alt

উপ-সম্পাদকীয়

লালন ফকির : শোষিত-বঞ্চিত মানুষের কণ্ঠস্বর

বাবুল রবিদাস

: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

অবহেলিত শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের পক্ষে যে কজন মহামানব ইতোপূর্বে বাণী দিয়েছেন, তাদের মধ্যে অন্যতম হলেন ‘লালন ফকির।’ তখনকার সমসাময়িক সমাজ ছিল জাত-পাত আর শ্রেণীবৈষম্যের করাল আঘাতে জর্জরিত। মানুষে মানুষে ভেদাভেদ, দাম্ভিক, বর্ণবৈষম্য, অস্পৃশ্য, অপবিত্র বলে মনে করত। এ সমস্যা এতই প্রকট ছিল যে, এক গোত্রের মানুষ অন্য গোত্রের মানুষের ছায়া মাড়ালে ব্রাহ্মণরা অপবিত্র হয়ে যেত। ফলে সামজে উঁচু-নিচু প্রথার সৃষ্টি হয়েছিল। সমাজ কর্তৃক আরওপিত মানুষের শ্রেণীবিভাজন বা অস্পৃশ্যতাকে ‘লালন ফকির’ কখনোই স্বীকার করেননি, বরং বর্ণবৈষম্য, অস্পৃশ্য, ভেদাভেদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছিলেন। ব্রাহ্মণ কর্তৃক রচিত স্বার্থান্বেষী মহলের বিভাজিত ও বিখ-িত সমাজের শ্রেণীবিন্যাস বা শ্রেণীবৈষম্যকে অস্বীকার করে ‘লালন ফকির’ তাঁর গানে বলেনÑ ‘জাত গেল, জাত গেল বলে একি আজব কারখানা,/ সত্য পথে কেউ নয় রাজি সবি দেখি তা না না না।’

মানুষের বিভাজন সমাজের অজ্ঞতার ফসল। সব মানুষকে তো একজনই সৃষ্টি করেছেন। তাহলে মানুষ পৃথক করার কে? গ্রন্থের দোহাই দিয়ে ছত্রিশ জাতিতে প্রবর্তন করা হয়েছে তা মূলত অপব্যাখ্যার ফসল। হিন্দু সমাজে পেশাভিত্তিতে নানা বিভাজন তৈরি করা হয়েছে। মানুষে মানুষে বিশ্বাসের বৈষম্য কথা সঠিক নয়। সব মানুষই সমান অধিকার প্রাপ্য বটে। যে সমাজে মানুষ যত অজ্ঞ সে সমাজে সামাজিক বৈষম্য ও সামাজিক শ্রেণী শোষণ তত বেশি। তাই লালন ফকির সমাজের অজ্ঞতা, অনগ্রসর, পিছিয়ে পড়া, ব্রাত্যজন এবং দলিত-বঞ্চিত মানুষের জাগিয়ে তুলতে গিয়ে প্রতাপশালী ও স্বার্থান্নেষী মহলের প্রতি কুঠারাঘাত করে প্রচলিত বিভাজন সম্পর্কে কড়া ভাষায় সমালোচনা করেন। লালন ফকিরের গানেই ব্রাত্যজন, মজদুর, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, আদিবাসী, দলিত-বঞ্চিত, অন্ত্যজ, পিছিয়ে পড়া মানুষরা ঘুম থেকে জেগে ওঠে নতুন ভাবে। লালন ফকির বলেনÑ ‘ভক্তের দ্বারে বাঁধা আছেন সাঁই,/ হিন্দু কি যবন জাতির বিচার নাই’

লালন ফকির কুসংস্কার, অন্ধবিশ্বাস ও গোঁড়ামির মূলে কুঠারাঘাত করেছেন। সমাজের শ্রেণীবিভাজনের ইট-প্রাচীরের দেয়াল ভেঙে করেছেন খান খান। তিনি সংস্কারবাদী হয়ে বলেনÑ মানুষ এক। কেউ ছোট নয় বা কেউ বড় নয়।

