alt

উপ-সম্পাদকীয়

রেমিট্যান্স যোদ্ধাদের হতাশা ও উপজেলা পর্যায়ের অদক্ষতা : কে নেবে দায়িত্ব?

রহমান মৃধা

: বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং বর্তমান শাসনব্যবস্থার উচ্চপর্যায়ের নেতারা বারবার দেশের তরুণদের প্রতি আহ্বান জানাচ্ছেনÑচাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে ওঠো। এ বক্তব্য নিঃসন্দেহে ইতিবাচক, প্রগতিশীল এবং যুগোপযোগী। কিন্তু প্রশ্ন হচ্ছেÑএই উদ্যোগগুলো কোথায় গিয়ে থেমে যাচ্ছে? কেন থেমে যাচ্ছে?

দেশের বাস্তবতায় আজ অনেক তরুণ-তরুণী, প্রবাসীর স্বজন, এমনকি পঞ্চাশোর্ধ বয়সের মানুষও নিজেদের ক্ষুদ্র সঞ্চয় আর সীমিত মূলধন নিয়ে হাঁস-মুরগি পালন, মাছ চাষ, সবজি উৎপাদনের মতো ক্ষুদ্র উদ্যোগে এগিয়ে আসছেন। লক্ষ্য একটাইÑনিজেদের পায়ে দাঁড়ানো এবং দেশের উৎপাদনে অংশ নেয়া।

বিশেষ করে প্রবাসে কর্মরত লাখ লাখ রেমিট্যান্স যোদ্ধাÑযারা দিনের পর দিন বিদেশের মাটিতে কঠিন শ্রমে উপার্জিত অর্থ পাঠাচ্ছেনÑতারা পরিবারকে শুধু ভরণপোষণই নয়, স্বপ্ন গড়ার সামর্থ্য দিচ্ছেন। এমন অনেক পরিবারেই বিদেশফেরত স্বজনদের অর্থে গড়ে উঠেছে কৃষি খামার, হাঁস-মুরগির ফার্ম, পুকুরভিত্তিক মাছ চাষ প্রকল্প, নারিকেল-খেজুর বাগান ইত্যাদি। আমরাও এই ধারার অংশ। আমাদের পরিবারের সদস্যরাও বছর বছর ধরে দেশ থেকে দূরে থেকে এভাবেই গ্রামের মাটিতে স্বপ্ন বুনেছেন। কিন্তু এসব স্বপ্ন ধ্বংস হচ্ছে একেবারে মৌলিক জবাবদিহিতার অভাবে।

সম্প্রতি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের নহাটা-শালধা গ্রামে আমাদের পরিবারের মালিকানাধীন একটি বহুমুখী কৃষি খামারে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে। রাতারাতি শতাধিক হাঁস হঠাৎ মারা যায়। পাশাপাশি, পুকুরে চাষ করা শতাধিক মণের বেশি মাছ একযোগে মারা যায়। আতঙ্কিত হয়ে আমরা বারবার ফোন করেছি উপজেলার কৃষি ও প্রাণিসম্পদ কর্মকর্তাদেরÑকিন্তু কোনো সাড়া মেলেনি। কেউ ফোন ধরেনি, কেউ খোঁজ নিতে আসেনি।

পরে আমরা নিজেরাই গিয়ে দেখি খামারের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা মরা হাঁসের দেহ আর পচে যাওয়া মাছের দগ্ধ গন্ধ। দৃশ্যটা ছিল গা শিউরে ওঠার মতো। শুধু একটা পরিবারের ক্ষতি নয়Ñএ এক বৃহৎ সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি।

একটি খামারের মৃত্যু আর প্রশাসনিক নিষ্ক্রিয়তা আমাদের উন্নয়নের মুখোশ খুলে দেয়। প্রশ্ন উঠতে বাধ্যÑএই ক্ষতির দায় কে নেবে?

