজাদও ভাত খেতে চেয়েছিলেন, মা ভাত নিয়ে গিয়েছিলেনও, পাকিস্তানি সেনারা ভাত খাওয়ার আগেই তাকে মেরে ফেলেছিল, মা আমৃত্যু আর ভাত খাননি। তোফাজ্জলকে যে আবার মারা হবে সে বিষয়টি তাকে একটুও বিচলিত করেনি। তিনি ছিলেন শান্ত ও উদ্বেগহীন। ক্ষুধা নিবারণেই তিনি নিবিষ্ট ছিলেন। ক্রুশবিদ্ধ হওয়ার আগে যিশুও ধীরস্থির ছিলেন। লিওনার্দো দ্য ভিঞ্চির অমর সৃষ্টি ‘দ্য লাস্ট সাপার’-এ যিশু খ্রিস্টকে তার ১২ জন শিষ্যকে নিয়ে নিশ্চিন্তে রাতের ভোজ করতে দেখা গেছে। ক্রুশবিদ্ধ হওয়ার ঠিক আগেই তিনি এই খাবার খেয়েছিলেন।

তোফাজ্জলকে ফের গেস্টরুমে নিয়ে গিয়ে পোশাক খুলে, পা ও চোখ বেঁধে আবার পেটানো হয়। ভিডিওতে অনেক ছাত্রকে ঘটনায় উপস্থিত দেখা গেছে, তাই শুধু ৬ জন নয়, আরও ছাত্র দায়ী। ঘটনায় উপস্থিত যারা তোফাজ্জলকে মারেনি তারাও তার মৃত্যুর জন্য সমভাবে দায়ী। কারণ ঘটনায় উপস্থিত কোন ছাত্রকে নির্যাতনে বাধা দিতে দেখা গেল না। সবাই তোফাজ্জলের করুণ মৃত্যুর দৃশ্য উপভোগ করেছে। ফজলুল হক হলের সংশ্লিষ্ট সব ছাত্রকে ডেকে নিয়ে বারবার জেরা করা দরকার, যেভাবে ফরাসি পুলিশ জুলফিকার আলী ভুট্টোর ছোট ছেলে শাহনওয়াজ ভুট্টোর মৃত্যুর পর তার স্ত্রী রেহানাকে জেরা করেছিল। স্ত্রীর গোচরে স্বামী অতিরিক্ত ড্রিংক করে মারা গেলÑ এটাই ছিল স্ত্রী রেহানার অপরাধ। বিচার হওয়া উচিত তাদের যারা তোফাজ্জলের মৃত্যুর দৃশ্য উপভোগ করে নিশ্চুপ ছিল। বিচার হওয়া উচিত আশপাশের সব ছাত্রের যারা তোফাজ্জলের চিৎকার শুনেও তাকে বাঁচানোর চেষ্টা করেনি। বিচার হওয়া উচিত সেই সব ছাত্রের যারা ঊঁকি দিয়ে নির্যাতনের দৃশ্য দেখে আবার নিশ্চিন্তে পড়ার টেবিলে গিয়ে বসেছিল। কোন কৈফিয়ত ছাড়াই বিচার হওয়া উচিত ফজলুল হক হলের হাউজ টিউটর ও প্রভোস্টের; বিচার হওয়া উচিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। ছয়-সাত ঘণ্টাব্যাপী তোফাজ্জলকে পেটানো হলো, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানতে পারল না-কেন জানতে পারল না সেজন্যই বিচার হওয়া দরকার। ঘটনার ভিডিও থাকা সত্ত্বেও অজ্ঞাত ব্যক্তিদের নামে হত্যার অভিযোগ করার জন্যও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিচার হওয়া উচিত। বিচার হওয়া উচিত অন্তর্র্বর্তী সরকারের। দেশটাকে ভীতিজনক অবস্থা থেকে মুক্তি দেয়ার কোন পদক্ষেপ না নেয়ার জন্য সরকারের বিচার হওয়া উচিত।

দেশের বিভিন্ন স্থানে গণপিটুনিতে হত্যার একাধিক ঘটনা ঘটেছে। দুঃখজনক হচ্ছে, দেশে একজন লোকও রুখে দাঁড়ানোর নেই। কেউ ইশারা-ইঙ্গিতে কিছু বললেই উচ্চারিত হয়, ‘১৫ বছর কই ছিলেন?’ যারা নির্যাতন করছে তাদের গ্রেপ্তার করা হয়েছে বা আইনের আওতায় আনা হয়েছে এমন নজির বিগত এক মাসে পরিলক্ষিত হয়নি। এমন একটি ধারণা দেয়ার চেষ্টা করা হচ্ছে যে, গণআন্দোলনের পর টুকটাক কিছু অঘটন ঘটবেই। আবার কিছু লোক দলীয় সরকারের আমলের মতো সব অঘটনের পেছনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। দলীয় সরকার ক্ষমতায় থাকলে নিজের দোষ বিরোধী দলের ওপর চাপিয়ে দেয়ার নক্সা আঁটে, কিন্তু অন্তর্র্বর্তী সরকার প্রকৃত অপরাধীকে না ধরে অন্যের ওপর দোষ চাপানোর পুরনো খেলায় নামছে কেন? দেশে বিরাজমান অরাজকতায় অনেকের মনে ধারণা হয়েছে যে, স্বৈরচারী সরকারের সহযোগী আখ্যা দিয়ে কাউকে নির্যাতন করা হলে জবাবদিহিতা থাকবে না, মামলার মুখোমুখি হতে হবে না। ‘শিবির’ আখ্যা দিয়ে আওয়ামী লীগ আমলে ছাত্রলীগের ছেলেরা বুয়েটের শিক্ষার্থী আবরার আহাদকে নির্যাতন করে মেরে ফেলেছিল; এজন্য ১৪ জনের মৃত্যুদ- হলেও ছাত্রদের বেপরোয়া আচরণের অভিভাবক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিচার হয়নি।