লালন ফকির কখনো তিনি হিন্দু বা মুসলিম বলে পরিচয় দেননি। তিনি জাত-পাত বা বিশ্বাসের গন্ডির ওপরে উঠে নিজেকে ‘মানুষ’ বলে পরিচয় দিতে বেশি পছন্দ করতেন। তাঁর জাত-পাত নিজে জীবদ্দশায় যেমন, তার মৃত্যুর পরও তেমনি মানুষের কৌতূহল অশেষ। লালন ফকির বলেনÑ ‘সব লোকে কয় লালন ফকির হিন্দু না যবন,/ লালন বলে আমার আমি না জানি সন্ধান। তাঁর কাছে মানুষের সাম্প্রদায়িক পরিচয়ের চেয়ে অখ- মানব সত্তার পরিচয়ই ছিল বড়। তাঁর কাছে সব মানুষের বড় পরিচয় হচ্ছে তার কর্মে। কারণ কাজই প্রার্থনা, এক্ষেত্রে জাতি, বর্ণ, বিশ্বাস বা জাত-পাতের পরিচয় অনাবশ্যক। জাতিভেদ, শোষণ, নিপীড়ন বঞ্চনা তা সমাজে শতাব্দীর পর শতাব্দী ধরে চলেছে এবং এই জাতিভেদ প্রথার জাঁতাকলে পড়ে সমাজের নি¤œ স্তরের অনগ্রসর মানুষ তথা অনগ্রসর মানুষ অর্থাৎ অনার্য জাতি মানুষে পরিণত হতে পারেনি। সমাজ তাদের ওপর নিষ্ঠুর শোষণ চালিয়ে সবসময় দলিত-বঞ্চিতদের দমিয়ে রাখতে চেয়েছে। সমাজে এই শোষণ নিপীড়নকে স্বর্গীয় গ্রন্থের অনুশাসনের অঙ্গ হিসেবে প্রতিষ্ঠিত করে শাসক শ্রেণী। জাতিভেদ প্রথার এই নিদারুণ শোষণকে আরও উৎসাহিত করে জাতিভেদ প্রথাকে যার মাধ্যমে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার চেষ্টা করা হয়েছে মনুসংহিতায়। শূদ্র জাতির মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত করেছে। আর্য জাতিরা অনার্যদের গোলাম বা দাসে পরিণত করেছে। শোষিত, বঞ্চিত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, দলিত সমাজের নিচু তলার মানুষরা এর বিরুদ্ধে উচ্চ কণ্ঠে প্রতিবাদ করতে পারেনি। সমাজ কর্তৃক চাপিয়ে দেয়া এই সামাজিক শোষণ আর্যদের চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নিতে নতজানু হয়ে থাকতে বাধ্য হয়েছে। তাই লালন ফকির এইসব আজন্ম নতজানু মানুষদের জাগিয়ে তোলার জন্য সমাজ কর্তৃক আরোপিত ‘জাতির’ বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে ‘জাতিকে’ অস্বীকার করে জাতিভেদ প্রথার অসারতা প্রমাণ করার জন্য সংগ্রাম করেছিলেন। লালন ফকিরের মতে পৃথিবীর সব মানুষ যেহেতু একদ- জরায়ু হতে সৃষ্ট, সেহেতু সবার পরিচয় একটাই আর সেটি হলো ‘মানুষ’।

[লেখক : আইনজীবী, জজ কোর্ট, জয়পুরহাট]

পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন : দাবি ও সমাধানের পথ

সিরিয়ার পতন কিভাবে আমেরিকার স্বার্থকে হুমকিতে ফেলছে

পরিবারতত্ত্ব ও পরিবারতন্ত্র : বিকল্প রাষ্ট্রচিন্তার সন্ধানে

বিশ্ব ধরিত্রী দিবস

স্নায়ুরোগ চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন জরুরি

জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য প্রভাব ও করণীয়

শাসনব্যবস্থা : জনগণের প্রত্যাশা ও বাস্তবতার দ্বন্দ্ব

বয়নামা দলিল কখন স্বত্বের দলিল হিসেবে পরিগণিত হয়?

বর্ষার আগেই নদীভাঙনের আতঙ্কে উপকূলবাসী

ছবি

ভূমিকম্প ঝুঁকিতে দেশ : মোকাবিলায় প্রস্তুতি প্রয়োজন

‘রিসেটের’ পরাকৌশল কী হওয়া প্রয়োজন

প্রসঙ্গ : জাতীয় বাজেট

ব্রুনোর শ্মশান মঞ্চ

দুর্নীতির অবিশ্বাস্য খতিয়ান

সাম্য, ন্যায়বিচার, সুশাসন, বহুত্ববাদ : সবকা সাথ্ সবকা বিকাশ!

পশ্চিমবঙ্গে ভয়াবহ সংকটে ধর্মনিরপেক্ষতা

পেশাগত দায় ও নৈতিকতা

বিনোদনের রূপান্তর : সংস্কৃতির সংকোচন ও নতুন পথ

রম্যগদ্য : ‘চোর চাই, চোর...’