উপজেলা পর্যায়ে দেশের সর্বত্র আছে কৃষি অফিস, মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ দপ্তর, যুব উন্নয়ন, কর্মসংস্থান ও প্রশিক্ষণ অফিস। সবখানে আছে বেতনভুক্ত কর্মকর্তা, মাসিক সম্মানী, যানবাহন, ফোন সংযোগ, এমনকি প্রশিক্ষণ বাজেট। কিন্তু তারা কি আদৌ মাঠে কাজ করেন? বহু উদ্যোক্তা বলছেনÑবছরে একবারও তাদের দেখা মেলে না। কেউ গ্রামে যান না, কেউ ফোন ধরেন না, কেউ সমস্যার সমাধান করতে আগ্রহী নন।

দেশজুড়ে নারিকেল গাছের চাষ বেড়েছেÑএ কথা আমরা বহু বছর ধরেই শুনে আসছি। কিন্তু প্রশ্ন হচ্ছে : রাজধানী থেকে মফস্বল পর্যন্ত ভালো মানের একটি ডাব পাওয়া এতটা কঠিন কেন? আমার নিজের পরিবারের জমিতে শতাধিক নারিকেল গাছ থাকা সত্ত্বেও একটি ভালো ডাব পাওয়া মুশকিল। আবার শত শত খেজুর গাছ অযতেœ পড়ে আছেÑকারণ নেই পরিচর্যা, নেই বিপণন ব্যবস্থা, নেই নির্দেশনা। সরকারি লোকজন আছে, অফিস আছে, বরাদ্দ আছেÑকিন্তু নেই কার্যকারিতা।

সবচেয়ে দুঃখজনক দিক হলো, যারা সারা জীবন প্রবাসে কষ্ট করে অর্থ পাঠান, তাদের যখন সর্বাধিক প্রয়োজন রাষ্ট্রের সেবা ও সহায়তা, তখন প্রশাসনের এই বিশাল কাঠামো নিস্পৃহ ও নিশ্চুপ। এ কি রাষ্ট্র? এ কি উন্নয়ন?

উন্নয়নের জোয়ার যদি শুধু মেগা প্রকল্পে সীমাবদ্ধ থাকে, তবে তা এক অর্ধসত্য। প্রকৃত উন্নয়ন হলোÑমাঠপর্যায়ে জনগণের পাশে দাঁড়ানো, ক্ষুদ্র উদ্যোক্তাকে বাঁচিয়ে রাখা, প্রবাসীর পাঠানো অর্থকে পুঞ্জিভূত সম্ভাবনায় রূপান্তর করা।

সেই ক্ষমতা যদি রাষ্ট্র না রাখে, তাহলে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান নিছক এক রাজনৈতিক বাণীতে পরিণত হয়।

আমরা যারা প্রবাসে থেকে দেশের কথা ভাবি, যারা পরিবারকে সহায়তা করি, যারা রাষ্ট্রের মেরুদ- শক্ত রাখি রেমিট্যান্স দিয়েÑআমরা কী পাচ্ছি বিনিময়ে?

প্রশ্নগুলো সহজ, উত্তরগুলো কঠিন : এই অযোগ্যতা, দুর্নীতি আর অকার্যকারিতার দায় কে নেবে? উন্নয়নের নামে প্রশাসনিক ব্যর্থতা আর কতদিন চলবে? নির্বাচনের পরেই কি এসব সমস্যার সমাধান হবে? রাষ্ট্র কি এখনই কার্যকর ব্যবস্থা নেবে?

যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, তারা তো আজকাল অনেক ব্যস্তÑরাজনীতি আর মিডিয়া-শোডাউনে। উন্নয়ন কেবল ব্রিজ, ফ্লাইওভার আর টানেলের গল্প নয়। উন্নয়ন হলোÑএকটি হাঁস-মুরগির খামারকে রক্ষা করা, একটি ক্ষুদ্র পুকুরের মাছকে মরতে না দেয়া, একটি স্বপ্নবান উদ্যোক্তার পাশে দাঁড়ানো। উন্নয়ন মানে মাঠপর্যায়ে দায়িত্বশীল প্রশাসন, জনসংযোগ, জবাবদিহিতা, এবং সক্রিয় সহায়তা। এই জাতীয় অব্যবস্থার অবসান চাই। অবিলম্বে। আমরা অপেক্ষা করছিÑএকটি জবাবদিহিমূলক রাষ্ট্রের, কার্যকর পরিবর্তনের, এবং সত্যিকারের নাগরিক বন্ধুত্বের।