আমি ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, আমার হল ছিল ফজলুল হক হল। লজ্জা হয়, এই হলেই তোফাজ্জলকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে অহংকার করে থাকে, এখানে নাকি সবাই মেধাবী। মেধাবী হলে তো বোঝার কথা ছিল, পেটানোর পর একটি যুবক কী করে সব ভুলে নির্ভয়ে ভাত খেতে পারে। সুস্থ চোর হলে বাঁচার তাগিদটা ভাতের চেয়ে বেশি হতো। এত মার খাওয়ার পরও নির্ভাবনায় ভাত খাওয়ার দৃশ্য দেখে যারা তার মানসিক অবস্থা বুঝতে পারেনি তাদের দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের ‘মেধাবী’ বললে মেধার অপমান করা হয়। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মেধাবী’ শব্দটির বিকৃত অর্থ ছড়িয়ে পড়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে অত্যন্ত নির্মমভাবে পিটিয়ে কেড়ে নেয়া হলো একটি প্রাণ। তোফাজ্জলের ত্রিভুবনে বাবা-মা, ভাই-বোন কেউ নেই। মা-বাবা জীবিত থাকতে তাদের সেবায় মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল মাঝে মধ্যে সুস্থ হয়ে যেতেন, কিন্তু মা-বাবার মৃত্যুর পর আর কখনো সুস্থ হননি। বাসায় থাকলে পায়ে থাকত শিকল, তাই তিনি বাসা থেকে পালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় ঘুরে বেড়াতেন, কখনো কখনো খাবার জুটতো, আবার না খেয়েই থাকতেন অনেকদিন। ফজলুল হক হলে সম্ভবত খাবারের সন্ধানেই গিয়েছিলেন। মৃত্যুর আগে তিনি পেটপুরে খেতে পেরেছেন, হয়তো তার মনে বিশ্বাস জন্মেছিল, তাকে আর মারা হবে না।

খাবার যে কত উপাদেয় তা চরম ক্ষুধার্ত না হলে বোঝা যায় না। অন্তর্র্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এক যুবককে দেখা গেল, রাস্তায় রাস্তায় পতিতাদের পেটাতে; এক পতিতা আধা কিলোমিটার দৌড়েও ওই যুবকের হাত থেকে বাঁচতে পারেনি, সবার সম্মুখে নির্দয়ভাবে পিটিয়েছে। সরকারের নির্লিপ্ততা তাকে এত সাহস জুগিয়েছে, সে কক্সবাজারে গিয়ে পুলিশের সম্মুখেই মেয়েদের নাজেহাল করেছে। পুলিশ ভয়ে যুবকের লাঠিপেটাকে সমর্থন করেছে। খাবারের নিশ্চয়তা থাকলে কেউ পতিতা হতে চায় না। রাজধানীর ধানমন্ডির একটি সড়ক পার হওয়ার সময় পর্বতারোহী শায়লা বিথীর ওপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। পুলিশ শতভাগ সক্রিয় না হওয়ায় সবার মধ্যে এই বিশ্বাস জন্মেছে যে, দেশের ক্ষমতা এখন ‘মব’-এর হাতে।’ মব জাস্টিজ’-এর নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতা শামিম মোল্লাকে প্রক্টরের জিম্মায় থাকা অবস্থায় পিটিয়ে মেরে ফেলা হয়েছে।

‘মব জাস্টিস’ নাম দিয়ে দেশের সর্বত্র যেসব ভায়োলেন্স হচ্ছে তা এক্ষুণি বন্ধ না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হবে, অন্তর্র্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণœ হবে, দলীয় সরকার প্রতিষ্ঠার যুক্তি প্রবল থেকে প্রবলতর হবে। মব জাস্টিস গণঅভ্যুত্থানকেই প্রশ্নবিদ্ধ করে তুলছে। যদিও সমন্বয়করা মব জাস্টিজের বিরুদ্ধে বলে যাচ্ছেন। দলীয় সরকারের প্রতি মানুষের কোন দরদ নেই, জনগণ চায় মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বর্তী সরকারের দীর্ঘায়ু। কিন্তু তাদের আস্থা ও বিশ্বাসে চিড় ধরলে জাতি আবার অন্ধকারে নিমজ্জিত হবে।

আদিকালে মানুষ পশু হত্যা করত খাবারের জন্য, এখন মানুষ হত্যা করা হয় শখের বশে; হত্যাকারী এবং ভিকটিম কেউই জানে না, হত্যা কেন জরুরি। না জানা হত্যার জন্যই আমাদের গর্বের ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ডের ললাটে লেখা হয়ে গেল, ‘এখানে জীবনের বিনিময়ে ভাত পাওয়া যায়’।

[লেখক : সাবেক নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক; সাবেক এমডি, টাকশাল]

back to top