শুভ-অশুভ বলে কিছু কি আছে

পহেলা বৈশাখের সঙ্গে মিশে আছে কৃষি ও কৃষক

বাংলাদেশে ঘটনা অঘটন: প্রায় সবক্ষেত্রেই ইস্যু নির্বাচন

ছবি

নববর্ষ বাঙালি সংস্কৃতির বৈচিত্র্য ও বহুত্ববাদ

বৈসাবি : সম্মিলনের জাতীয় উৎসব

সংকট ও সংক্রান্তির শক্তি

ছবি

গাজার অশ্রু : ইসরায়েলের বর্বরতা ও বিশ্বের নীরবতা

দেশের কৃষি অর্থনীতির নীরব নায়িকারা

বহুমাত্রিক দ্বন্দ্বের ফেরে বিএনপি ও এনসিপি

ফৌজদারি মামলায় অপরাধের আলামত উদ্ধারে আইন মানতে বাধা কোথায়?

জলবায়ুর নতুন ছকে বদলে যাচ্ছে কৃষির ভবিষ্যৎ

ভারতে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বিতর্ক

কীটনাশকের বিষচক্র : উন্নয়নের নামে শোষণ ও বিপর্যয়

বোরো ধান উৎপাদনে প্রধান অন্তরায় বিদ্যুৎ-বিভ্রাট

ঢাকার বাসিন্দাদের নিঃশ্বাসে এক বিপন্নতা

‘রিফাইন্ড’ আওয়ামী লীগ হলে ‘ওয়াশিং মেশিন পার্টি’ বেকার হয়ে পড়বে না তো!

গণঅভ্যুত্থান-উত্তর বাংলাদেশে সংক্ষুব্ধ ‘আমরা’ কারা?

tab

উপ-সম্পাদকীয়

লালন ফকির : শোষিত-বঞ্চিত মানুষের কণ্ঠস্বর

বাবুল রবিদাস

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

অবহেলিত শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের পক্ষে যে কজন মহামানব ইতোপূর্বে বাণী দিয়েছেন, তাদের মধ্যে অন্যতম হলেন ‘লালন ফকির।’ তখনকার সমসাময়িক সমাজ ছিল জাত-পাত আর শ্রেণীবৈষম্যের করাল আঘাতে জর্জরিত। মানুষে মানুষে ভেদাভেদ, দাম্ভিক, বর্ণবৈষম্য, অস্পৃশ্য, অপবিত্র বলে মনে করত। এ সমস্যা এতই প্রকট ছিল যে, এক গোত্রের মানুষ অন্য গোত্রের মানুষের ছায়া মাড়ালে ব্রাহ্মণরা অপবিত্র হয়ে যেত। ফলে সামজে উঁচু-নিচু প্রথার সৃষ্টি হয়েছিল। সমাজ কর্তৃক আরওপিত মানুষের শ্রেণীবিভাজন বা অস্পৃশ্যতাকে ‘লালন ফকির’ কখনোই স্বীকার করেননি, বরং বর্ণবৈষম্য, অস্পৃশ্য, ভেদাভেদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছিলেন। ব্রাহ্মণ কর্তৃক রচিত স্বার্থান্বেষী মহলের বিভাজিত ও বিখ-িত সমাজের শ্রেণীবিন্যাস বা শ্রেণীবৈষম্যকে অস্বীকার করে ‘লালন ফকির’ তাঁর গানে বলেনÑ ‘জাত গেল, জাত গেল বলে একি আজব কারখানা,/ সত্য পথে কেউ নয় রাজি সবি দেখি তা না না না।’

মানুষের বিভাজন সমাজের অজ্ঞতার ফসল। সব মানুষকে তো একজনই সৃষ্টি করেছেন। তাহলে মানুষ পৃথক করার কে? গ্রন্থের দোহাই দিয়ে ছত্রিশ জাতিতে প্রবর্তন করা হয়েছে তা মূলত অপব্যাখ্যার ফসল। হিন্দু সমাজে পেশাভিত্তিতে নানা বিভাজন তৈরি করা হয়েছে। মানুষে মানুষে বিশ্বাসের বৈষম্য কথা সঠিক নয়। সব মানুষই সমান অধিকার প্রাপ্য বটে। যে সমাজে মানুষ যত অজ্ঞ সে সমাজে সামাজিক বৈষম্য ও সামাজিক শ্রেণী শোষণ তত বেশি। তাই লালন ফকির সমাজের অজ্ঞতা, অনগ্রসর, পিছিয়ে পড়া, ব্রাত্যজন এবং দলিত-বঞ্চিত মানুষের জাগিয়ে তুলতে গিয়ে প্রতাপশালী ও স্বার্থান্নেষী মহলের প্রতি কুঠারাঘাত করে প্রচলিত বিভাজন সম্পর্কে কড়া ভাষায় সমালোচনা করেন। লালন ফকিরের গানেই ব্রাত্যজন, মজদুর, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, আদিবাসী, দলিত-বঞ্চিত, অন্ত্যজ, পিছিয়ে পড়া মানুষরা ঘুম থেকে জেগে ওঠে নতুন ভাবে। লালন ফকির বলেনÑ ‘ভক্তের দ্বারে বাঁধা আছেন সাঁই,/ হিন্দু কি যবন জাতির বিচার নাই’