[লেখক : সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন ]

দেশি মাছ রক্ষায় অভয়াশ্রম

আলুর বাজার বিপর্যয় : কৃষকের ভাগ্যে লোকসান

ছবি

নীল নদের পানি নীল নয়

বিশ্ব বাঘ দিবস

ঢাকার কি রিস্ক এনালাইসিস করা আছে?

ছবি

সোনার হরফে লেখা অনন্য শিক্ষকের নাম

পরীক্ষার পর পরীক্ষা, কিন্তু কোথায় মূল্যায়ন ও মূল্যবোধের ভিত্তি?

বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন বাদ কেন?

সময়ের স্বৈরতন্ত্র : প্রতীক্ষা, ক্ষমতা ও জীবনের অসমতা

জলবায়ু পরিবর্তন মডেলে গণিতের ব্যবহার

দুর্ঘটনাজনিত দুর্যোগ-পরবর্তী করণীয় কী?

ডেঙ্গু, জিকা আর চিকুনগুনিয়া : একই উৎস, ত্রিমুখী সংকট

কেন থাইল্যান্ড-কম্বোডিয়ার ইতিহাসের পুনরাবৃত্তি?

দুর্নীতি নির্মূল করা কি সম্ভব?

দরকার মানসম্মত শিক্ষা

ইসরায়েলের যুদ্ধনীতি ও বিশ্ব নিরাপত্তার সংকট

রম্যগদ্য : ‘বেইমান রাইট ব্রাদার্স’

মানসিক স্বাস্থ্যসেবা : আইনি কাঠামো, সংকট ও সম্ভাবনার দিক

ছবি

বাংলাদেশের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র

দুর্যোগে অবিবেচকদেরকে কি দায়িত্বশীল ভাবা যায়?

ওয়াসার পদ্মা ট্রিটমেন্ট প্ল্যান্ট : এক জীবন্ত বোটানিক্যাল গার্ডেন

রেলপথের দুর্দশা : সমন্বিত পরিকল্পনা না হলে বিপর্যয় অনিবার্য

বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চার কেন্দ্র নাকি ক্ষমতার অভ্যন্তরীণ উপনিবেশ?

পিরোজপুরের স্কুলটির ফলাফল বিপর্যয় এবং আচরণগত অর্থনীতির দৃষ্টিকোণ

কোনো শাসকই অপরাজেয় নয়

পশ্চিমবঙ্গের রাজনীতি : বাঙালিকে রুচির দৈন্যে টেনে নামানো হচ্ছে

জনসংখ্যা ও যুবশক্তির চ্যালেঞ্জ ও সম্ভাবনা

রাষ্ট্রের কাছে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই

পার্বত্য চট্টগ্রাম : প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিক সম্ভাবনা

ইউরেশিয়ায় তৃতীয় বিকল্প গালফ কূটনীতি

‘বিপ্লবী সংস্কার’ কি সম্ভব

রম্যগদ্য : ‘ব্যাংক, ব্যাংক নয়’

মবতন্ত্রের জয়

ডিজিটাল ক্লান্তি ও ‘সর্বক্ষণ সক্রিয়’ সংস্কৃতির শ্রেণীগত রাজনীতি

ছবি

বোধের স্ফূরণ, না ‘মেটিকুলাস ডিজাইন’?

এসএসসিতে গণিত বিষয়ে ফল বিপর্যয় : কারণ ও উত্তরণের উপায়

tab

উপ-সম্পাদকীয়

রেমিট্যান্স যোদ্ধাদের হতাশা ও উপজেলা পর্যায়ের অদক্ষতা : কে নেবে দায়িত্ব?

রহমান মৃধা

বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং বর্তমান শাসনব্যবস্থার উচ্চপর্যায়ের নেতারা বারবার দেশের তরুণদের প্রতি আহ্বান জানাচ্ছেনÑচাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে ওঠো। এ বক্তব্য নিঃসন্দেহে ইতিবাচক, প্রগতিশীল এবং যুগোপযোগী। কিন্তু প্রশ্ন হচ্ছেÑএই উদ্যোগগুলো কোথায় গিয়ে থেমে যাচ্ছে? কেন থেমে যাচ্ছে?

দেশের বাস্তবতায় আজ অনেক তরুণ-তরুণী, প্রবাসীর স্বজন, এমনকি পঞ্চাশোর্ধ বয়সের মানুষও নিজেদের ক্ষুদ্র সঞ্চয় আর সীমিত মূলধন নিয়ে হাঁস-মুরগি পালন, মাছ চাষ, সবজি উৎপাদনের মতো ক্ষুদ্র উদ্যোগে এগিয়ে আসছেন। লক্ষ্য একটাইÑনিজেদের পায়ে দাঁড়ানো এবং দেশের উৎপাদনে অংশ নেয়া।

বিশেষ করে প্রবাসে কর্মরত লাখ লাখ রেমিট্যান্স যোদ্ধাÑযারা দিনের পর দিন বিদেশের মাটিতে কঠিন শ্রমে উপার্জিত অর্থ পাঠাচ্ছেনÑতারা পরিবারকে শুধু ভরণপোষণই নয়, স্বপ্ন গড়ার সামর্থ্য দিচ্ছেন। এমন অনেক পরিবারেই বিদেশফেরত স্বজনদের অর্থে গড়ে উঠেছে কৃষি খামার, হাঁস-মুরগির ফার্ম, পুকুরভিত্তিক মাছ চাষ প্রকল্প, নারিকেল-খেজুর বাগান ইত্যাদি। আমরাও এই ধারার অংশ। আমাদের পরিবারের সদস্যরাও বছর বছর ধরে দেশ থেকে দূরে থেকে এভাবেই গ্রামের মাটিতে স্বপ্ন বুনেছেন। কিন্তু এসব স্বপ্ন ধ্বংস হচ্ছে একেবারে মৌলিক জবাবদিহিতার অভাবে।

সম্প্রতি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের নহাটা-শালধা গ্রামে আমাদের পরিবারের মালিকানাধীন একটি বহুমুখী কৃষি খামারে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে। রাতারাতি শতাধিক হাঁস হঠাৎ মারা যায়। পাশাপাশি, পুকুরে চাষ করা শতাধিক মণের বেশি মাছ একযোগে মারা যায়। আতঙ্কিত হয়ে আমরা বারবার ফোন করেছি উপজেলার কৃষি ও প্রাণিসম্পদ কর্মকর্তাদেরÑকিন্তু কোনো সাড়া মেলেনি। কেউ ফোন ধরেনি, কেউ খোঁজ নিতে আসেনি।

পরে আমরা নিজেরাই গিয়ে দেখি খামারের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা মরা হাঁসের দেহ আর পচে যাওয়া মাছের দগ্ধ গন্ধ। দৃশ্যটা ছিল গা শিউরে ওঠার মতো। শুধু একটা পরিবারের ক্ষতি নয়Ñএ এক বৃহৎ সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি।

একটি খামারের মৃত্যু আর প্রশাসনিক নিষ্ক্রিয়তা আমাদের উন্নয়নের মুখোশ খুলে দেয়। প্রশ্ন উঠতে বাধ্যÑএই ক্ষতির দায় কে নেবে?