লালন ফকির কুসংস্কার, অন্ধবিশ্বাস ও গোঁড়ামির মূলে কুঠারাঘাত করেছেন। সমাজের শ্রেণীবিভাজনের ইট-প্রাচীরের দেয়াল ভেঙে করেছেন খান খান। তিনি সংস্কারবাদী হয়ে বলেনÑ মানুষ এক। কেউ ছোট নয় বা কেউ বড় নয়।

লালন ফকির কখনো তিনি হিন্দু বা মুসলিম বলে পরিচয় দেননি। তিনি জাত-পাত বা বিশ্বাসের গন্ডির ওপরে উঠে নিজেকে ‘মানুষ’ বলে পরিচয় দিতে বেশি পছন্দ করতেন। তাঁর জাত-পাত নিজে জীবদ্দশায় যেমন, তার মৃত্যুর পরও তেমনি মানুষের কৌতূহল অশেষ। লালন ফকির বলেনÑ ‘সব লোকে কয় লালন ফকির হিন্দু না যবন,/ লালন বলে আমার আমি না জানি সন্ধান। তাঁর কাছে মানুষের সাম্প্রদায়িক পরিচয়ের চেয়ে অখ- মানব সত্তার পরিচয়ই ছিল বড়। তাঁর কাছে সব মানুষের বড় পরিচয় হচ্ছে তার কর্মে। কারণ কাজই প্রার্থনা, এক্ষেত্রে জাতি, বর্ণ, বিশ্বাস বা জাত-পাতের পরিচয় অনাবশ্যক। জাতিভেদ, শোষণ, নিপীড়ন বঞ্চনা তা সমাজে শতাব্দীর পর শতাব্দী ধরে চলেছে এবং এই জাতিভেদ প্রথার জাঁতাকলে পড়ে সমাজের নি¤œ স্তরের অনগ্রসর মানুষ তথা অনগ্রসর মানুষ অর্থাৎ অনার্য জাতি মানুষে পরিণত হতে পারেনি। সমাজ তাদের ওপর নিষ্ঠুর শোষণ চালিয়ে সবসময় দলিত-বঞ্চিতদের দমিয়ে রাখতে চেয়েছে। সমাজে এই শোষণ নিপীড়নকে স্বর্গীয় গ্রন্থের অনুশাসনের অঙ্গ হিসেবে প্রতিষ্ঠিত করে শাসক শ্রেণী। জাতিভেদ প্রথার এই নিদারুণ শোষণকে আরও উৎসাহিত করে জাতিভেদ প্রথাকে যার মাধ্যমে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার চেষ্টা করা হয়েছে মনুসংহিতায়। শূদ্র জাতির মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত করেছে। আর্য জাতিরা অনার্যদের গোলাম বা দাসে পরিণত করেছে। শোষিত, বঞ্চিত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, দলিত সমাজের নিচু তলার মানুষরা এর বিরুদ্ধে উচ্চ কণ্ঠে প্রতিবাদ করতে পারেনি। সমাজ কর্তৃক চাপিয়ে দেয়া এই সামাজিক শোষণ আর্যদের চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নিতে নতজানু হয়ে থাকতে বাধ্য হয়েছে। তাই লালন ফকির এইসব আজন্ম নতজানু মানুষদের জাগিয়ে তোলার জন্য সমাজ কর্তৃক আরোপিত ‘জাতির’ বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে ‘জাতিকে’ অস্বীকার করে জাতিভেদ প্রথার অসারতা প্রমাণ করার জন্য সংগ্রাম করেছিলেন। লালন ফকিরের মতে পৃথিবীর সব মানুষ যেহেতু একদ- জরায়ু হতে সৃষ্ট, সেহেতু সবার পরিচয় একটাই আর সেটি হলো ‘মানুষ’।

[লেখক : আইনজীবী, জজ কোর্ট, জয়পুরহাট]

back to top