উপজেলা পর্যায়ে দেশের সর্বত্র আছে কৃষি অফিস, মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ দপ্তর, যুব উন্নয়ন, কর্মসংস্থান ও প্রশিক্ষণ অফিস। সবখানে আছে বেতনভুক্ত কর্মকর্তা, মাসিক সম্মানী, যানবাহন, ফোন সংযোগ, এমনকি প্রশিক্ষণ বাজেট। কিন্তু তারা কি আদৌ মাঠে কাজ করেন? বহু উদ্যোক্তা বলছেনÑবছরে একবারও তাদের দেখা মেলে না। কেউ গ্রামে যান না, কেউ ফোন ধরেন না, কেউ সমস্যার সমাধান করতে আগ্রহী নন।

দেশজুড়ে নারিকেল গাছের চাষ বেড়েছেÑএ কথা আমরা বহু বছর ধরেই শুনে আসছি। কিন্তু প্রশ্ন হচ্ছে : রাজধানী থেকে মফস্বল পর্যন্ত ভালো মানের একটি ডাব পাওয়া এতটা কঠিন কেন? আমার নিজের পরিবারের জমিতে শতাধিক নারিকেল গাছ থাকা সত্ত্বেও একটি ভালো ডাব পাওয়া মুশকিল। আবার শত শত খেজুর গাছ অযতেœ পড়ে আছেÑকারণ নেই পরিচর্যা, নেই বিপণন ব্যবস্থা, নেই নির্দেশনা। সরকারি লোকজন আছে, অফিস আছে, বরাদ্দ আছেÑকিন্তু নেই কার্যকারিতা।

সবচেয়ে দুঃখজনক দিক হলো, যারা সারা জীবন প্রবাসে কষ্ট করে অর্থ পাঠান, তাদের যখন সর্বাধিক প্রয়োজন রাষ্ট্রের সেবা ও সহায়তা, তখন প্রশাসনের এই বিশাল কাঠামো নিস্পৃহ ও নিশ্চুপ। এ কি রাষ্ট্র? এ কি উন্নয়ন?

উন্নয়নের জোয়ার যদি শুধু মেগা প্রকল্পে সীমাবদ্ধ থাকে, তবে তা এক অর্ধসত্য। প্রকৃত উন্নয়ন হলোÑমাঠপর্যায়ে জনগণের পাশে দাঁড়ানো, ক্ষুদ্র উদ্যোক্তাকে বাঁচিয়ে রাখা, প্রবাসীর পাঠানো অর্থকে পুঞ্জিভূত সম্ভাবনায় রূপান্তর করা।

সেই ক্ষমতা যদি রাষ্ট্র না রাখে, তাহলে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান নিছক এক রাজনৈতিক বাণীতে পরিণত হয়।

আমরা যারা প্রবাসে থেকে দেশের কথা ভাবি, যারা পরিবারকে সহায়তা করি, যারা রাষ্ট্রের মেরুদ- শক্ত রাখি রেমিট্যান্স দিয়েÑআমরা কী পাচ্ছি বিনিময়ে?

প্রশ্নগুলো সহজ, উত্তরগুলো কঠিন : এই অযোগ্যতা, দুর্নীতি আর অকার্যকারিতার দায় কে নেবে? উন্নয়নের নামে প্রশাসনিক ব্যর্থতা আর কতদিন চলবে? নির্বাচনের পরেই কি এসব সমস্যার সমাধান হবে? রাষ্ট্র কি এখনই কার্যকর ব্যবস্থা নেবে?

যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, তারা তো আজকাল অনেক ব্যস্তÑরাজনীতি আর মিডিয়া-শোডাউনে। উন্নয়ন কেবল ব্রিজ, ফ্লাইওভার আর টানেলের গল্প নয়। উন্নয়ন হলোÑএকটি হাঁস-মুরগির খামারকে রক্ষা করা, একটি ক্ষুদ্র পুকুরের মাছকে মরতে না দেয়া, একটি স্বপ্নবান উদ্যোক্তার পাশে দাঁড়ানো। উন্নয়ন মানে মাঠপর্যায়ে দায়িত্বশীল প্রশাসন, জনসংযোগ, জবাবদিহিতা, এবং সক্রিয় সহায়তা। এই জাতীয় অব্যবস্থার অবসান চাই। অবিলম্বে। আমরা অপেক্ষা করছিÑএকটি জবাবদিহিমূলক রাষ্ট্রের, কার্যকর পরিবর্তনের, এবং সত্যিকারের নাগরিক বন্ধুত্বের।

[লেখক : সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন ]

back to top